আরে বাহ আপনি ছোট ছোট সুপরে গাছ কিনে এনে কিভাবে সেটাকে রোপন করবেন। এবং তার পরিচর্যা করবেন। সে বিষয়ে আপনার চাচার কাছ থেকে জেনে নিয়েছিলেন। আপনি এরপরে এই সুপারি গাছগুলো রোপন করেছেন।
আপনার সুপারি গাছগুলোর বয়স বর্তমানে পাঁচ থেকে ছয় মাস।দেখে মনে হচ্ছে এক বছরের সুপারি গাছ। বোঝা যাচ্ছে আপনি বেশ ভালোই যত্ন নিয়েছেন,আপনার সুপারি গাছগুলোর।
- আপনি খুব সঠিক নিয়মে সুপারি গাছ রোপন করেছেন। একটা সুপারি গাছের পরে চার হাত পাক রেখেছেন। আসলে যে কোন কিছুরই খুব একটা জায়গার প্রয়োজন হয়। আর আপনি সেটা ভেবেই সুপার এই কাজগুলোকে,একটু ফাক ফাক করে রোপন করেছেন।
বৃক্ষ বর্তমানে সবাই কেটে ফেলে, কিন্তু বৃক্ষ লাগানোর আপনার এই উদ্যোগ দেখে, আমার কাছে খুবই ভালো লাগলো।
ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু টাকা উপার্জন করতে পারবেন। আপনি যদি এর সঠিক পরিচর্যা শেষ পর্যন্ত করে যেতে পারেন।
খুবই ভালো লাগলো আপনার সুপারি গাছের পরিচর্যা এবং তার সাথে সুপারি গাছের ফটোগ্রাফি গুলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট, আমাদের মাঝে শেয়ার করার জন্য।