RE: মুঠো ফোনে ধারণকৃত কিছু লিচুর ফটোগ্রাফি।
আসলেই আমরা সবাই জানি লিচু আমাদের খুবই প্রিয় একটা ফল। আমরা সবাই লিচু খেতে খুব পছন্দ করি।
বিশেষ করে আমার বড় ছেলে লিচু খেতে খুব পছন্দ করে। তবে ও যেটা করে,,, সেটা হচ্ছে লবণ মরিচ মাখিয়ে তারপর সে লিচু খায়। বিষয়টা দেখে আমি মাঝে মাঝে অবাক হই। কিন্তু তার সাথে খাওয়ার সময়টা যখন আমি থাকি। তখন আমিও খাওয়ার চেষ্টা করে,,, আমি খেয়ে দেখেছি, অনেক মজা লাগে।
আপনি আজকে দেখছি লিচুর ফটোগ্রাফি শেয়ার করেছেন,,, এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আসলে আমি আপনার সাথে একটা কথা এড করতে চাই। সেটা হচ্ছে,, আপনি যদি লিচুর উপকারিতা এবং অপকারিতা। আপনার পোস্টে উল্লেখ করতেন। তাহলে কিন্তু খুবই ভালো হতো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট এবং তার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, সৃষ্টিকর্তার সব সময় আপনাকে ভালো রাখুক। ভালো থাকবেন।
ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্যে।
আপনার ছোট ছেলের অসাধারণ লিচু খাওয়ার রেচিপি আ্যপ্লাই করে দেখবো আমি।
আর পরবর্তী পোস্ট এ আপনার বলা কথা মানে উপকার ও অপকার উল্লেখ করে দিবো আপু