Better Life with Steem|| The Diary Game||13 january 2024||my lifestyle

in Incredible India5 months ago (edited)
  • সুন্দর একটি দিনের গল্প
  • ১৩ জানুয়ারী,
  • রোজ শনিবার
Picsart_24-01-13_22-32-12-232.jpg

Hello everyone

সকাল বেলা

আজকের সারা দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে চলে আসলাম।আজ সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে, ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম, সকালের নাস্তা তৈরি করার জন্য। আজকের সকালের নাস্তায় ছিল সবজি ও রুটি। আমি আজ একটু দেরি করেই নাস্তা করেছি। কারণ খুব সকালে ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়েছিলাম তাই খিদে লাগছিল না। সেজন্য আমি একটু দেরি করে ই সকালের নাস্তা খেয়েছিলাম।

IMG20240113113924.jpg

দুপুর বেলা

এখন বেলা তো খুব ছোট। তাই সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে রান্নার ফাঁকে ফাঁকে রুমগুলো ও গুছিয়ে ফেললাম। রান্না শেষ করে, কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম তাই ব্লেন্ড করার জন্য রেডি করলাম। চাল গুলো রেডি করে দুপুরে খাবার খেয়ে নিলাম।

IMG20240113121138.jpg
IMG20240113145213.jpg
IMG20240113161314.jpg

দুপুরের খাবার খেয়ে খুব শীত লাগছিল, ভাবলাম একটু রেস্ট নেব, পরক্ষণে ই চিন্তা করলাম, যদি রেস্ট নেই তাহলে আর এই কাজটা করা হবে না। তাছাড়া আগামীকাল স্কুল আছে, তাই ভেবে আর রেস্ট নিলাম না, চাল গুলোকে ব্লেন্ড করে ফেললাম। এদিকে আসরের আযান দিয়ে দিল, তাই আসরের নামাজ আদায় করে নিলাম। এরপর কয়েকটি বড়ই এবং পেয়ারা লবণ মরিচ দিয়ে কম্বলের ভিতর বসে বসে খেলাম। আমার মনে হচ্ছিল পুরো শরীর বরফ হয়ে গিয়েছে, তাই কম্বলের ভেতর কিছুক্ষণ রেস্ট নিলাম।

বিকেল বেলা

IMG20240113163936.jpg
IMG20240113163922.jpg
IMG20240113164139.jpg

ছাদে কিছু কাপড় ছিল,সে গুলো কে আনার জন্য বিকেল বেলা ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখি আমি যে নতুন ধনিয়া পাতা বুনেছি তা নতুন করে চারা গজিয়েছে , তাই একটি ছবি তোলে নিলাম তাছাড়া বিকেলের দৃশ্য টি ও খুব সুন্দর লাগছিল। যেহেতু আজ সারাদিনে রোদ ওঠেনি তাই কাপড় গুলো শুকায় নি, তাই এই ভেজা কাপড় নিয়ে এসে বারান্দার তারে নেড়ে দিলাম।এর পর বাসায় বড় মেয়ের বান্ধবী আসছে, তাই ওদের জন্য নাস্তা বানালাম। ওদের নাস্তা দিয়ে এক ভাবীর বাসায় গেলাম,ওনি অনেক দিন যাবৎ দেশের বাড়ীতে ছিলেন, কারন ওখানে বাড়ী তৈরি করছেন।সাহেব সামনের বছর অবসরে যাবেন,তাই দেশের বাড়িতে নতুন করে বাড়ি তৈরি করছেন। অনেকক্ষণ কথা বললাম, দুজনে মিলে,এই ফাঁকে ভাবী নুডুলস রান্না করে ফেলল, আমার জন্য,ওনি ও খেয়েছেন আমার সাথে, গল্প করছিলাম আর গরম গরম নুডুস খেলাম, সাথে চানাচুর মাখা ও দিল।ভাবি আবার বলল,নুডুসের সাথে চানাচুর মাখা মিশিয়ে খেতে,তাই আমি একসাথে মিশিয়ে খেলাম, আমি অবশ্য আগে কখনো খাইনি এভাবে।তবে ভালই লাগছিল খেতে।

