ফুল নিয়ে কিছু ব্যক্তিগত অভিমত

in Incredible India2 months ago

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “ফুল নিয়ে কিছু ব্যক্তিগত অভিমত” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।

20240311_082846.jpg

আজ সকালে ঘুম থেকে উঠতেই সহধর্মিনী এসে খবর দিলো, খবর না সুখবর যে তোমার গোলাপ গাছে একটি ফুল ফুটেছে। আমি তো শুনে অবাক। কেননা এই গাছের পেছনে আমার কিছু ঘটনা লুকায়িত আছে।

তাই তাড়াহুরো করে উঠে গিয়ে দেখি সত্যি তো বেশ সুন্দর একটি ফুল ফুটেছে। ফুলটি একটু ছোট হলেও রং বেশ মনে ধরেছে আমার।

ফুলের গাছটি আমি বিয়ের এক মাস পর কিনে এনেছিলাম একটি নার্সারি থেকে। নার্সারিতে কর্মরত ব্যক্তি বলেছিলো যে দুই মাসের মধ্যে ফুল ফুটবে, আপনি বিনা চিন্তায় নিয়ে যান।

আমি তার কথা শুনে গাছটি ক্রয় করে বাড়ির উঠানের এক কোনায় রোপন করেছিলাম। কিন্তু দুই মাস যায়, তিন মাস যায়, পাঁচ মাস যায় কিন্তু কোন ফুলের কলি আসে না গাছের মধ্যে।

আমার সহধর্মিনী ফুলের গাছ নিয়ে আমার সাথে মজা করতে থাকে। আমিও বেশ বিরক্ত হই আর বারবার গাছটি উপরে ফেলার জন্য যাই। নাহ! পরক্ষনে মনে হয় আর কিছুদিন দেখি কি হয়।

20240311_093946.jpg

এমন করতে করতে এক বছর কেটে যায়। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। গাছে কলি আসে এরপর ফুল। আজ একটি ফুল সকালে ফুটেছে দেখে দারুণ লাগছে আমার।

ফুল একটি পবিত্র জিনিস। আমরা চাইলেই ফুলের কাছ থেকে অনেক কিছু শিক্ষনীয় জিনিস গ্রহণ করতে পারি। একটি বিষয় ভেবে দেখুন, ফুল কিন্তু তার সবকিছু আমাদের বিলিয়ে দেয়।

বিনিময়ে সে কী নেয়? কিছুই নেয় না। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য পিপাসু মানুষেরা ফুলের সৌন্দর্য উপভোগ করে। ফুল তার সুঘ্রাণ দিয়ে চারিদিক ভরিয়ে রাখে।

20240311_093932.jpg

ফুল আমাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের বিনয়ী হতে শেখায়। আমাদের স্বার্থপরতা দূর করতে শেখায়। ফুল তার সবকিছু দিয়ে মানুষের উপকার করে থাকে। আমরা বিভিন্ন শুভ কাজে ফুল ব্যবহার করে থাকি।

কাউকে উপহারস্বরুপ ফুল উপহার দিয়ে থাকি। ফুলের সুঘ্রাণ নিয়ে আনন্দ লাভ করি। ঘর সাজাতে ফুল ব্যবহার করি। এত কিছু দিয়েও ফুল কিন্তু কিছুই আমাদের কাছে নেয় না।

বরং ফুলের রুপ সৌন্দর্য শেষ হলে আমরা তাকে ছুড়ে ফেলে দেই। তারপরেও কিন্তু ফুল কোন অভিযোগ জানায় না। এর থেকে আমরা শিক্ষা গ্রহন করতে পারি যে পরোপকার করলে কখনো তার প্রতিদান আশা করতে নেই।

20240311_093955.jpg

ফুল যেহেতু সৌন্দর্যতার প্রতিক তাই আসুন ফুলের যথাযথ ব্যবহার করি। গাছের ফুল কিন্তু গাছেই শোভা পায়। আমরা অনেক সময় অযাথা গাছ থেকে ফুল ছিঁড়ে নেই। খুব প্রয়োজন না হলে ফুল ছিঁড়ার কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

