You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা- ব্যবহার! (Poetry-Deportment!)

in Incredible Indialast month

আজকের কবিতা- ব্যবহার!

কবিতার নামকরণ যথার্থ হয়েছে। পাশাপাশি, কবিতার প্রতিটি শব্দের অর্থ যেন কবিতায় প্রাণের সঞ্চার করেছে। এছাড়া, ছন্দের মিল অসাধারণ যেটা না বললে অন্যায় হবে।

এবার আসছি কবিতা প্রসঙ্গে আমার অভিমতে; সত্যি কথা বলতে ব্যবহার এই শব্দটির সঠিক প্রয়োগ কদাচিৎ দেখা যায়। এই কদাচিৎ দের দলভুক্ত আমিও। কিন্তু যেটা সেটা সম্মুখে বলতেই আমি অভ্যস্ত আর এটাকে আমি আমার সৎ সাহস বলেই দাবি করবো।

এই ব্যবহারের ক্ষেত্রে যেটা আমার সবচাইতে বেশি অপছন্দ তা হলো দুটি চরিত্র। স্বয়ং ঈশ্বরই সকলের প্রিয় না তাহলে আমরা সেখানে কি? তাহলে এই ব্যবহারে উভয়কূল রক্ষার থেকে অপ্রিয় সত্য কথাই শ্রেয় যেটা ঈশ্বর ও পছন্দ করেন।

সর্বশেষ একটা কথা বলতেই হবে যে নারী কিন্তু শারীরিক ও মানসিকভাবে দুর্বল না। বরং ধৈর্য্যশীল এবং নমনীয়। তাই ভুল করে সেটাকে দুর্বল মনে করাটা সবচাইতে বড় ভুল। অসুরদের বিনাশে নারীরূপেই ঈশ্বরের আবির্ভাব হয়েছিল।

সব মিলিয়ে কবিতা এবং কবিতার সাথে যুক্ত থাকা প্রতিটি শব্দ এবং বাক্য অসাধারণ হয়েছে দিদি। পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।

Sort:  
TEAM 7

Congratulations!

THE QUEST TEAM has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags

commentbanner.JPG

Curated by : @sduttaskitchen

 last month 

@sduttaskitchen,

ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সমর্থনের জন্যা।