Better Life With Steem || The Diary game || 08 July 2024||

in Incredible India2 months ago
Picsart_24-07-09_08-28-24-192.jpg

বরাবরের মতোই আজকেও সকাল বেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেছিলাম। চারপাশে পরিবেশ মোটামুটি ভালোই আছে। কেননা বৃষ্টি নেই গরমের পরিমাণটা আবারও বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছুই করার নেই। এরপরে ঘরের যাবতীয় সম্পন্ন কাজ গুছিয়ে নিতে, আমাদের একটু সময় লেগেছিল। শরীরের অবস্থাও তেমন একটা ভালো নেই। জ্বর একটু চলে যায় আবার চলে আসে। জানিনা কি হচ্ছে আমার সাথে। তার পরেও সংসারের কাজগুলো এক এক করে গুছিয়ে নিয়েছিলাম।

IMG_20240708_082724_952.jpg
IMG_20240708_082725_839.jpg

সব কাজ হয়ে গেলে ছেলেদের জন্য নুডুলস রান্না করেছি। সকালের নাস্তা হিসেবে সবাই নুডুলস খেয়ে নিয়েছে। এরপর ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আমি নিজে এসে ঘরের আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করলাম। তারপর রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। রান্নাবান্না শুরু করে দিলাম এমন সময় হঠাৎ করেই বৃষ্টি নেমে আসলো। তবে বেশ ভালই লেগেছে। এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। রান্নাঘরে বসে রান্না করছিলাম তার বৃষ্টির আনন্দ উপভোগ করছিলাম।

IMG_20240708_082720_286.jpg

আমার রান্নার প্রায় শেষ হতে বারোটা বেজে গেল। বৃষ্টিও কমে গেল। তাই তাড়াতাড়ি সবকিছু ঘরে নিয়ে আসলাম এবং ঘরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। কেননা শরীর অনেক বেশি ক্লান্ত। শরীর আর শায়ের দিচ্ছে না কোন কাজ করার জন্য। কিন্তু তারপরেও করতে হবে। একটু বিশ্রাম নিয়ে ঘর পরিষ্কার করে নিলাম। এরপরে গোসল করে জোহরের নামাজ আদায় করে নিলাম।

IMG_20240708_082719_549.jpg

জ্বরের কারণে মুখে তেমন কিছুই ভালো লাগছে না। তাই একটু ভর্তা তৈরি করে নিলাম এবং পোড়া মরিচ নিলাম ভাতের সাথে, দেখি কেমন লাগে। মুখে তেমন একটা ভালো লাগলো না। কিন্তু ঔষধ খেতে হবে তাই একটু খেয়ে নিলাম, কিছুই করার নেই। তারপর ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিলাম।

এরপর বিশ্রাম নেয়ার জন্য চলে এলাম রুমে। এসে দেখি কারেন্ট নেই কি করবো বুঝতে পারছিলাম না। এই গরমের মধ্যে ঘুমানো টা একেবারেই সম্ভব না। তার পরেও শুয়ে পড়লাম কারণ শরীরে অনেক বেশি ক্লান্ত। গরমের মধ্যেই কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারলাম না। হঠাৎ করে জেগে উঠে দেখি কারেন্ট এসেছে তারপর আবারও ঘুমিয়ে পড়লাম।

আসরের আযান কানে ভেসে আসতেই তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে নিলাম। এরপর ঘরে যাবতীয় কাজ সম্পন্ন করে ছেলেদের জন্য মুড়ি মাখা তৈরি করলাম। ঘরে সবাই মিলে খুব মজা করে মুড়ি মাখা খেয়েছিলাম। শরীরের অবস্থা ভালো না থাকার কারণে আজকে তেমন কোন কমেন্ট করা হয়নি বা কোন পোস্ট দেখা হয়নি। তাই অনেক বেশি আফসোস লাগছিল, কিন্তু কিছুই করার ছিল না।

IMG_20240708_082720_337.jpg
IMG_20240708_082720_215.jpg

সন্ধার পরে ছেলেদেরকে নিয়ে একটু পড়তে বসলাম। কিন্তু বড় ছেলে বলছে তার কেমন যেন জ্বর জ্বর লাগছে সে ঘুমিয়ে পড়বে। তাই তাকে রাতের খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি নামাজ পড়ে দুই পিস কেক খেয়ে নিয়েছিলাম। এরপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।

