আজ দাদুর কথা খুব মনে পড়ছে
আজকের এই দিনে দাদুর কথা খুবই মনে পড়ছে ২০২৩-০১-০১ সালের প্রথম দিনেই হঠাৎ করে না ফেরার দেশে চলে গাচ্ছে। দেখতে দেখতে দু বছর পেরিয়ে গেল তবুও মনে হয় কয়েকদিন আগেই যেন দাদুর সাথে সময় কাটিয়েছি কত গল্প কত আনন্দ আজ সবই স্মৃতি। কিছু কিছু মুহূর্ত যেন ভুলা যায় না জীবনে কোনো এক মুহূর্তে সেই আপন মানুষের স্মৃতিগুলো চোখে সামনে ভেসে বেড়ায়।।
পূর্বের ব্যবহিত ছবি |
---|
দাদুর সাথে অনেক স্মৃতি এখনো চোখের সামনে ঘুরে বেড়ায়। দাদুর মৃত্যুর দিন আমাকে বলেছিল যে আমি পান খাব আমাকে একটু বানিয়ে দে কখনো বুঝতে পারিনি এটাই দাদুকে শেষ খাওয়ানো হবে। মানুষ মরণশীল এটা আমরা সকলেই জানি তারপরেও কিছু কিছু মৃত্যু যেন আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়,, অনেক কষ্ট দেয় কোনভাবেই যেন সেই কষ্ট ভুলা যায় না। আজ পহেলা জানুয়ারিতে যে রকম ঠান্ডা পরেছে ঠিক দাদুর মূত্যর দিনও এই রকমই ঠান্ডা পরেছিল। দেখতে দেখতে দু'টি বছর অতিবাহিত হয়ে গেল সময় যে কিভাবে অতিবাহিত হয় বুঝায় যায় না।।
দাদু যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন আমার সাথে অনেক গল্প করেছে, আমার বাবার সাথে ও বাকি আঙ্কেলদের সাথে গল্প করেছে সেই সাথে সবার বাসায় গিয়েছিল । অতিরিক্ত ঠান্ডা থাকায় সন্ধ্যা বেলায় আগুন পোহাইছে এবং রাতে খাবার খেয়ে নামাজ পড়ার পর ঠিক ১১ টার পরে, কথা বলতে বলতে আমাদের চোখের সামনে না ফেরার দেশে চলে যায়।
যখন দাদু ছিল তখন দাদুর মর্ম বুঝতে পারেনি আর আজ যখন নেই তখন বুঝতে পারছি জীবনে দাদুকে কতটা প্রয়োজন। আসলে জীবনে একেকজনের ভূমিকা একেক রকম হয়ে থাকে বাবা-মার ভূমিকা এক রকম ভাই বোনের ভূমিকা একরকম চাচা চাচিদের ভূমিকা এক এক রকম সেরকম দাদা দাদির ভূমিকা একরকম। আমার দাদু চলে যাওয়াতে সত্যি আমি অনেক মর্মাহত হয়েছি আর আজও সেটা ভুলতে পারিনা। যদিও দাদি এখনো বেঁচে আছে কিন্তু মৃত মানুষের মতই কারণ বিছানা থেকে উঠতে পারে না সেই সাথে ব্র্যান্ডের একটু সমস্যা।
পৃথিবীতে সব কিছু মিথ্যা হলেও মৃত্যু জিনিসটা মিথ্যা না এটা প্রতিটি মানুষকে গ্রহণ করতেই হবে, জীবনের যেকোনো মুহূর্তে। মৃত্যুর জন্য কোন প্রস্তুতি নেই। আমরা যদি মনে করি এখনই আমার মৃত্যু হবে না, এরকম ধারণা একদম ভুল কারণ মৃত্যু বলে কয়ে আসেনা যে কোন মুহূর্তে যে কোন সময় যে কোন মানুষের মৃত্যু হতে পারে।
যাইহোক আজ যেহেতু দাদুর মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমার দাদুর বাসায় মিলাদের আয়োজন করেছে। কিছু গরিব মানুষ ও আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। যদিও আজকে অনেক ব্যস্ত ছিলাম আমি একটা জায়গায় গিয়েছিলাম আর সেখান থেকে আসতে তিনটা পার হয়েছে আর এসে দেখি মিলাদের আয়োজন শেষ। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন আমার দাদুকে জান্নাতুল ফেরদাউস দান করে।