রাতের বেলা।

রাতের বেলা সবার জন্য খাবার রেডি করে, কিছু কাজ ছিল তা সেরে নিলাম। এবং সব কাজ শেষ করে পোস্ট লিখতে বসলাম। আমি রাতে সাধারণত খাই না।আর আজ তো আর খাব না। কারন ভাবীর বাসা থেকে নুডুস খেয়েছি তাই পেট একেবারে ভরপুর।

IMG20240113195458.jpg
IMG20240113195005.jpg

তো এই ছিল আমার আজকের যাবতীয় কার্যক্রম গুলো। যা আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্য। বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আবার ও আসব নতুন কিছু নিয়ে ,একটু নতুন ভাবে। সে ই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপরি মনের যত্ন নিবেন বন্ধুরা কেমন।

Sort:  
Loading...

!invest_vote

 5 months ago 
  • আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভোট দেওয়ার জন্য। ভালো থাকবেন।
 5 months ago 

সকালে আমরা যখন অন্য কিছু খেয়ে থাকি তারপরে আমাদের খুব বেশি খেতে মন চায় না এবং বিশেষ করে সকালে চা বিস্কুট খেলে অনেক মানুষের আর কিছু খেতে চায় না আজকে আপনি সকালে চা বিস্কিট খেয়েছিলেন বলে নাস্তা তৈরি করার জন্য আজ একটু দেরি করে গিয়েছিলেন এবং নিচে আরো অনেক কিছু জানতে পারলাম আপনার সারাদিনের কার্যক্রম সম্পর্কে সুন্দর একটি পোস্ট সাজিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 
  • ঠিকই বলেছেন ভাইয়া সকালে চা বিস্কুট খেয়ে ফেললে আর খেতে ইচ্ছে করে না। তাই আমি প্রায় দশটার দিকে নাস্তা খেয়েছি। এত শীত কোন কিছু খেতে ভালো লাগে না। এখন আবার গ্যাসের সমস্যা একটু প্রকোপ হয়ে দাঁড়িয়েছে। আমার এখানে অবশ্য কম ঢাকা শহরে খুব বেশি দেশের সমস্যা। ঠিকমত রান্নাই করতে পারছে না ওরা খাবে কি।
 5 months ago 
  • জি ভাইয়া আমি ভুলবসত ই করে ফেলেছি। আমি খুবই সতর্ক থাকবো ভবিষ্যতে এমন টি আর হবে না ইনশাআল্লাহ। আর আমি রিমুভ করে দিয়েছি।হ্যাশ টেক টি। আন্তরিকভাবে দুঃখিত। এমনটি হওয়ার জন্য।
 5 months ago 

বড়ই এবং পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে আমারও খুব ভালো লাগে। নুডলসের সাথে চানাচুর মিশিয়ে আমিও কোনোদিন খেয়ে দেখিনি। আপনার পোস্ট দেখে ভাবছি আমি একদিন চেষ্টা করে দেখবো। ছবি দেখে তো মনে হচ্ছে খারাপ লাগবে না খেতে।

 5 months ago 
  • দাদা আমি জীবনে প্রথম খেলাম নুডুলস এর সাথে চানাচুর মিশিয়ে। তবে কেন যেন খারাপ লাগেনি ভালই লেগেছিল। খেয়ে দেখবেন ভালো লাগতেও পারে। জেনে ভালো লাগলো আপনিও পেয়ারা মরিচ দিয়ে খেতে ভালোবাসেন।
 5 months ago 

মোটামুটি কাজকর্মের মাঝে আজকের দিনটা আপনার কেটেছে। সকালে ঘুম থেকে উঠে রুটি চা খেয়েছেন দুপুরে রান্নার ফাঁকে ফাঁকে ঘরটা খুব সুন্দর ভাবে গুছিয়েছেন।

আপনি তো দেখছি আমার মত আমিও রান্নার ফাঁকে ফাঁকে চেষ্টা করি ঘরে একটা গুছানোর। কারণ আমার মনে হয় রান্নার থেকে সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘর গোছানো। আর রান্না করে শেষ করে এসে যখন দেখি ঘরটাও গুছানো আছে তখন মনটাও ভালো লাগে।
বিকালে আপনার গরমের বান্ধবী আসছে তাদের কিছু নাস্তা দিল এবং খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার ধন্যবাদ আপনাকে।

