You are viewing a single comment's thread from:

RE: Tantangan keterlibatan steem-s7/w6 | Kenangan nostalgia masa kecilku

in Incredible India3 years ago

আপনি আপনার বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি করতে বেশ ভালোবাসতেন। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। তার সাথে আপনি আপনার বন্ধুর সাথে একটা ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেটা হয়তোবা অনেক আগের।

আরেকটা জিনিস পড়ে খুবই অবাক হলাম। আপনি এখনো পর্যন্ত কোন মেয়ের প্রেমে পড়েননি। আসলে এটা আমাকে অনেকটা অবাক করল। আমাদের দেখা প্রত্যেকটা ছেলেই একটা না একটা প্রেম করেছে। কিন্তু আপনি প্রেম করেননি এখনো এটা খুবই হাস্যকর, যাইহোক এটা হয়তোবা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার শৈশবের স্মৃতিগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। খুবই দারুণ ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ। শৈশবের এই স্মৃতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।