My weekly report (Senior Moderator & Head- Discord)|| 25th june 2024||

in Incredible India7 months ago (edited)

Hello Friends,
বিগত সপ্তাহের মতো আবারো একটি সাপ্তাহিক প্রতিবেদন নিয়ে ফিরে আসা আপনাদের মাঝে। এই প্রতিবেদনে আমি আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম উপস্থাপন করবো।

স্টিমিট প্ল্যাটফর্ম আমাদের জন্য অনলাইন কর্মস্থল, তাই অফলাইনের মতো অনলাইনে ও মাঝেমধ্যেই সমস্যা ফেইস করতে হয়। অনলাইন হোক বা অফলাইন, উভয় স্থানেই আছে নির্দিষ্ট নিয়মাবলী। যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মাবলী অনুসরণ করতেই হবে।

সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস

IMG_20240625_191524.jpg

➡️বিগত সপ্তাহে আমাদের কমিউনিটির সকল সদস্যের উপস্থিতিতে একটা তথ্যবহুল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ছবি, ক্লাবসহ স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আশাকরি, ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই অনেক কিছু জানার সুযোগ পেয়েছিলেন।

মডারেটর হিসেবে আমার কার্যক্রম

IMG_20240625_192716.jpg

➡️ আমাদের কমিউনিটিতে সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলি অনুসরণ করা হয়। যেকারণে এই ভাইয়ের পোস্ট আমি মিউট করেছিলাম। আমরা কাজের ক্ষেত্রে কখনোই নিয়মবহির্ভূত কোনো কিছু গ্রহণ করি না। জেনে বুঝে নিয়মবহির্ভূত কাজ অপরাধ। সুতরাং সকলেই নিয়মাবলী অনুসরণ করে কাজ করবেন।

Power Down

IMG_20240625_193353.jpg

➡️ কিছু মানুষের কার্যক্রম হতাশাগ্রস্থ করে। যাঁদের কেউ এই প্ল্যাটফর্মে চিনতোই না, পরিবারের সদস্য হয়ে কিছুটা ওয়ালেটা ভারী করেই বিদায়। সর্বনিম্ন কৃতজ্ঞতা ও প্রকাশ করার প্রয়োজন বা জানানোর প্রয়োজন মনে করে না। যাইহোক, power down দেখামাত্রই আমি এডমিন ম্যামের অনুমতিক্রমে power down tag দিয়েছিলাম।

Contest Rules and Regulations

IMG_20240625_201743.jpg

➡️ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের সকলের উচিত নিয়মাবলী সংক্রান্ত পোস্টটি একাধিকবার পরিদর্শন করা। আশাকরি, তাহলে কারোরই এই ধরনের ছোট খাট সমস্যা হবে না মনে হয়। আমাদের একটু মনোযোগ এই সমস্যার সমাধান।

Hash Tag

IMG_20240625_203126.jpg

➡️বিগত সপ্তাহে হ্যাশট্যাগের একটা সমস্যা সামনে পড়েছিল। আমি সরাসরি সেই অপ্রয়োজনীয় হ্যাশট্যাগটি মন্তব্যের মাধ্যমে রিমুভ করতে বলেছিলাম।

➡️সত্যি কথা বলতে অনেক একজন পুরোনো স্টিমিয়ানকে বার বার একই কথা বলতে সত্যিই বিরক্তিকর। সকলকে বলবো হ্যাশট্যাগের ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে, কারণ হ্যাশট্যাগ একটি পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দিনলিপির ছবি সংক্রান্ত সমস্যা

IMG_20240625_204202.jpg

➡️ দিনলিপি পোস্টের ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কার্যক্রম উপস্থাপন করতে হয়। পাশাপাশি ছবিগুলো দিনলিপিতে উল্লেখিত নির্দিষ্ট দিনের হতে হবে। তবে হ্যাঁ ছবি ক্রপ করার জন্য তারিখ যদি পরিবর্তন হয় তাহলে সেটা লেখাতে উল্লেখ করতে হবে।

Burnsteem25 Hash Tag

IMG_20240625_205153.jpg

➡️null এ ২৫% বেনিফিসিয়ারি সেট না করেই burnsteem25 hash tag use করা যেটা রীতিমতো মতো অপরাধ। বিগত সপ্তাহে একজন স্টিমিয়ানের পোস্ট চেক করার সময় দুইটি পোস্টে আমি এই একই সমস্যা পেয়েছিলাম। সকলকে অনুরোধ করবো এই বিষয়ে সতর্ক থাকার জন্য।

Post Verification

IMG_20240625_205704.jpg

➡️ এছাড়াও মডারেটর হিসেবে প্রতিদিন জেনারেল ও চলমান কনটেস্ট পোস্ট ভেরিফাই করতে হয়। যেখানে আমিসহ সকল মডারেটর প্রতিটি ক্রাইটেরিয়া অনুসরণ করি। এমনকি ভেরিফিকেশন করার পরে আমি আবারো রি-চেক করি।

➡️ এছাড়াও কমিউনিটির বিভিন্ন কাজ থাকে সবসময়ই। পাশাপাশি আমার ডিসকর্ডে কথোপকথনের কিছু দায়িত্ব ও থাকে।

আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Regards
@piya3 (Senior Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram

