My weekly report (Moderator & Discord in Charge)|| 15th June-2023||
Hello Everyone,
শুভ দুপুর,
এখন বাংলাদেশ সময় দুপুর ১২:০০ টা। আজ আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি সপ্তাহিক প্রতিবেদন। বিগত সপ্তাহে আবারও অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।
|
---|
আমি এই কমিউনিটিতে মডারেটর এবং ডিসকর্ড ইন চার্জ হিসেবে আছি। তাই আমার কিছু দায়িত্ব রয়েছে।
আমাদের কমিউনিটিতে সিজন দশের দ্বিতীয় সপ্তাহ চলছে। ইতোমধ্যে আমরা সিজন দশের একটি সপ্তাহ অতিবাহিত করেছি। প্রথম সপ্তাহে আমাদের কমিউনিটিতে একশত চুরানব্বই জন স্টিমিয়াম অংশগ্রহণ করেছিলেন।
প্রতিটি পোস্ট আমরা সকল নিয়মাবলী অনুসরণের মাধ্যমে পোস্ট যাচাই করেছি । যদিও পূর্বে আমরা একবার চ্যালেঞ্জ পেয়েছিলাম, তবে এবারের কাজ আগেরবার থেকে অনেকটা সূক্ষ্মভাবে সামনের দিকে এগোচ্ছে।
আমি লক্ষ্য করেছি আমাদের পরিবারের কিছু স্টিমিয়ান ভাই ও আপুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এমনকি তারা কমিউনিটির প্রতিটি কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ধন্যবাদ পরিবারের সকল আদর্শ স্টিমিয়ানদের জন্য।
তবে আরো একটি জিনিস লক্ষণীয়, যে আমাদের পরিবারের সকল স্টিমিয়াম বন্ধুরা প্রতিযোগিতায় অর্থাৎ চ্যালেঞ্জে এখনো পর্যন্ত অংশগ্রহণ করেনি। সবার প্রতি আহ্বান জানাবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
কারণ এই চ্যালেঞ্জ প্লাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া একটি উদ্যোগ। যেখানে আমাদের পোষ্টের কোয়ালিটি উন্নত করার সুযোগ রয়েছে। সারা বিশ্বের স্টিমিয়ানদের সাথে যোগাযোগ করার উপযুক্ত সময়।
আমাদের কাজ এই প্ল্যাটফর্মে, আমাদের জন্য বড় পরিচয়। আর নিজেকে উপস্থাপন করার জন্য উত্তম এই চ্যালেঞ্জে নিজের সৃজনশীলতা ফুটিয়ে তোলা।
চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণ পোষ্ট পড়ছে আমাদের কমিউনিটিতে। তবে আমরাও বসে নেই। এডমিন মহোদয়া ম্যামের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পোস্ট যাচাইকরণ সম্পন্ন করি।
যদিও আমি আমার ব্যক্তিগত প্রতিবেদন প্রকাশ করছি। কিন্তু একটি পরিবারের মতো একসাথে থেকে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই সাধারণত কথা বলতে গেলে আমরাই বলতে হয়।
এটা আমাদের সকলেরই জানা আছে একা একা অনেকটা দূরে যাওয়া সম্ভব না। সবাই মিলে একসাথে অনেক দূরে যাওয়া সম্ভব।
অন্যদিকে কমিউনিটিতে জেনারেল পোস্টের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেনারেল পোষ্টের সংখ্যা এবং নতুনদের যুক্ত হতে দেখলে খুবই ভালো লাগে। তবে চ্যালেঞ্জের পোষ্টের জন্য আমাদের জেনারেল পোস্ট এর গুরুত্ব কখনোই কমেনি।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোনো পোস্ট স্কিপ করি না। তবে আমরা মানুষ যেহেতু তাই ভুলের উর্ধ্বে না।
এই ছবি দুইটি আমাদের গতকালকের টিউটোরিয়াল ক্লাসের ছবি। যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। আমাদের কমিউনিটি এখন থেকে #burnsteem25 হ্যাশট্যাগ ব্যবহারের সকল নিয়মাবলী অনুসরণ করবে।
এটাকে সঠিকভাবে করার জন্য আমাদের কমিউনিটির "শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া ম্যাম" গতকাল ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলেন।
তাছাড়া রয়েছে নিউকামার্স কমিউনিটিতে নতুনদের আমন্ত্রণ জানানো। বুমিংয়ের জন্য পোস্ট পুনরায় চেক করা।
চ্যালেঞ্জের পোষ্টের সংখ্যা, ভ্যালিড/ইনভ্যালিড ও ক্লাব ইত্যাদি সময়ের মধ্যে সম্পন্ন করা।
আমার আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো লেখার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সাপ্তাহিক প্রতিবেদন খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এনগেজমেন্ট চ্যালেঞ্জ ইতিমধ্যে একটি সপ্তাহ অতিবাহিত হয়ে দ্বিতীয় সপ্তাহ চলমান। এটাই আমাদের সুযোগ সকলেই মিলে নিয়মিত পোস্ট করা এবং মানসম্মত মন্তব্য করা।
এই সময় আপনাদেরকে অনেক কঠোর পরিশ্রম করেছে। এনগেজমেন্ট চ্যালেঞ্জের পোস্ট সহ সাধারণ পোস্ট ভেরিফাই এবং পর্যবেক্ষণ করতে হচ্ছে।
burnsteem25 নিয়ে বিগত ক্লাসে এবং পোস্ট এর মাধ্যমেও জানিয়ে দিয়েছে। আবারও ধন্যবাদ জানাই সাপ্তাহিক প্রতিবেদন অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, সাপ্তাহিক কার্যাবলী গুলো এত সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য! নিজের কাজের পাশাপাশি,,, কমিউনিটির উন্নতি স্বার্থে! আমাদের কি কি করনীয়! সেই বিষয়গুলো খুব সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন,,,, জানতে পেরে বেশ ভালো লাগলো।
সাপ্তাহিক প্রতিবেদন টি বেশ সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে উপাস্থাপ করেছেন ৷ যেন আমরা খুব সহজেই বু়ঝতে পারি ৷ তার সাথে গতকাল "শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া ম্যাম" গতকাল ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলেন। সেগুলো আজকে আবার আমাদের মাঝে তুলে ধরেছেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকবেন ৷