My weekly report (Moderator & Discord in Charge)|| 24th May-2023||

in Incredible India2 years ago (edited)
20230412_113812_0000.png

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সবাই অবগত রয়েছেন যে প্রতি বুধবার আমি আমার বিগত সপ্তাহের কার্যাবলী প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করি।

Tutorial Class:-

1684920365714.jpg

প্রতি বুধবার আমাদের কমিউনিটিতে টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়। প্রতি সপ্তাহে প্ল্যাটফর্মের সঠিক দিকনির্দেশনা স্টিমিয়ানদের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়।

মাঝেমধ্যেই নতুন নতুন স্টিমিয়ানযুক্ত হচ্ছে আমাদের পরিবারের সাথে। বিশেষ করে নতুন স্টিমিয়ানদের সঠিক দিকনির্দেশনা এবং পুরাতন স্টিমিয়ানদের সঠিক দিকনির্দেশনার সাথে প্ল্যাটফর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয় ক্লাসে।

hangout:-

1684920328002.jpg

প্রতি সপ্তাহের মতো বিগত সপ্তাহে ও আমরা সবাই বিনোদন পর্বে অংশগ্রহণ করেছিলাম। সবার সাথে বেশ মজা হয়েছিল। এই দিনটি খুবই উপভোগ্য আমাদের সকলের কাছে।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1684920479875.jpg

আমি এই পরিবারের একজন, তাই আমার দায়িত্বের মধ্যে এটাও রয়েছে, যেখানে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করা যায়। আর এই জন্যই newcomers এ সবসময় নজর রাখা। তাদেরকে আমন্ত্রণ জানানো আমাদের পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য।

1684915559926.jpg

প্রত্যেকটি পোস্ট সেইটা হোক জেনারেল বা প্রতিযোগিতার আমি সব কিছু চেক করার পর সেই পোস্টগুলো যাচাই করি। এটা এ জন্যই উপস্থাপন করা যে প্রতি স্টিমিয়ানের প্রতিটি পোস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেটার কিছু অংশ তুলে ধরেছি স্ক্রীনশটের ছবির মাধ্যমে।

1684915734790.jpg

মাঝেমধ্যেই আমাদের পরিবারের অন্যান্য স্টিমিয়ানরা কিছু সমস্যায় পতিত হন। যেহেতু আমার ডিসকর্ডে ও থাকা হয়, তাই তাদের সাথে সেই বিষয় গুলো নিয়ে কথা বলা লেখার মাধ্যমে।

1684915916733.jpg

লেখার মাধ্যমে সমস্যার সমাধান না হলে, আমরা ভয়েসে কথা বলি। অধিকাংশ সময় আমাদের কমিউনিটির শ্রদ্ধেয়া এডমিন ম্যাম, @sduttaskitchen উপস্থিত থাকেন। তিনি শত ব্যস্ততা থাকা সত্ত্বেও চলে আসেন আমাদের মাঝে।

কারণ তিনি সবাইকে নিয়ে একই ছাতার নিচে থেকে সফলতার শীর্ষে পৌঁছাতে চান। আর এই জন্যই তিনি এই কমিউনিটির অভিভাবক ও এই এই প্ল্যাটফর্মের একজন আদর্শ ব্যক্তিত্ব ‌।

1684909206512.jpg

আমাদের কমিউনিটিতে দারুন একটি প্রতিযোগিতা চলমান। তবে অধিকাংশ অংশগ্রহণকারী/অংশগ্রহণকারীনির শীর্ষকে ত্রুটি লক্ষনীয়। সবাইকে অনুরোধ জানাবো, এ্যানাউন্সমেন্টের পোস্টটি একাধিকবার অধ্যয়ন করার জন্য। তারপর ও বুঝতে সমস্যা হলে আমাদের সাথে কথা বলবেন।

এছাড়া আমাদের কমিউনিটিতে বুমিং সমর্থনের সুবিধা রয়েছে ‌। যেখানে বিভিন্ন নিয়মাবলী অনুসরণ করে পোস্ট নির্বাচন করা হয়। কমিউনিটি কর্তৃপক্ষকে আমি বুমিং এর ক্ষেত্রে পুনরায় পোস্ট চেক সহযোগিতা করি।

এছাড়া আমি আমাদের পরিবারের সকল সদস্যের একটা অনুরোধ করবো, নিজেদের সক্রিয়তা বৃদ্ধি করুন। ভয়েসে লেখার থেকে নিজেকে বিরত রাখুন। এবং পোস্ট প্রকাশ করার পূর্বে অবশ্যই একাধিকবার অধ্যয়ন করুন।

দেখবেন একটা সময় আপনার কাজকেও মানুষ অনুকরণ করবে। ঠিক যখন এটা ঘটবে, তখন বুঝে নিবেন আপনিই সঠিক। সবার জন্য শুভকামনা রইল।

আমার আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। আশাকরি প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত পাবো।

Sort:  
 2 years ago 

আপনি গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহে চমৎকার একটি রিপোর্ট আমাদের মাধ্যমে প্রকাশ করেছেন। আর আপনার সাপোর্ট আমাদের মাঝে সব সময় বিরাজমান। আপনি সবসময় আমাদের কাজে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন।

আমরা কোন সমস্যার সম্মুখীন হলে আপনিসহ বেশ কয়েকজন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন।

আর আজকে আপনার পোষ্টের পরামর্শ গুলো যথারীতি মেনে চলার চেষ্টা করব। আমার লেখাগুলো যেন সর্বোচ্চ ভালো করতে পারি আমি সেই চেষ্টা করি সব সময়।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনি আমাদের যেমন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখন ভবিষ্যতেও এরূপ সাপোর্ট পাবো বলে আশা করি। ভালো থাকবেন সুস্থ থাকবে।

 2 years ago 

ধন্যবাদ দিদি আপনাকে এই সপ্তাহের রিপোর্ট পাবলিশ করার জন্য। আমরা সব সময় আপনার থেকে সব ধরনের হেল্প পেয়ে থাকি। আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যে পরিশ্রম করছেন তা অবশ্যই প্রশংসার। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

Loading...
 2 years ago 

সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে এতো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন। আপনারা মডারেটর হিসেবে সপ্তাহের কাজ গুলো সম্পূর্ণ করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সপ্তাহিক কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রতিটি সাপ্তাহিক রিপোর্ট এর মত আজকের রিপোর্ট টিও আপনি টিউটোরিয়াল ক্লাস সহ সব ধরনের তথ্যমূলক আলোচনা শেয়ার করেছেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো আমাদের মাঝে সাপ্তাহিক রিপোর্টটি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তা দেখে খুব ভালো লাগল। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।ভালো থাকবেন আপু।