Better Life with Steem|| The Diary Game||12 May 2024||

in Incredible Indialast month (edited)
Picsart_24-05-13_15-58-28-018.jpg

Hello friends

১২ই মে এর আমার সারাদিনের কার্যক্রমের অংশবিশেষ আমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বন্ধুরা। স্কুল খোলা থাকলে সাধারণত আমি একটু সকাল বেলায় ঘুম থেকে উঠি। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমি কিভাবে আমার আজকের দিনটা অতিবাহিত করেছি তারই কিছু অংশবিশেষ এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ।

সকালের কার্যক্রম সমূহ

ঘুম থেকে উঠে প্রয়োজনীয় কাজগুলো সেরে নাস্তা খেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হই।

বেশ কিছুদিন যাবত আমার রাতে হালকা একটু শীত শীত ভাব লাগে। কয়েক বছর আগে আমার টাইফোয়েট জ্বর হয়েছিল। তাই প্রতিবছরই একটা সময় আবার ওরকম কিছু একটা দেখা দেয়। ভাবছি ব্লডটা টেস্ট করে দেখব। জ্বর খুব একটা আসেনা তবে সকাল বেলা ঘুম থেকে উঠতে খুব ক্লান্ত লাগে। এতে বোঝা যায় জ্বর হালকা পরিমাণে থাকে। যাইহোক রেডি হয়ে স্কুলে চলে গেলাম। টিফিনের সময় হঠাৎ করে প্রচন্ড গলাব্যাথ শুরু হলো। আমার স্কুলের পাশেই আমার এক কলিকের বাসা ।তাই ওর বাসায় যেয়ে গরম এক গ্লাস চা খেলাম আবার একটা এইস ট্যাবলেট ও খেয়ে ফেললাম। এবং টিফিনের পরের ক্লাসগুলো করে বাসায় ফিরে আসলাম।

IMG20240512182443.jpg
IMG20240512111838.jpg
IMG20240512111257.jpg
IMG20240512111822.jpg

দুপুরের কার্যক্রম সমূহ

দুপুরের দিকে বাসায় এসে, জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে পোস্ট ভেরিফিকেশন শুরু করে। দুপুরের দিকে সাধারণত পোস্ট খুব একটা থাকে না তাই আমি আমার নিজের পোস্ট রেডি করে ফেলেছি। আমার নিজের পোস্ট রেডি করতেই বিকেল ঘনিয়ে এলো। তাই ছাদ থেকে কাপড় এনে রুম গোছানোর কাজে লেগে পরলাম।

বিকেলের কার্যক্রম সমূহ

আজ বিকেলে নাস্তা বানানোর তাড়া নেই কারণ সাহেব বাজারে গিয়েছেন যাওয়ার সময় বলে গিয়েছিলেন নাস্তা কিনে নিয়ে আসবে। সেজন্য আবার কমিউনিটিতে একটু ঢুকে দেখলাম নতুন পোস্ট কেউ করেছে কিনা। তাই নতুন পোস্ট দেখে ঐ নতুন পোস্ট গুলো ভেরিফিকেশন করে ফেললাম। এখন বেলা একটু বড় হয়েছে। তাই চট করে সন্ধ্যা হয়ে যায় না মোটামুটি অনেকটুকু সময় পাওয়া যায় কাজ করার জন্য। সন্ধ্যা ঘনিয়ে এলো তাই হাত থেকে মোবাইল রেখে দিলাম আর সমস্ত রুমের জানালা আটকে রুমের বাতিগুলো জ্বালিয়ে দিলাম। এদিকে সন্ধ্যা ঘনিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে আসলো।

সন্ধ্যা ও রাতের কার্যক্রম সমূহ

সন্ধ্যার পর সাহেব বাজার নিয়ে বাসায় ফিরলেন। সাথে গ্রিল চিকেন ও নান রুটি নিয়ে আসলেন। তাই নাস্তার পর্ব শেষ করে রাতে রান্নার জন্য প্রস্তুতি নিতে লাগলাম।