Sort:  
 7 months ago 
DescriptionInformation
Verified User
Burnsteem 25
#steemexclusive
Plagiarism Free
Bot Free
Gpt free
350+ Words
Club5050
Voting CSI11
Quality9/10
Feedback / Observation
  • খুবই তথ্য বহুল একটি রিপোর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কমিউনিটির নিয়মাবলী সম্পর্কে আমরা সকলকেই অবগত করি, কিন্তু তবুও যে ধরনের ভুল মাঝে মধ্যে চোখে পড়ে সেটা সত্যিই নিরাশা জনক। তবে সবদিকে লক্ষ্য রাখাটা আমাদের দায়িত্ব। আর আপনি নিজের দায়িত্ব যেভাবে পালন করছেন তা সত্যিই প্রসংশনীয়। কমিউনিটির পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sampabiswas (Co-Admin)
Incredible India

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

 7 months ago 

কিছু কার্যক্রম খুবই খারাপ লাগে কারণ আমাদের নিজস্ব সময় ব্যয় করে কাদের জন্য এতো পরিশ্রম এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। পাশাপাশি আমি সর্দাই চেষ্টা করি যেন আমার কাজে ঘাটতির জন্য কমিউনিটি এবং আমার পথপ্রদর্শকদের মাথা নিচু করতে না হয়। এমনকি এটা আমি এই প্ল্যাটফর্মে কর্মরত অবস্থায় সর্বদাই অব্যাহত রাখবো।

 7 months ago 

আপনার সাপ্তাহিক রিপোর্টটা আপনি আমাদের মাঝে পাবলিশ করেছেন ,আপনি সাপ্তাহিক যে কাজগুলো করেন সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ,আসলে আপনি অনেকটাই পরিশ্রম করেন আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সাপ্তাহিক রিপোর্ট পাবলিশ করার জন্য।

 7 months ago 

আপনার কাছে আমার প্রতিবেদনটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কিন্তু কিছু তথ ও আমি তুলে ধরেছি আশাকরি, সময় করে দেখে নিবেন। আপনাকেও একাধিকবার মন্তব্য এবং ভয়েসে বলার পরেও আপনার পোস্টে শব্দ সংখ্যা কম। আদেও কতখানি পিননড পোস্ট পড়েন সেটাতে যথেষ্ট সন্দিহান আছে ভাই।

 7 months ago 

আপনাকে ধন্যবাদ জানাই প্রতি সপ্তাহের মত এ সপ্তাহেও আপনার প্রতিবেদন খুব ভালোভাবেই আমাদের কাছে অবস্থা না করেছেন,

আপনি একদম ঠিক বলেছেন আমাদের তো এই প্লাটফর্মে কেউ চিনত না এই কমিউনিটির সুবাদে এখন আমাদের অনেকেই চেনেন । তবে এখান থেকে যাওয়ার আগে অন্তত কৃতজ্ঞতা জানিয়ে যাওয়া উচিত। আসলে কিছু কিছু মানুষের জন্য এই দায়ভার অন্য মানুষের উপরেও পড়ে এবং একটু একটু করে সেই বিশ্বাসের জায়গাটা কমতে থাকে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক প্রতিবেদন আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 7 months ago 

@mdsahin111,
এই প্রথম আমি আপনার মন্তব্যের প্রশংসা না করে পারছি না ভাই। এটাই পোস্ট পড়ার পরে মন্তব্য করার সুফল। আমি আপনার মন্তব্য দেখেই বুঝেছি আপনি আমার পোস্টটি পড়েছেন। ধন্যবাদ ভাই, এটাকে অব্যাহত রাখুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

 7 months ago 

সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রিপোর্টের মাধ্যমে আপনি পুরো এক সপ্তাহের কার্যক্রম গুলো আমাদের মাঝে তুলে ধরেন।
আসলে কিছু পুরনো ইউজার একই ভুল বারবার করাটা এক রকমের নিরাশা জনক হয়ে দাঁড়িয়েছে।
তবে আপনি যেভাবে পরিশ্রম করে এই কমিউনিটির সক্রিয়তা বজায় রেখেছেন তা আসলেই প্রশংসার যোগ্য।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

 7 months ago 

হ্যাঁ ভাই আমি চেষ্টা করেছি আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম এই প্রতিবেদনে লিপিবদ্ধ করার জন্য।

তবে আপনি যেভাবে পরিশ্রম করে এই কমিউনিটির সক্রিয়তা বজায় রেখেছেন তা আসলেই প্রশংসার যোগ্য।

  • আমি কমিউনিটির সক্রিয়তা বজায় রেখেছি এটা মোক্ষম বিষয় না ভাই। ‌আমি একজন মডারেটর হিসেবে আমার বিগত সপ্তাহের যতো কার্যক্রম সেটাই তুলে ধরেছি।

ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ দিদি অনেক তথ্যবহুল একটি রিপোর্ট শেয়ার করার জন্য, আমি গত সপ্তাহে একতা ভুল হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম, পরে আপনি সেটা ধরিয়ে দেবার সাথে সাথেই চেঞ্জ করে দিয়েছি। আসলে হ্যাশট্যাগ নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়ে যাই ,সামনে দিন আরো সতর্ক থাকার চেষ্টা করবো।

 7 months ago 

দেখুন ভাই না জেনে করাটা অবশ্যই ভুল। পাশাপাশি, আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস তো আছেই তাই সকলের উচিত ভুল না করে ক্লাস থেকে সঠিকটা জেনে করা। আশাকরি, তাহলে পরবর্তীতে এই ধরনের ছোট খাট ভুল ও হবে না ভাই।

New to Steemit?