@sanchita96 আমার আর আমার মেয়ের মাছের তেল ভাজা খুব প্রিয়, কিন্তু মেয়ে আবার বেগুন খায় না। তাই আবার আলাদা করে আলু বা পেঁয়াজ দিয়ে করি। তবে খেতে ওটা খারাপ লাগে না।
কিন্তু বেগুন দিয়ে মাছের তেল ভাজা বেশি সুস্বাদু লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য। ভালো থাকবেন।🙏
হ্যাঁ আমার তো মাছের তেল হলে আর কিছু লাগেনা।