Incredible India monthly contest of March #1|Three tasks I like, and three I dislikes.

in Incredible India2 months ago

কেমন আছেন বন্ধুরা। আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে বেশ ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে আমার প্রিয় কমিউনিটি কর্তৃক আয়োজিত মার্চ মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগীতায় অংশ নিতে চলছি।

এ্যডমিন @sduttaskitchen ম্যামকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতাটি আয়োজন করার জন্য এবং সুন্দর একটি বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দেয়ার জন্য। তাহলে শুরু করা যাকঃ-

Green and Pink Flower Page Border A3 Poster.jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ Which Three tasks you love to do; and three jobs you avoid in your daily life. Describe the reasons behind.

পৃথিবীতে প্রতিটি মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। কেউ এর বাইরে নয়। আমারো ঠিক তেমন পছন্দের কিছু কাজ আছে।

এর মধ্যে যদি আমাকে তিনটি কাজ নির্বাচন করতে বলা হয় তাহলে প্রথমত আমি আমার স্ত্রীকে যেকোন কাজে সাহায্য করতে পছন্দ করি, দ্বিতীয়ত অফিসের সকল গ্রাহককে সব ধরনের সেবা দিতে পছন্দ করি এবং তৃতীয়ত কমিউনিটিতে আমার ব্যক্তিগত সব অভিমত তুলে ধরতে পছন্দ করি।

এবার আসি এড়িয়ে যাওয়া তিনটি কাজের কথায়। প্রথমত আমি বাজার খরচ করার কাজ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, দ্বিতীয়ত বিছানা গুছানোর কাজ এড়িয়ে চলার চেষ্টা করি, তৃতীয়ত গাছে উঠে কোন কিছু পারার কাজ এড়িয়ে চলার চেষ্টা করি।

এড়িয়ে যাওয়া কাজগুলোর পেছনে কারণগুলো হলোঃ-

প্রথমত আমি বাজার করে বাসায় নিয়ে আসলে আমার মা খুব একটা আমার বাজারের প্রশংসা করেন না। এর পেছনে মূলত আমারই সচেতনতার অভাব বিদ্যমান। কেননা আমি তেমন দামদর করে কোন কিছু ক্রয় করতে পারি না।

তারপর টাটকা শাক সবজি খুব কম চিনি। মাছের বেলায় দেশি মাছ তেমন একটা চিনি না। তাই বিক্রেতা যা বলে তাই বিশ্বাস করে বেশি দাম দিয়ে ক্রয় করি।

এতে করে মা বাসায় আমাকে বেশ কথা শোনায়, যে এত বড় হলো আমার ছেলেটা, বিয়ে পর্যন্ত দিলাম তারপরও বাজার করতে এখনো শিখলো না। তাই সবকিছু মিলিয়ে আমি বাজার করার কাজটাকে একটু এড়িয়ে চলি।

market-1558658_1280.jpg
source

দ্বিতীয়ত আমার মধ্যে আলসেমে ভাব একটু বেশি। বরাবরই আমি দেড়ি করে ঘুম থেকে উঠি। এটি অবশ্য আমার একটি বদ অভ্যাস। কিন্তু দেড়ি করে ঘুম থেকে উঠেও আমি বিছানা গুছিয়ে রাখতে বেশ আলসামো করি।

কেন জানি আমার মন চায় না লেপ, কম্বল, কাঁথা, বালিশ এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে। বিছানা ছেড়ে উঠেই সরাসরি হাতমুখ ধুতে চলে যাই। এরজন্য বাসায় অবশ্য সবার কাছ থেকে অনেক বকাও শুনতে হয় আমাকে।

pillows-820149_1280.jpg
source

তৃতীয়ত আমাদের বাসায় যেহেতু বিভিন্ন ফলমুলের গাছ রয়েছে তাই প্রায় সময় বাসার সকলেই গাছে উঠার জন্য আমাকে বলে। এর মধ্যে সুপারি গাছ অন্যতম। সুপারি গাছে উঠে পারতে হয় কিন্তু এটি আমার কাছে বেশ বিরক্তকর একটি কাজ।

আমাকে মা সুপারি গাছে উঠতে বললে আমি নিজে না উঠে অনেক সময় লোক ভাড়া করা কাজটি সম্পন্ন করে নিই। যদিও গাছে উঠতে পারি তবুও এই কাজকে আমি সবসময় এড়িয়েই চলি। তাছাড়াও মনের ভেতর একটা ভয় কাজ করে। যেকোন সময় দূর্ঘটনাও ঘটতে পারে।

areca-tree-4754234_1280.jpg
source

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ Do you think tasks that we avoid in our daily lifestyle are equally essential to perform? Justify.