আপনার দাদুর জন্য গভীর শোক প্রকাশ করছি। সময় বয়ে যায়, কিন্তু প্রিয়জনের স্মৃতি হৃদয়ে চিরকাল রয়ে যায়। আপনার দাদুর জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আপনাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন। দাদুর স্মৃতিগুলো আপনাদের জীবনে প্রেরণা হয়ে থাকুক।
একদমই তাই ভালোবাসার মানুষগুলো চলে গেলেও তাদের স্মৃতিগুলো আজীবন রয়ে যায় কখনো ভুলা যায় না। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
দাদু হলো আমাদের ছোটবেলার খেলার সাথে। আমাদের না বলার ইচ্ছা গুলো দাদুই পূরণ করে। সত্যিই আমি অনেক সৌভাগ্যবান যে আমার দাদু এখন ও আমার ইচ্ছাগুলো পূরণ করে। আমি কিছু চাওয়া মাত্রই সেগুলো হাজির করে আমার কাছে।
আপনার দাদু যেন ওপারে ভালো থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন দাদা।
একদমই সঠিক বলেছেন ভাই দাদু হল আমাদের খেলার সাথী এবং আমাদের ইচ্ছাগুলো পূরণ করার হাতিয়ার।। শুনে ভালো লাগলো আপনার দাদু এখনো আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারছে।। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল।
আসলে এই সম্পর্ক গুলো থাকে অনেক মূল্যবান দাদা দাদী নানা-নানি এদের সাথে সম্পর্ক থাকে অনেক গভীর। চাইলেও আমরা খুব সহজে এদেরকে ভুলে থাকতে পারি না। আসলে যার বয়স হয়ে গেছে না ফেরার দেশে যাওয়ার সময় এসে গেছে, সে অবশ্যই যাবে। আমরা চাইলেও সেটাকে ধরে রাখতে পারব না।
সঙ্গে কাটানো স্মৃতিগুলো শুধুমাত্র আমাদের চোখের সামনে থাকে, আমরা বুঝতে পারি না। তারা যখন আমাদের সাথে থাকে তারা যখন থাকে না তখন আমরা বুঝতে পারি তাদের মর্ম। এজন্যই হয়তোবা বলা হয়ে থাকে যারা আছে তাদেরকে গুরুত্ব দিতে শিখতে হবে। তা না হলে যখন হারিয়ে যাবে তখন গুরুত্ব বুঝে কোন লাভ নেই।
একমাত্র দোয়া করা ছাড়া আর কিছুই নেই আপনি আপনার দাদা তাদের জন্য দোয়া করুন, এটাই ভালো হবে। কেননা তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা দোয়া করি। তারা যেন পরকালে ভালো থাকে নিজেকে শান্ত করার চেষ্টা করুন, এছাড়া আর কিছুই করার নেই।
আমার ও দাদু নেই অনেক বছর হয়ে গেলো তিনি আর বেঁচে নেই ৷ তবে তিনি আমাকে অনেক আদর করতেন বাজার থেকে চকলেট নিয়ে আসতেন আমি দৌড়ে গিয়ে তার কাছ থেকে নিতাম ৷
আজ সেই স্মৃতি গুলো মনে পড়লে নিজেকে অনেক খারাপ লাগে মনে হয় সেই দিন গুলো এই তো চলে গেলো ৷
যাই হোক পৃথিবীর সব দাদু নাতির সম্পর্ক হাজারো বছর বেঁচে থাকুক ৷ ধন্যবাদ 🤍
প্রতিটি মানুষের তার দাদুর সাথে অনেক স্মৃতি থেকে যায় জীবনের কোন না কোন এক সময়ে সেই স্মৃতিগুলো মনে পড়ে আর থাকুন অনেক বেশি খারাপ লাগে।। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।।