You are viewing a single comment's thread from:

RE: Just be true to yourself. No need to prove to people again and again! (Beneficiaries 10% meraindia)

in Incredible India2 years ago

আসলে আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি,,নিজের মত করে বেঁচে থাকতে,,, নিজের মতো করে কিছু করতে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছের মানুষগুলোর কাছ থেকে,,,, আমরা এমন আচরণ পাই,,,, তারা আমাদের সাথে এমন দুর্ব্যবহার করে যে,,,, আমাদের নিজের উপর থেকে আস্থা বিশ্বাস সবকিছুই উঠে যায়।

নিজের উপর সবসময় বিশ্বাস রাখাটা খুব প্রয়োজন। কারণ আমরা যদি নিজেকে বিশ্বাস করতে পারি,,, তাহলে আমরা নিজে থেকে কিছু করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এই মূল্যবান টপিকটা আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

নিজের প্রতি বিশ্বাস রাখা অতিবয় জরুরি। ধন্যবাদ জানাই মূল্যবান মন্তব্য তুলে ধরার জন্য।