You are viewing a single comment's thread from:
RE: Steem engagement challenge-s7/w2|El modelo a seguir en mi vida
প্রথমেই আপনার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার লেখাতে মন্তব্য করার সুযোগ পেয়েছি এটা খুবই আনন্দের বিষয় আমার জন্য।
অবশ্যই আপনি সৌভাগ্যের অধিকারী কারণ আপনার জীবনে আপনার বাবা-মা রয়েছেন।
আপনি আপনার মাকে আপনার জীবনের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। আপনার মায়ের যে গুণাবলী গুলো আপনি উপস্থাপন করেছেন নিঃসন্দেহে তিনি একজন জ্ঞানী মানুষ। ৭০ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি এখনও অটুট রয়েছেন তার জ্ঞানের পরিধিতে। আসলে এই বয়সে এসে সঠিকভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষেত্রে এক প্রকার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার প্রয়োজন হয়।
আপনি ও আপনার মায়ের এই অটুট বন্ধন চির অমর হোক, এই প্রার্থনা আপনাদের জন্য। আপনারও আপনার পরিবারের সকলের জন্য ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন।
I still have my mother, and I thank God for that. My father died a year ago, and his memory remains in my heart.
Thank you very much for your words and for your beautiful prayer 🙏