You are viewing a single comment's thread from:

RE: প্রবাস জীবনের গল্প:- সুখ-দুঃখ দুটোই পরিবর্তনশীল।।

in Incredible India3 years ago

আমাদের জীবনটা,, দুঃখ সুখ এই দুইটা শব্দ মিলিয়ে! আপনি মালেশিয়াতে যাওয়ার পরে! আপনার বন্ধু আপনাকে কাজের প্রলোভন দেখিয়ে তার কাছে নিয়ে গিয়েছিল! কিন্তু যে কাজের কথা বলেছিল! সেটা দিতে পারেনি! আপনি আপনার প্রিয় মানুষগুলোর কাছ থেকে,,, অনেকটা দূরে চলে গেছেন! দুঃখ আপনাকে আঁকড়ে ধরেছে।

যাইহোক অনেক দুঃখ কষ্টের পরে,,, আপনি একটা কাজ পেয়েছেন! তাও ঠিক মত কাজ করতে পারেননি! পরে আপনি আরেকটা কাজে যোগ দিয়েছেন! পরিবারকে কখনো আপনার কষ্ট বুঝতে দেননি! এখন আপনি বেশ ভালো একটা জায়গায় আছেন! বিদেশের আরাম সুখ এখন আপনি,,, বুঝতে পারছেন।

আসলে আমি যতদূর জানি আমাদের জীবনটাই কষ্টের,,,, প্রবাস বলতেই কষ্টের জীবন! আমি যতটুকু অনুধাবন করি! কারণ আমরা যখন প্রবাসীদের কোন ভিডিও দেখি! তখন বুঝতে পারি তারা কতটা কষ্ট করে,,, অসংখ্য ধন্যবাদ প্রবাস থেকে,,, আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সাহায্য করার জন্য! অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।