My weekly report (Moderator & Discord in Charge)|| 21 April 2024||

in Incredible India14 days ago (edited)

সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা কেমন যেন চলতে পারিনা। সময় তার গতি অনুযায়ী চলতে থাকে আর দিন শেষে আমরা চিন্তা করি, আমাদের কোন কাজ সম্পন্ন হয়নি। তবে সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনের কাজগুলো অবশ্যই সম্পন্ন করতে হবে। তাহলে আমার সফলতা অর্জন করতে পারব। আবারও একটা সপ্তাহের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি।

বর্তমান সময়ে চ্যালেঞ্জ আমাদের কমিউনিটির মধ্যে অতিবাহিত হচ্ছে। চ্যালেঞ্জের সময় অতিরিক্ত পোস্ট আসে, এটা আমরা সবাই কম বেশি জানি, আর আমরাও চেষ্টা করে যাচ্ছি, সঠিকভাবে প্রত্যেকটা পোস্ট যাচাই করার জন্য। যাতে করে বেশি সময় না হয়, তবে একটা জিনিস দেখেছি, অনেকেই ফ্রি সাইট থেকে ছবি ব্যবহার করে না।

ফ্রি সাইট থেকে ছবি ব্যবহার না করার কারণে, আমরা যাচাই করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সাথে আমরা সবাই মিলে সেই সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।

টিউটোরিয়াল ক্লাস

Picsart_24-04-22_15-01-55-107.jpg

এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত অনেকেই টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয়নি। আসলে চ্যালেঞ্জ চলাকালীন অনেক ধরনের তথ্য ম্যাম আমাদেরকে টিউটোরিয়াল ক্লাসে দিয়েছিল। যেগুলো আমরা যারা উপস্থিত ছিলাম, তারা সবাই বুঝতে পেরেছে এবং কিভাবে কাজ করতে হবে, সেই দিক নির্দেশনা গুলো সবাই অনুসরণ করার চেষ্টা করছেন।

টিউটোরিয়াল ক্লাসের গুরুত্ব এর আগেও অনেকবার আমি আমার পোস্টে বলেছিলাম। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখলাম বিভিন্ন রকম অজুহাত দিয়ে টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয় না, আর যারা যুক্ত হয় না তারাই দিনশেষে সমস্যার সম্মুখীন হয়। সেগুলো সমাধান করার চেষ্টা বারবার করে, কিন্তু মাঝে মাঝে দেখা যায়, সমাধান হয়। আবার মাঝে মাঝে সেই সমস্যা গুলো রয়ে যায়।

তাই সবার কাছে অনুরোধ করি সপ্তাহের একটা দিন আপনাদের কাছ থেকে ম্যাম চেয়ে থাকেন। সেটাও আবার আপনাদের ভালোর জন্য। সময়ের মূল্য সবার আছে ,কিন্তু আপনারা ম্যাম কে উপেক্ষা করে সেখানে উপস্থিত না হয়ে, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সবাই টিউটরিয়াল কাছে যুক্ত হন, এবং নতুন নতুন অনেক কিছু শেখার মাধ্যমে নিজের অগ্রগতি বৃদ্ধি করুন।

"আমাদের কমিউনিটির উন্নতির স্বার্থে, একজন মডারেটর এবং ডিসকর্ড ইন চার্জ হিসেবে আমি কি কি কাজ করেছিলাম।"
Picsart_24-04-22_14-58-56-091.jpg

বর্তমান সময়ে একটা সমস্যা দেখা দিয়েছে, গতকাল থেকে বিশেষ করে ভোটিং সিএসআই সঠিকভাবে দেখা যাচ্ছে না। যার কারণে অনেক সমস্যা হচ্ছে। পোস্ট ভেরিফাই করতে যতটুকু সময় লাগে, বর্তমান সময়ে তার চাইতে দ্বিগুণ সময় লাগছে ভোটিং সি এসআই এর জন্য। অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। আমি ঠিক জানি না এটা কোন কারণে হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু নাকি সার্ভারের সমস্যা। যাই হোক আশা করি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

পোস্ট যাচাই করার ক্ষেত্রেই দেখেছি, অনেকেই হ্যাশট্যাগ ভুল করে, আবার অনেকেই হ্যাশট্যাগের মধ্যে বানান ঠিক থাকে না। অনেকের ছবির সোর্স সঠিকভাবে উল্লেখ করেনা ।এই সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা করছে, প্রতিনিয়ত এবং কমেন্টের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করছি।

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:
DatePost Count
👉15-04-202417
👉16-04-202415
👉17-04-202417
👉18-04-202407
👉19-04-202407
👉20-04-202409
👉21-04-202405