 5 months ago 
  • হ্যাঁ আপু গ্যাসের চুলায় রান্না করলে তো বসে থাকতে হয় না ।তাই রান্না বসিয়েও ফাঁকে ফাঁকে কাজ করা যায় যদি ইচ্ছে থাকে আর কি। হ্যাঁ বান্ধবীর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম নাস্তা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালো ভাবে কেটেছে আমার দিনটি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 5 months ago 

ঠান্ডায় দিন দিন অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডার পরিমাণ এত বেশি বৃদ্ধি পাচ্ছে যেটা কি আর বলবো। যাই হোক আপনার সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে। আসলে রোদের মধ্যে কাপড় দেয়া হয় ঠিকই কিন্তু কাপড় শুকায় না। তার কারণেই আমিও বা রুমে নিয়ে এসে খাটের স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 
  • একদমই তাই সারাদিন কাপড় সাথে দিয়ে রাখলে শুকাতে চায় না কেমন যেন একটা ভিজে ভিজে ভাব। আমি কিচেনে মেরে দিয়েছি যাতে চুলার আগুনে শুকিয়ে যায়। আমাকে তো আবার এ কাপড় ব্যবহার করতে হয় প্রতিদিনই বাইরে যাই অনেক বেশি কাপড় লাগে। আপনি ঠিকই বলেছেন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 5 months ago 

সকাল বেলা রুটি সবজি আমার কাছে বেস্ট নাস্তা মনে হয়। মাঝে মাঝে অবশ্য তেল ছাড়া পড়াটা ও মন্দ না।

দুপুর টা আসলেই অন্বক ছোট। ভাত খেতে না খেতেই আসরের আযান হয়ে যায়।

এই শীতে কাপড় ধুয়ে শুকানোর ঝামেলা পোহাতে হচ্ছে সবাইকে।

ধন্যবাদ আপু সুন্দর দিনটি শেয়ার করার জন্য।

 5 months ago 
  • এই শীতে নাস্তা খেতে ইচ্ছে করে না, তাছাড়া প্রতিদিন এক ধরনের নাস্তা ভালোও লাগে না। মোটামুটি তো শরীরের সাথে যুদ্ধ করি সকালে উঠে। কি আর করা বের তো হতেই হয়। কাপড় শুকানোর জন্য বেশ ঝামেলায় পড়ে গেছি ইদানিং। আমার নিজেরই অনেক কাপড়। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্তব্যের জন্য ধন্যবাদ।
 5 months ago 

আপনি সারাদিনের কার্যালিপি পড়ে খুব ভালো লাগলো। প্রতিদিনের মতো আপনি ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছেন। তারপর ফ্রেশ হয়ে আপনি রান্না ঘরে সবজি ও রুটি তৈরি করেছেন সকালের নাস্তা হিসেবে সবজি ও রুটি আমার অনেক পছন্দের একটি খাবার। আপনার পোস্ট পরিদর্শন করে খুব ভালো লাগলো।এরকম তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 
  • আমারও জেনে খুব ভালো লাগলো আমার তথ্য ভুল পোস্টে আপনার ভালো লেগেছে। আমার কাছে ভালই লাগে তবে শীতের জন্য চা টা বেশি ভালো লাগে।
 5 months ago 

সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তার জন্য রুটি আর সবজি রান্না করে ফেললেন। দিন ছোটহয়ে যাওয়ার কারণে কাজকর্ম করতে আসলেই অনেক অসুবিধা হয় আর এর সাথে যোগ হয়েছে ঠান্ডা। ভাবীর বাসায়
নুডুলস খেয়েছেন চানাচুর দিয়ে। এটা আমার কাছে একদমই নতুন। আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য

 5 months ago (edited)
  • আমিও আপু জীবনের প্রথমে খেয়েছি নুডুলস দিয়ে চানাচুর কখনো খাইনি। তবে খারাপ লাগেনি ভালোই লেগেছিল খেতে। বেলাতে একেবারেই ছোট কাজ করে পারা যায় না।

@udabeu denkt du hast ein Vote durch @investinthefutur verdient!
@udabeu thinks you have earned a vote of @investinthefutur !

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69149.45
ETH 3824.39
USDT 1.00
SBD 3.50