You are viewing a single comment's thread from:

RE: "Contest of June #2 by @sduttaskitchen| My preference planned or surprise!"

in Incredible India2 years ago

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।। আর এই কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন।। এটা একদম সঠিক বলেছেন যে ছোট থাকতে আমরা যে কোন জিনিসের উপর যতটা আনন্দ পেতাম আজ বড় হওয়ার সাথে সাথে আনন্দ টা অনেক কমে গেছে।।

Sort:  
 2 years ago 

একটা কথা কখনো চিন্তা করে দেখেছেন ছোটবেলার সময় টা কতটা সুন্দর ছিল। ওই সময়টা আমরা কখনো ফিরে পাব, এটা কল্পনা করতে পারি কিন্তু বাস্তবতায় এর রূপ আমরা কখনোই দিতে পারবো না। কিন্তু আমরা সে সময়টা বুঝতাম না। সময়টা পার করার পর এখন তার মূল্যটা কতটুকু ছিল সেটা বেশ ভালোভাবে বুঝতে পারি। তখনকার সময়ের কোন জিনিস উপহার পেলে কতটা আনন্দ পেতাম, সেটা হয়তোবা বলে বোঝানোর ভাষা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

একদম আপু ছোটবেলার কথা মনে হলে অনেক কিছুই আমরা উপলব্ধি করতে পারি।। আচ্ছা ছোটবেলায় কোন জিনিস পেলে অনেক বেশি আনন্দিত হতাম যা আজ ছোটবেলার মতো আনন্দ পাওয়া যায় না।।

 2 years ago 

ছোটবেলাটা আমাদের জন্য এখন স্মৃতি। যেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাজার চেষ্টা করেও ফিরে পাবো না কিন্তু ভালো থাকার জন্য, অবশ্যই প্রিয় মানুষের কাছে ভালো থাকাটা প্রয়োজন। উপহার খুবই মূল্যবান একটা জিনিস। তবে ছোটবেলার মতো আনন্দ এখন আর পাওয়া যায় না। তবুও ভালো থাকার চেষ্টা করতে হয়।

 2 years ago 

একজন মানুষ চাইলেই ছোটবেলার স্মৃতি কখনোই ভুলতে পারবেনা কারণ ছোটবেলার যে সব স্মৃতি রয়েছে সেগুলো আজ মনে হলে মনে হয় যদি সেই দিনটা আবারো ফিরে পেতাম।।

 2 years ago 

সেটার ফিরে পাওয়া কখনোই সম্ভব হয় না ছোট বেলায় যে মুহূর্তগুলো পার করেছি। সেটা জীবনের এখন স্মৃতি মাত্র আসলে কতই না অদ্ভুত। কত ছোট্ট এই পৃথিবীতে এসেছিলাম, এখন বড় হয়েছে কিছুদিন পর বৃদ্ধ হয়ে যাব। পৃথিবীর নিয়ম গুলো বড়ই অদ্ভুত। তারপরেও মেনে নিতে হয় এটাই তো আমাদের জীবন।