You are viewing a single comment's thread from:

RE: " পরিকল্পনা বিহীন এক সুন্দর সন্ধ্যার কিছু মুহূর্ত"

in Incredible India4 months ago

কিছু লেখা পড়লে অনুভব করা যায় লেখক ফুরফুরে মেজাজে লেখাটি লিখেছে। শব্দচয়ন, অপ্রাসঙ্গিক কোন বিষয়কে এমনভাবে উপস্থাপন করে যেন এটা প্রাসঙ্গিকই।

কিছু লেখা থাকে, যা পুরো সময় জুড়ে আমার মনযোগ ধরে রাখতে পারে। এটি তেমনই একটি লেখা। ভীষণ সাবলীল এবং মজাদার, মোমোর মতই। হাহা।

দিদি, আমি আসলে পিকলু সম্পর্কে জানিনা। এজন্য আফসোস হচ্ছে। পিকলুকে যদি একটু বলতেন।

Sort:  
 4 months ago 
IMG_20231230_142430.jpg

উপরে যাকে দেখতে পাচ্ছেন সেই পিকলু। আমার পোষ্য বা‌‌ বলা‌ ভালো আমার জীবনের এক অঙ্গ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন আপনার দিনটা শুভ হোক।

ওহ। ওকে তো চিনি আমি। শুধু নামটা জানতাম না। ধন্যবাদ দিদি।