হ্যাঁ আমি মনে করি যে কাজগুলো আমি এড়িয়ে চলছি এই কাজগুলো আমার দৈনন্দিন জীবনে সম্পাদন করা সমানভাবে অপরিহার্য। কেননা প্রতিটি ছেলের বাজার খরচ করা অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য।

কেননা আমার বাজার খরচের উপর ভিত্তি করেই বাসায় রান্না বান্নার কাজ সম্পন্ন হয়। আর পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিবারের সকলের সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে।

তাই বাজার থেকে টাটকা সবজি, মাছ, মাংস এগুলো ক্রয় করার ব্যবস্থা আমাকেই করতে হবে। এর অভাব হলে আমার যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়বে ঠিক তেমনি আমার পরিবারের প্রত্যেকেরই স্বাস্থ্য ঝুঁকি বাড়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে।

সকালে ঘুম থেকে উঠে আমার উচিত বিছানা গুছিয়ে রাখা। কেননা আমি যেহেতু সবার শেষে ঘুম থেকে উঠি সেহেতু এই কাজটি আমাকে করতে হবে। এতে করে আমার স্ত্রীর কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। সে বাড়ির অন্যান্য কাজে মন দিতে পারবে।

আর সবচেয়ে উত্তম পন্থা হলো নিজের বাসার কাজ নিজেই সম্পাদন করা। যেহেতু আমাদের বাসায় সুপারি গাছ রয়েছে আর আমি যেহেতু গাছে উঠতে পারি তাই আমার মনে হয় সুপারি গাছ থেকে আমি সুপারি পারলে সবথেকে ভালো হয়।

এতে করে কিছুটা হলেও খরচ কমানো যায়। অন্য লোকের মাধ্যমে এটি করলে টাকার কিছুটা অপচয় হয়।

তাই আমি মনে করি এই কাজগুলো আমার দ্বারাই সম্পাদন করা সমানভাবে অন্যান্য কাজগুলোর মতই অপরিহার্য।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ Do you ever regret avoiding things in your life? Share your experience.

হ্যাঁ আমার অনুশোচনা হয়। কেননা আমি বাজার থেকে ভালো ভালো দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারি না এটি আমার ব্যার্থতা।

আমি নিজে থেকেই যদি একটু সচেতন হতাম তাহলে অবশ্যই ভালো মন্দ সব দিক বিচার বিবেচনা করে সর্বোত্তম পন্য ক্রয় করতে পারতাম। তাই আমি নিজে থেকেই লজ্জিত।

teen-7619116_1280.jpg
source

দ্বিতীয়ত আমার আলসেমী ভাবের জন্য এখনো আমার বেশ অনুশোচনা হয়। ঘুম থেকে দেড়ি করে উঠে আবার নিজের বিছানা নিজে গুছিয়ে না রেখে অন্যের জন্যে রেখে দেই এটি মোটেও কাম্য নয়।

অনেক সময় আমার স্ত্রীকে এই বিষয়ে বললে সে বলে কী যে বলো, আমি বিছানা গোছানো আর তুমি গোছানো একই কথা। থাক তোমাকে করতে হবে না, আমি গুছিয়ে নেবো।

তৃতীয়ত বাড়ির বিভিন্ন ফলপাকরের গাছ থেকে ফল পেরে সবার সাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দই অন্যরকম। কিন্তু আমি ব্যস্ততার কারণে এই মহুর্তগুলোকে বেশ মিস করি। তাই অনুশোচনা হয়।

পরিশেষে বলবো সব কাজকে সমান গুরুত্ব দেয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমি @saikat890 @raaji @nsijoro বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  

A Great article brother. Thank you for inviting me. Can you please tell me how to write articles in red color?

I experience great phobia for climbing trees, Overtime i have learnt to price in market to buy at cheaper rate and i think if you do it consistently you will get use to it. Make sure you use your Alzheimer properly. I wish you good health as you practice a better health habit. Goodluck friend

Posted using SteemPro Mobile

 2 months ago 

Thank you for your comments..Good luck also friend.

You are welcome 🙂

Posted using SteemPro Mobile

Loading...
 2 months ago 

ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। আপনি আপনার ভালো লাগা ও খারাপ লাগা গুলো সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন পায়ায়াপাশি অন্য প্রশ্নের উত্তর গুলো গুছিয়ে দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনার ভালোলাগা এবং খারাপ লাগার কাজগুলো সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। তবে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি প্রতিনিয়ত যে কাজগুলো এড়িয়ে যান এর জন্য আপনার মাঝে অনুশোচনা প্রকাশ পায়। আপনি অবশ্যই সেই কাজগুলো সঠিক সঠিকভাবে সম্পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং এর প্রতিযোগিতার মধ্যে জানতে পারলাম। আপনার ভালো লাগা ও খারাপ লাগা কাজগুলো সম্পর্কে। এবং প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন।

 2 months ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের ও অপছন্দের বিষয়গুলো জানতে পারলাম।। এছাড়াও আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুবই চমৎকার ভাবে দিয়েছেন।। খুবই ভালো লাগলো আপনার প্রতিযোগিতার পোস্ট পড়ে।

 2 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে ভালোলাগা এবং খারাপ লাগার বিষয়গুলো একদম উত্তরসহ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য সব সময় শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67020.32
ETH 3084.67
USDT 1.00
SBD 3.70