You are viewing a single comment's thread from:

RE: অপ্রীতিকর!

in Incredible Indialast year

খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, কবিতা লাইনগুলো অসম্ভব রকম ভালো লেগেছে আমার কাছে। হেডলাইনে কবিতার নাম দেখেই খানিকটা আন্দাজ করা যাচ্ছে একটা মনের ভিতর একটা চাপা অভিমান সুস্পষ্ট ভাবে প্রকাশ পাবে পরবর্তী লাইনগুলোতে।

এলোমেলো শব্দগুচ্ছ দিচ্ছে মনে উঁকি;
চুপ থাকলে সবই ভালো
মুখ খুললেই ঝুঁকি!

নতুন তিন লাইনেই আমি মুগ্ধ, একটা বাস্তবমুখী কথা বলেছেন। সবকিছুতেই চুপ করে থাকলে পরিবার সমাজ সবার কাছেই ভালো থাকা যায়, যখনই মানুষ বলতে শুরু করে তখনই সে হয়ে ওঠে অপ্রিয়।

আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো আপনি বেশ চমৎকার লিখতে পারেন, চমৎকার কিছু ছন্দ মিলিয়ে গভীর কিছু কথা আপনি লাইনগুলোতে উল্লেখ করেছেন।

Sort:  
 last year 

@sajjadsohan প্রথমে ধন্যবাদ আপনার উপস্থিতি এবং মন্তব্যের জন্য।

আসলে কতটা অভিমান জানিনা তবে নগ্ন সত্য এবং কিছু তিক্ত অভিজ্ঞতার সংমিশ্রণ বলতে পারেন।

বেশিরভাগ ক্ষেত্রেই আমার সাথে যেটা ঘটেছে অথবা এখনও ঘটে সেটা ঐ প্রবাদের ন্যায়, কাজের সময় কাজী, আর কাজ ফুরোলেই পাজি।

বস্তুর মতো মানুষ আজকাল অনুভূতি এবং বিশ্বাসকে ব্যবহার করে থাকে, এটাই আমার অভিমানের মূল কারণ।