IMG20240512185427.jpg
IMG20240512184457.jpg

যেহেতু আমি রাতে রান্না করি তাই সাধারণত আমার বাজারগুলো সন্ধ্যার পরে ই নিয়ে আসে। তাই আবার খানিকটা বিরতি দিয়ে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। সাহেব বলছে রাতে খিচুড়ি আর মাংস ভুনা খাবে।

IMG20240512214050.jpg
IMG20240512214102.jpg

সেজন্য আমি খিচুড়ি আর মাংসটা বসিয়ে দিয়ে পুনরায় পোস্ট ভেরিফিকেশন করতে লাগলাম। হঠাৎ করে কিচেনের ট্যাব দিয়ে সমানে পানি পড়ছে। তাই পরিচিত ভাইকে ফোন দিলাম ,সেটা ঠিক করে দিয়ে গেল। তখন উনাকে ও চা বিস্কুট দিলাম সাথে আমি এক কাপ চা খেয়ে নিলাম ‌।আজকাল মাথাটা সারাক্ষন ধরেই থাকে বিরক্তিকর একটা অবস্থা। কিছু দিন আগে চোখে ডাক্তার দেখালাম খুব একটা উপকার হয়েছে বলে মনে হচ্ছে না।

IMG20240512220612.jpg

বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি স্কুলে একটি সমিতি করি প্রতি মাসের ১০ তারিখে লটারি হয় ।আর এই মাসে যার নাম উঠেছে সে আমার টাকা নিতে এসেছে। তাই তাকে তার টাকা টা গুছিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা ‌। সমিতির টাকা ওকে বুঝিয়ে দিয়ে বিদায় দিয়ে রাতের খাবারের জন্য টেবিল গুছিয়ে নিলাম এবং প্রয়োজনীয় কাজগুলো সেরে রাতের বিশ্রামের জন্য প্রস্তুতি নিলাম।

এই ছিল আমার আজকের সারাদিনের কাজের অংশবিশেষ ।আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি ।সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 last month 

অনেকেরই এরকম দিনেরবেলা কোন জ্বর থাকে না। কিন্তু শেষ রাতে ঠান্ডা লাগে। অনেকেরই এরকম হওয়ার কারণে ভিতরে ভিতরে জ্বর থাকে। ঠিক তেমনি আপনারও শেষ রাতের দিকে হালকা পরিমাণে জ্বর থাকে এজন্য সকালবেলা দুর্বল লাগে।
সত্যি কথা বলতে কি, আমি নিজেও আজকে আমার বাবার ব্লাড টেস্ট করিয়েছি আমার ল্যাবে। কয়েকদিন থেকেই বাবা অনেক ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছে।
কিন্তু দুঃখের কি পরিহাস টেস্ট করার পর দেখলাম বাবার টাইফয়েড পজিটিভ এসেছে। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে।
এজন্য ছোট মানুষ হয়েও আপনাকে একটা পরামর্শ দিব যত তাড়াতাড়ি সম্ভব টাইফয়েড টেস্ট করিয়ে নেবেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 
  • আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমার কয়েক বছর আগে টাইফয়েড হয়েছিল। তাই বছরে একবার এরকম দেখা দেয়। কিন্তু আমি ব্লাড টেস্ট করতে গিয়েছি ডাক্তার আমাকে টাইফয়েড টেস্ট না দিয়ে স্বাভাবিক কিছু ওষুধ দিয়ে দিল কি বলব বলেন।
 last month 

কোন মানুষ যদি অসুস্থ শরীর নিয়ে অলসতা না করে সঠিক সময় ট্রিটমেন্ট শুরু করে ওই অসুস্থতা দীর্ঘদিন হয় না তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই লটারি আমাদের অফিসেও চলমান আছে এবং এটাতে অনেক লাভ হয় একসাথে অনেকগুলো টাকা পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনার সারাদিনের কার্যলিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন

 last month 
  • তাই জেনে ভালো লাগলো আপনার অফিসেও এ ধরনের পদ্ধতি রয়েছে। আসলে একসাথে টাকা পেলে ভালো একটা কাজ করা যায় সংসদের যাবতীয় কাজে ব্যবহার করা যায় যেটা অনেকটাই সাশ্রেই হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন।
 last month 