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-

NoDatTitleThumbnail
115-04-2024weekly report
216-04-2024Contest
317-04-2024Lifestyleai-generated-8678187_1280.jpg
418-04-2025Lifestylerules-1752412_1280 (1).jpg
519-04-2024creativewritinglove-5296626_1280.jpg
620-04-2024creativewritingai-generated-8659131_1280.webp
721-04-2024The Diary GamePicsart_24-04-21_15-40-53-735.jpg

"Conclusions"

গত সপ্তাহেও আমি বলেছিলাম, আপনারা সবাইকে চ্যালেঞ্জের অংশগ্রহণ করার জন্য, কিন্তু এ সপ্তাহেও দেখলাম হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই চ্যালেঞ্জ অংশগ্রহণ করেনি। আসলে চ্যালেঞ্জার অংশগ্রহণ করা এবং চ্যালেঞ্জের পোস্টে কমেন্ট করা, কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা আপনারা যারা টিউটোরিয়াল ক্লাসের যুক্ত ছিলেন। তারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন। আশা করি আবারো আপনাদের কাজ করার উদ্যোগ বৃদ্ধি পাবে। চেষ্টা করেছি নিজের কাজ গুলোকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 14 days ago 

আরো একটি সপ্তাহিক রিপোর্ট আপনি আমাদের মাঝে প্রকাশ করলেন। আপনি সত্যিই বলেছেন এই সময় টিউটোরিয়াল ক্লাসে খুব গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা হচ্ছে। এ সময় উপস্থিত থাকা একান্তই জরুরী।

এছাড়া পুরো সপ্তাহের কার্যক্রম আপনি তুলে ধরেছেন। সার্ভার ইস্যুর কারণে অনেক সময় মন্তব্য ও নিজেদের ক্লাব চেক করতে অসুবিধা হয়। আশা করছি দ্রুত এটি কেটে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে সপ্তাহিক রিপোর্টটি সুন্দরভাবে প্রকাশ করার জন্য।

 11 days ago 

আসলে টিউটোরিয়াল ক্লাসের গুরুত্ব কখনোই কম ছিল না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই তার গুরুত্ব বুঝতে চায় না। পরবর্তীতে কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিলে তারপর বুঝতে পারে। সার্ভার মাঝে মাঝে ঠিক থাকে, আবার মাঝে মাঝে একটু সমস্যা করে। আমিও আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 14 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট টা খুব করে বর্ণনার পাশাপাশি সুন্দর করে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন

un informe bastante detallado y completo saludos y bendiciones.

 13 days ago 

আপু প্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার সাপ্তাহিক প্রতিবেদন খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

বর্তমান সময়ে সার্ভারের কিছু সমস্যা আপনি উল্লেখ করলেন যেখানে ভোটিং ‌csi দেখতে অনেক সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে বলে উল্লেখ করছেন। মাঝেমধ্যে সার্ভারের এমন সমস্যায় আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয় হতাশায়েন না ‌আশা করি এটা দ্রুতই আগের মত ভালো হয়ে যাবে।

 13 days ago 

আপনার সাপ্তাহিক রিপোর্টটি পড়ে আমার বেশ ভালো লাগলো এবং আমি ব্যক্তিগত ভাবে একটু উপকৃত হয়েছে।।
যেহেতু, গত টিউটোরিয়াল ক্লাস পারিবারিক সমস্যার কারণে উপস্থিত হতে পারিনি,, তবে আপনার রিপোর্টটি পড়ে টিউটোরিয়াল ক্লাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে পেরেছি এবং আমি আশা করছি দ্বিতীয়বার অবশ্যই টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করব।।
ধন্যবাদ সপ্তাহ জুড়ে রিপোর্টটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে।।

 13 days ago 

The weekly moderator report is very well presented especially every work you are doing diligently, patiently doing every work. Thanks for sharing the weekly moderator report with us.

 13 days ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের ও সাপ্তাহিক রিপোর্টটি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। আপনার পোস্ট পড়লেই বোঝা যায় আপনি নিজের পরিবার ছাড়াও এই কমিউনিটির সাথে কতটা সক্রিয়তার মালে কাজ করে যাচ্ছেন।
আপনার জন্য শুভকামনা রইল আরো সামনের দিকে এগিয়ে যান।

 11 days ago 

আমাদের পরিবার যেমন আমার একটা ভালো থাকার জায়গা। ঠিক তেমনি কমিউনিটি ও আমাদের ভালো থাকার একটা জায়গা। পারিবারিক সমস্যাগুলো শেষ করে এসে কমিউনিটির মধ্যে কাজ করতে বেশ ভালই লাগে। অন্ততপক্ষে নিজের জীবনের কষ্টগুলো কিছুটা হলেও ভুলে থাকা যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 65137.70
ETH 3198.14
USDT 1.00
SBD 3.87