বাড়ীর উঠানে কিংবা খোলা যায়গায় ফুল গাছ লাগালে কিন্তু সেই বাড়ীর সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায়। অনেকেই আবার বাণিজ্যিকভাবে বিভিন্ন ফুল গাছের চারা রোপন করে। পরবর্তীতে তারা ফুল বিক্রি করে বেশ লাভবান হয়।

অনেক ব্যক্তি আছেন যারা নার্সারি করে থাকেন। এটি নিঃস্বন্দেহে একটি মহৎ কাজ। কিন্তু অনেকেই আছেন যারা ফুল টাটকা রাখতে বিভিন্ন রাসায়নিক উপাদান ফুলের মধ্যে প্রয়োগ করে থাকে।

এতে হয় কী আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যখন সেই ফুল ক্রয় করে সুঘ্রাণ নিই তখন সুঘ্রাণ এর সাথে সাথে রাসায়নিক উপাদানটিও নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে।

20240311_093924.jpg

পরবর্তীতে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এমনকি এর থেকে মরণব্যধি যেকোন রোগও হতে পারে। তাই নার্সারি থেকে ফুল ক্রয়ে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 2 months ago 
  • সবুরে মাওয়া ফলে এই কথাটি আমার মা প্রায়ই বলতো। আসলে তখন তো খুব ছোট তাই এই কথার মাহিত্ব বুঝার মত জ্ঞান বুদ্ধি তখন ছিল না। আসলে ধৈর্যের ফল ভালই হয় এটাই মা বুঝাতে চেয়েছিলেন হয়তো। আপনি দীর্ঘ ১ বছর পর্যন্ত অপেক্ষা করেছেন একটি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনার মিসেস অনেক সময় দুষ্টুমি করত, তাই বেশ কয়েকবার এটিকে উঠিয়ে ফেলার জন্য ও চেয়েছেন।

  • যাক পরিশেষে আপনার আশা পূর্ণ হল। ফুল সম্পর্কটে আপনি খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলে যারা গাছ লাগান তারাই জানেম যে গাছে প্রথমবার ফুল ফুটলে কতটা আনন্দ হয়। আপনার ফুল গাছ সম্পর্কে পড়ে আমাদের বাড়ির আম গাছের গল্প মনে পড়লো।আমার মা একটা আম গাছ লাগিয়েছিল যাতে অনেক বছর কোন আম ধরে নাই।

আমার মা প্রায়ই হুমকি দিতো যে এই গাছ কেটে ফেলবো। কোন এক অজানা কারণে সে গাছ কাটে নাই। আর এখন এত আম ধরে যে গাছের ডাল ভেঙে পড়ে আমের ভারে।
আপনি কেনা ফুল নিয়ে সচেতন করে দিয়ে ভালো করেছেন।আসলে এভাবে কখনো ভাবিই নাই। চমৎকার এই বিষয়টা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলে কিছু কিছু ফুল গাছ রয়েছে সেগুলোতে অনেক দেরি করে ফুল আসে।। আর এত বছর পর ফুল এসেছে এটি সত্যি অনেক বেশি আনন্দের।। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে আর দোয়া করি আপনার ফুল গাছে যেন আরো ফুল আসে।।

 2 months ago 

ফুল পছন্দ করে না এমন কেউ মানুষ নেই বললেই চলে। আপনি একদম ঠিক বলেছেন ফুল হলো আমাদের সৌন্দর্যের প্রতীক। ঘুম থেকে উঠেই আপনার সহধর্মীণি আপনাকে বলেছে আপনার কাছে ফুল ধরেছে। দীর্ঘ অপেক্ষার পর আপনার কাছে ফুল ফুটেছে এটা আসলেই অনেক খুশির একটি খবর। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67333.93
ETH 3115.87
USDT 1.00
SBD 3.73