আসলে সকাল সকাল যদি সংসারের সবগুলো কাজ শেষ করে নেয়া যায় তাহলে সারাটা দিন বেশি রিলাক্সে কাটানো যায়। কিন্তু আমার অবস্থাও আপনার মতই। রান্না-বান্না বিকেলে বা রাতে করতে হয়। ফলে সারাদিন একটা মানসিক চাপ থাকে যে অনেক কাজে রয়ে গেল।

কিন্তু এটা নিয়ে আসলেই তেমন কিছু করার থাকে না। তবে এই ব্যাপারটা খুব ভালো লাগলো যে আপনারা সমিতি করেন এবং প্রতি মাসে টাকা তোলেন।

এ জাতীয় কাজ আসলে বিপদের সময় বন্ধুর মতো সহায়তা করে। খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

 last month 
  • সত্যি বলেছেন আপু বিপদের বন্ধুর মতোই কাজ করে। আমার মেয়ে ফাইনাল প্রোফ। এই সময় টাকাটা পাওয়াতে আমার খুবই উপকার হয়েছে। যদি ওই সমিতি থেকে পাইনি অন্য আরেকটা সমিতি আছে ওখান থেকে আমি এক লক্ষ টাকা পেয়েছি। কিন্তু মাসে দেই মাত্র ২০০০ টাকা। ২০০০ টাকা মাসে জমা দিয়ে এক লক্ষ টাকা পাওয়া চারটে এখানে কথা না তাই না আপু।
 last month 

াপ্নার এই সমিতির সাথে আমার অফিসের সমিতির মিল রয়েছে। খুব ই ভালো একটি পদ্ধতি টাকা সঞ্চয় করার। ভালো লাগলো আপনার ডায়েরি টি পড়ে। ভালো থাকবেন।

 last month 
  • হ্যাঁ আপনার এক পোস্টে পড়েছিলাম আপনি ও‌অফিসে মাসিক সমিতি করেন। আসলে এমনি করে টাকা রাখা হয় না ।কোন না কোন কাজে ব্যবহার হয়ে যায়। তাই আমিও মনে করি সঞ্চয়ের জন্য এই ধরনের সমিতির বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন।
 last month 

আমি মনে করি শরীর অতিরিক্ত খারাপ হওয়ার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জ্বর এমনিতে খুবই খারাপ সেই সাথে যদি টাইফয়েড জ্বর হয়ে যায় তাহলে তো আরো মুশকিল।

আপনার জন্য দোয়া রইল যেন দ্রুত এই প্রাসানী থেকে মুক্তি পান এবং দ্রুত সুস্থ হয়ে পড়তে পারেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম বেশি ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last month 
  • গিয়েছিলাম গতকালকে ডাক্তারের কাছে কিন্তু ব্লাড টেস্ট দিল না। বলল যে ভাইরাস জনিত জ্বর ও হতে পারে। তাই এখন স্বাভাবিক ওষুধ গুলো ই‌ খান। দোয়া করবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
 last month (edited)

আজকে যে আপনার মাথা ব্যথা সেটা আপনার পোস্ট পড়ার আগেই আমি জানতে পেরেছিলাম আমাদের কমিউনিটির কোন একজনের পোস্টে ভেরিফিকেশন এর কমেন্ট পড়ে।
এ বছর তো আপনি না প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ অসুস্থ এবং সবচেয়ে বড় কথা হলো যেই অসুস্থ হয়ে পরতেছে সে সহজে সুস্থ হচ্ছে না।
আজকে আমার ছেলের টেস্ট করতে দিয়ে আসলাম। এক মাসের বেশি হয়ে গেছে অসুস্থ।

ভাই বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন তাই আপানার আর ঝামেলা করতে হয় নাই নাস্তা বানানো নিয়ে।
রাতে খিচুড়ি মাংস রান্না করেছিলেন। রাতে রান্না করাটা,আমার কাছে খুব বিরক্তিকর লাগে। লটারিরে নাম এসেছে তাহলেতো আমরা ট্রিট পাই আপনার কাছে।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61215.97
ETH 3350.38
USDT 1.00
SBD 2.49