You are viewing a single comment's thread from:

RE: SEC17/W3|Experiences come with age or circumstances!

in Incredible India2 years ago

ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য। আপনি আজ আমাদের দারুন কিছু কথা উপহার দিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে ড্রোন ক্যমেরার বিষয়টি। আমাদের এদিকেও ওয়াজ মাহফিলে এমনটা হয়েছিলো। কেননা যারা বয়স্ক তাদের অনেক কিছুই এখনো অজানা রয়েছে। তরুনরা যা পারে তা সকলের জন্য আইডল বলে আমি মনে করি।

পরিপক্কতার বিষয়টি আপনি দারুনভাবে আমাদের বুঝিয়েছেন। সব মিলিয়ে আপনার লিখা পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ ভাই আমাকে এভাবে এপ্রিশিয়েট করার জন্যে। আওনাদের কাছে তজেকে পাওয়া এ ধরণের মন্তব্যের জন্যেই আসলে লেখার আগ্রহ পাই। গ্রামে এখন মানুষ আর আগের মতো ড্রোন দেখে ভয় পায় না। সবাই নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করে নিচ্ছে। যুবক আর বয়োজ্যেষ্ঠ দের জ্ঞানের বিনিময়ে সুন্দর আগামীর হাতঁানি দেখতে পাচ্ছি আমরা।