IMG_20240708_082719_980.jpg
IMG_20240708_082720_437.jpg

এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...
 2 months ago 

আসলে যখন জ্বর থাকে তখন মুখের ভিতর কোন কিছুই ভালো লাগেনা আপনি যা কিছুই খাবেন মনে হয় যে এগুলো আমার কাছে সবচেয়ে খারাপ একটি খাবার তাই আপনি যত ভালো খাবার খান না। এবং তখন যদি আপনি ঝাল কিংবা অন্য কিছু খাবার খান তাহলে মুখে আপনার ভালো লাগবে যেমন আপনি খেয়েছেন।

যাইহোক আপনার সারাদিনের কার্যক্রম এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 2 months ago 

জ্বর হলে মুখের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায়। ভালো খাবার তখন খারাপ লাগে। তাই আমি চেষ্টা করেছি ঝাল কিছু খাওয়ার জন্য। কেননা আমার কাছে মনে হয়েছে যে ঝাল কিছু খাওয়ার মধ্যে আমি রুচি ফিরে পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

অনেক দিন যাবত দেখছি আপনার শরীর অসুস্থ। অসুধ সেবন করছেন তবুও শরীর সুস্থ হচ্ছে না। অসুস্থ শরীর নিয়েও বাড়ির সকল কাজ করতে হচ্ছে। বৃষ্টি হলে বাড়ির কাজ অনেক এলোমেলো হয়ে যায় আর সেগুলো গুছিয়ে রাখাও কষ্টকর। ছেলেদের জন্য নুডুলস রান্না করেছিলেন এবং মুড়ি চানাচুরও খেয়েছিলেন। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

 2 months ago 

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আপনার সারাদিনের কার্যক্রম দেখে ভাল লাগল, গ্রামের সবুজ পরিবেশ অনেক সুন্দর লাগে, আপনার সন্তানের জন্য নুডুলস রান্না করেছেন, আপনার সন্তানরা সেটা মজা করে খেয়েছে, জ্বর আসলে কোন কিছুই ভাল লাগে না, মুখে স্বাদ থাকে না। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুস্থতা এবং অসুস্থ থাকা দুটোই সৃষ্টিকর্তার ওপরে নির্ভর করে এবং সৃষ্টিকর্তা আপনাকে দ্রুত সুস্থ করুক এই কামনা করি।

অসুস্থ শরীর নিয়ে আজ আপনি অনেক পরিশ্রম করেছেন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। এবং সকালবেলা আপনারা নাস্তা করেছিলেন নুডুলস দিয়ে এবং আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলেন দিয়ে আপনি আরো সংসারের বিভিন্ন কাজে জড়িয়ে ছিলেন কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসেছিল যা আপনার কাছে ভালো লেগেছিল গরমের মধ্য বৃষ্টি হলে আসলে অনেক ভালো লাগে।

 2 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে এত সুন্দর একটি পোস্ট বা আপনার আজকের দিনের কথা উপহার দেওয়ার জন্য। আসলে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের খাওয়া-দাওয়া কিছুই ভালো লাগেনা। শুধু আমাদের মন চায় এটা ওইটা খাইতে। তার মধ্যে জ্বর আসলে তো আর কোন কথাই নেই কোন কিছু স্বাদ লাগেনা। আর একটা মানুষ সে ছেলেও অথবা মেয়ে হোক তার পরিবারের কথা অবশ্যই ভাবে। ধন্যবাদ আপনার আমাদের কেউ উপহার দেওয়ার জন্য। আমি আশা রাখবো এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন।

 2 months ago 

বর্তমানে বৃষ্টি থেমে গেছে আর রোদের দেখা পাওয়া যাচ্ছে আর রোদ দেখে বেশ ভালই লাগতেছিল।। সকাল থেকে সংসারের বেশ কাজ করেছেন ছেলেদের মাদ্রাসাও পাঠাইছেন। এটা একদম সঠিক জ্বর আসলে কোন কিছু খেতে ইচ্ছে করে না সবকিছুই তেতো লাগে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63006.79
ETH 2456.26
USDT 1.00
SBD 2.59