You are viewing a single comment's thread from:

RE: My weekly report ( Senior Moderator)|| 9th june -2023||

in Incredible India3 years ago

যেহেতু আমাদের কমিউনিটিতে চ্যালেঞ্জ প্রতিযোগিতা চলতেছে! সেহেতু আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এংগেজমেন্ট বৃদ্ধি করা! কিন্তু আমি দেখেছি অন্যান্য দেশের ইউজারদের চাইতে! আমাদের এখানে বাংলাদেশ বা আমরা যারা রয়েছি তাদের এনগেজমেন্ট অনেক কম।

আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি,,, এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য! কিন্তু কিছু সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি।

যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক রিপোর্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।