You are viewing a single comment's thread from:

RE: "বার্ধক্য-অপরিবর্তনশীল। তবে কিছু ক্ষেত্রে মানসিক পরিবর্তন আবশ্যক"

in Incredible Indialast month

মাঝে মাঝে দীর্ঘ শ্বাস ছেড়ে, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করতে খুব ইচ্ছে করে। কবে এই পৃথিবীতে নারীদেরকে একটু সম্মান করা হবে। তবে আমি যদি বলি, তাহলে আমাদের ধর্মে একবার নয় বরং তিন বার নারীদের সম্মান অনেক উঁচুতে রাখা হয়েছে। কিন্তু বর্তমান সমাজে নারীদের কাজের বা সম্মানের কোন মূল্যায়ন দেয়া হয় না।

একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের উপর কতটা প্রেসার আসতে পারে। সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি। কেননা মাঝে মাঝে এই অবস্থার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়। তবে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব। আমাদেরকে পরিবারের মানুষের চাইতে নিজে, বেশি সচেতন হতে হবে।

আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনার শ্বশুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কিন্তু আপনি যে পরিশ্রম টা করে যাচ্ছেন, সেটা আসলেই খুব কষ্টকর। আমাদের কিছুই করার নেই। কারণ আমরা নারী। আমাদেরকে সবকিছুই মেনে সংসারে টিকে থাকতে হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তিনি যেন আপনার ধৈর্য বাড়িয়ে দেন। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68