"আত্মীয়-স্বজন"

in Incredible India10 months ago
pexels-photo-1000445.jpeg

Image source

আত্মীয়-স্বজন কথাটা মনে পড়লেই নিজের খুব নিকটতম প্রিয় মানুষ গুলোর কথা মনে পড়ে তাই না। আমার তো তাই হয় আপনাদের ক্ষেত্রে তাই হয় কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে বর্তমান সময়ে কোন আত্মীয় স্বজনের সাথে তেমন একটা কথা হয় না। কাউকে অনলাইনে দেখলেও এসএমএস করতে ইচ্ছে করে না। এর পেছনেও বেশ কিছু কারণ আছে সেগুলো না হয় নিজের কাছে থাক। তবে অনেকেই বলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে প্রকৃতির নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে যায় আমাদের কথা বলার ধরন। পরিবর্তন হয়ে যায় কারো সাথে পথ চলার অঙ্গীকার।

আমাদের কোরআনে একটা কথা আছে। আত্মীয়-স্বজনদের সাথে নিজেদের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তবে বর্তমান সময়ের মানুষ সম্পর্ক গুলোকে শেষ করে দিতে অনেক বেশি পছন্দ করে। তারা মনে করে এই সম্পর্ক রেখে বরঞ্চ তাদের ক্ষতি হবে, কোন উপকার হবে না। কিছু মানুষকে যদি নিজে থেকে খোঁজখবর নেয়ার চেষ্টা করি। তারাও এর মধ্যে মানে খুঁজে বেড়ায়। অর্থাৎ আমার অবস্থান যে জায়গায় আছে, তারা হয়তোবা আমার চাইতে ভালো আছে। তারা মনে করে তাদের খোঁজখবর নিচ্ছি এর একমাত্র কারণ হচ্ছে আমি তাদের কাছ থেকে কোন কিছু আশা করছি। তবে বিশ্বাস করেন উপরে একমাত্র আল্লাহর ছাড়া আর অন্য কোন মানুষের কাছে, আমি কোন কিছুই আশা করি না।

pexels-photo-3184183.jpeg

Image source

সম্পর্ক গুলোকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত তার চেষ্টা যত্ন অবশ্যই থাকা প্রয়োজন। একটা সম্পর্ক যখন আপনি যত্ন করে আগলে রাখবেন। সেই সম্পর্ক কিন্তু অবশ্যই টিকে থাকবে। কিন্তু যে সম্পর্কের মধ্যে কোন রকম যত্ন থাকবে না দুই দিক থেকে কোনরকম চেষ্টা থাকবে না। সেই সম্পর্ক কখনোই টিকে থাকবে না। আত্মীয়-স্বজন এখন আর আগের মত খোঁজখবর নেয় না। আমি নিজেও অনেকের খোঁজখবর নিয়ে বন্ধ করে দিয়েছি। সবাই যদি সবকিছুর মানে খুঁজে বেড়ায় ,তখন সেখান থেকে সরে আসাটাই উত্তম বলে মনে হয়।

ওই যে কথায় বলে না যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে চুপচাপ সরে আসো। আর যারা তোমার মূল্যায়ন করতে জানে না তাদের কাছে অন্ততপক্ষে নিজের মূল্য কমানোর চেষ্টা করো না। আগে চেষ্টা করতাম সবাই মিলে যদি ভালো কিছু মুহূর্ত পার করা যেত, তাহলে কতই না ভালো হতো। নিজের উদ্যোগে অনেক কিছু করার চেষ্টা করেছি। কিন্তু আমার ফ্যামিলিতে এমন আমার অনেক আত্মীয়-স্বজন আছে। যাদেরকে আমি খুব ছোটবেলায় দেখেছি। বড় হওয়ার পর তাদের চেহারা তো দূরের কথা। কখনো তাদের ছায়া মাড়ানোর যোগ্যতা আমার হয়ে ওঠেনি। এতে করে আমি নিজেকে অযোগ্য বলে মনে করছি না।

pexels-photo-3407978.jpeg

Image source

আমার কাছে মনে হয় চুপচাপ থাকা, ভালো যদি আমার কাউকে প্রয়োজন হয় তাহলে সে নিজে থেকেই ডেকে নেবে। তবে কারোর খুশির সময় তার সঙ্গী হওয়ার চাইতে, তার দুঃখের সময় সঙ্গী হওয়াটা অনেক বেশি উত্তম। এক্ষেত্রে কে আমাকে মনে রাখল আর কে আমাকে মনে রাখল না। এতে আমার কিছু যায় আসে না। যদি পারি তাহলে চেষ্টা করি সাহায্য করার জন্য, কিন্তু তাদের খুশির সময় তাদের ধারে কাছে যাওয়ার মত চিন্তাভাবনা, আমি কখনোই নিজের মনের মধ্যে নিয়ে আসি না। সবাইকেই অনুরোধ করি নিজের আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী আপন মানুষগুলো সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কখনো অসুস্থ হয়ে পড়েন। তাহলে আপনার আত্মীয়-স্বজন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আপনার টাকা পয়সা নয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 10 months ago 

বর্তমান সময়ে মানুষ আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ তুলনামূলক কম করে বলে আমার মনে হয়।। যেখানে আমাদের ধর্ম রয়েছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখুন যোগাযোগ রাখুন।। আর এটাও বলা আছে আত্মীয় বিচ্ছন্নকারী মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না।।

 10 months ago 

ধর্মের মধ্যে বলা হয়েছে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে কিন্তু বর্তমান সময়ে আপনি যদি আপনার আত্মীয়-স্বজনের একটু বেশি খোঁজখবর নিতে যান তখনই তারা সন্দেহ পেতে বসবে কারণ তারা মনে করে আপনি তাদের খোঁজখবর নিচ্ছেন তার মানে এর পেছনে কোন কারণ আছে স্বার্থ আছে তাই আমার কাছে মনে হয় একা থাকাটাই ভালো।