RE: বন্ধুদের সাথে কিছু আনন্দদায়ক দায়ক মূহুর্ত।
সোনাহাট ব্রিজের নিচে নামব এবং সম্পূর্ন বিকেলটা নদীর ধারে উপভোগ করব। এই সোনাহাট ব্রিজ পার জায়গাটাও আমাদের উপজেলা পর্যটন এলাকা হিসেবে পরিচিত বিকেল বেলায় আরেক মানুষের ভিড় জমায় ব্রিজের নিচে সকলেই ঘুরতে আসে অনেকেই বন্ধুরা সহআসে কেউ কেউ পরিবারের সাথে আসে কেউ কি আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও ঘুরতে আসে।বিকেলবেলা টা এই ব্রিজের নিচে নদীর ধারে প্রচুর মানুষের ভিড় জমে অনেকেই নৌকা করে নদীটা উপভোগ করে। এখানেও ঘোরাঘুরির সময় বেশকিছু ছবি উঠেছিলাম।
এই ব্রিজ সম্পর্কে,, যদিও আমি অবগত ছিলাম না।তবে আপনার পোস্টে ফটোগ্রাফি গুলো দেখে,, এবং আপনার লেখাগুলো পড়ে। এই ব্রিজ সম্পর্কে আমি জানতে পারলাম। আপনি উল্লেখ করেছেন। এখানে কেউ পরিবারের সাথে আসে। আবার কেউ আসে গার্লফ্রেন্ডের সাথে,, আবার কেউ আসে বন্ধু-বান্ধবের সাথে। আসলে সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য। যে যার মত করে সবাই ওখানে যায়।
আপনারাও দেখছি বিকেল বেলার খানিকটা সময় সেখানে পার করেছেন,, এবং বন্ধু-বান্ধব মিলে সবাই আনন্দ করেছেন। সেই আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা দেখে এবং পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা,,,, ভালো থাকবেন।