You are viewing a single comment's thread from:

RE: পোষা প্রাণী।

in Incredible India3 years ago

আমি কিন্তু প্রতিনিয়ত কাজ না থাকলেও বাড়ির বাইরে একবার হলেও যাওয়ার চেষ্টা করি। কারণ আমাদের যেমন জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করা দরকার, ঠিক তেমনি শরীর ও মনকে ভালো রাখার জন্য বিনোদনটাও গুরুত্বপূর্ণ।

একদমই ঠিক বলেছেন, আমরা যেমন অর্থ উপার্জন করার জন্য কাজ করতে হয়। ঠিক তেমনি আমাদের মন মেজাজকে ভালো রাখার জন্য। আমাদেরকে অবশ্যই ঘুরতে যেতে হয়।

শুধুমাত্র ছেলে-মেয়ে আলাদা করে না বরং প্রকৃত মানুষ হতে পারে একমাত্র বন্ধু। তারপরও দেখা যায় কোন একটা জায়গায় গিয়ে স্বার্থের একটা ব্যাপার থেকেই যায়।

একদমই ঠিক বলেছেন, স্বার্থে জায়গায় টা করো না কারোর কোন না কোন ভাবে সামনে চলে আসে। মা-বাবা পরিবারের যেকোন সদস্যই হোক না। কেন স্বার্থ এমন একটা জিনিস মানুষকে অমানুষ বানিয়ে দেয়।

আপনি মানুষ এবং পশু পাখির মধ্যে পার্থক্য দেখিয়েছেন। আসলে আমরা যখন একটা কুকুরকে লালন-পালন করি। তখন দেখা যায় সে আমাদের সাথে এমন ভাবে বন্ধুসুলভ আচরণ করে, আমরা তার আচরণে মুগ্ধ হয়ে যাই।

মাঝে মাঝে আমি দেখেছি আমাদের পালিত কুকুরগুলো। তাদের নিজেদের কথা না ভেবে, আমাদের জন্য তাদের জীবনটাও বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না।

হয়তোবা, আমাদের বাস্তব জীবনে প্রত্যেকেরই এরকম কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কি আর করা। এটাই তো পৃথিবীর নিয়ম। পৃথিবীতে কালো আছে, তার জন্য হয়তোবা সাদার এত মূল্য। ঠিক তেমনি পৃথিবীতে কষ্ট আছে বলেই হয়তোবা সুখের এত মূল্য।

যতই মানুষের তিক্ত অভিজ্ঞতা থাকুক না কেন। স্বার্থের জায়গায় আসলে সবাই যে যার মত করেই চিন্তা করে। একদমই ঠিক বলেছেন অন্ধকার আছে বলেই আলোর এত মূল্য। গোলাপ আছে বলেই হয়তোবা ভালোবাসার এত দাম।

আপনি আপনার পোস্টে অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। যেগুলো জানা আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য, অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc