You are viewing a single comment's thread from:
RE: কানে কটন বাড ব্যবহারে নেই উপকার, আছে শুধু ক্ষতি
ধন্যবাদ এত ইনফরমেটিভ পোষ্ট উপহার দেয়ার জন্য। আপনি সঠিক বলেছেন, কটন বাট বা অন্য কিছু দিয়ে কানের মত সংবেদনশীল অংশে চুলকানো অথবা আঘাত দেয়া ঠিক না।সাময়িক মজা লাগলেও দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যেতে পারে।আমি খুলনার বিখ্যাত হাদিস পার্কে দেখেছি এখনো কান পরিস্কার করে দিচ্ছে অন্য কেও!!!
হ্যা,এটাই সত্যি অন্য কেই কান পরিস্কার করছে,আর এটাই তাদের পেশা।
যাই হোক এ ব্যাপারে সচেতন হতে হবে ও নিজেরা বিরত থাকতে হবে এই দোষ থেকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত করার জন্য