Steemit Engagement Challenge S10/W1|Do you believe God and evil power exists?

20230608_161701_0000.png
Edit by: canva Apps.

Hello,
My Dear Friends.

সকলের প্রতি রইলো আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি।আজকের এই পোস্টের মাধ্যমে আমি এনগেজমেন্ট চ্যালেন্জ সেশন টেন এর প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

সৃষ্টির শুরু থেকেই এই পৃথিবীতে শুধু মানবজাতি নয় বরং তাদের সাথে আরও অনেক প্রজাতির প্রাণী বসবাস করে আসছে।কিন্তু এই সবকিছু সৃষ্টির মাঝে মানুষ হলো সৃষ্টির সেরা প্রাণী।

আপনি কি ঈশ্বর এবং অশুভ শক্তির অস্তিত্ব বিশ্বাস করেন? ব্যাখ্যা করা?

pexels-photo-4463896.jpegpexels

আমি মহান আল্লাহ এবং অশুভ শক্তির বিশ্বাস করি। এই পৃথিবীতে কোনকিছু নিজের মতো করে সৃষ্টি হয়ে ওঠে নি।আমাদের সবাইকে কোন একজন সৃষ্টি করেছেন আর তিনি হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ পাক এই পুরো পৃথিবীর সৃষ্টিকারি,পালনকর্তা ও লালনকর্তা। তিনি সর্ব শক্তিমান। তার সমকক্ষ কেউ নেই। তিনি চাইলে যেকোনো সময় এই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারবেন।

মহান আল্লাহ তায়া’লা এক ও অদ্বিতীয়। তার কোন শরিক নেই।চাঁদ, সূর্য, গ্রহ,নক্ষত্র সমস্ত কিছুই তার সৃষ্টি। আমাদের জন্ম থেকে মৃত্যু সবকিছুই তার হাতে।তিনি শুধু পৃথিবীই নয় বরং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তার সৃষ্টি। আমরা যদি আল্লাহ সম্পর্কে কোন কিছু যানতে চাই তাহলে অবশ্যই আমাদের পবিত্র কুরআন শরীফ পরতে হবে।আমাদের জীবনেরও সকল সমস্যার সমাধান পবিত্র কুরআন শরীফেই পাওয়া যায়।

ভালো-মন্দ সবকিছু নিয়েই আমাদের এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে।মহান আল্লাহ তায়া’লা শুধু মানুষ জাতিই সৃষ্টি করে নি, তিনি জিন জাতিও সৃষ্টি করেছে।সেহেতু পৃথিবীতে অশুভ শক্তির ও বিস্তার রয়েছে।আমরা অনেকই অনেক সময় অশুভ শক্তির সম্মুখীন হয়ে যায়। যার ফলে আমরা পথভ্রষ্ট হয়ে যায়। মানুষের আচার-আচরণের অনেক পরিবর্তন ঘটে যা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক আলাদা হয়ে পরে।আর এটাই হলো অশুভ শক্তি।

আপনি কি কখনও কোনো অতিপ্রাকৃত শক্তি অনুভব করেছেন? বর্ণনা করুন।

pexels-photo-211358.jpegpexels

আমি কখনও কোন অতিপ্রাকৃত শক্তি অনুভব করি নি।কিন্তু এটা আমি দেখেছি।আমার বাসার প্রতিবেশীর উপর একবার জিন আচড় করেছিলো।স্বাভাবিক মানুষের চেয়ে সে তখন অনেক আলাদা ব্যবহার করছিলো।তার মুখে যা আসিতেছিলো সে সেটাই বলতিছিলো।তার কোন জ্ঞান ছিলো না।সেই সময়টুকু তার পরে আর মনেও ছিলো না।

আমি আগে থেকেই অশুভ শক্তি সম্পর্কে জানতাম কিন্তু নিজের চোখে দেখছিলাম না।সেই দিন প্রথম আমি দেখেছি আর বিষয়টি বুঝতেও পেরেছি।তারপর একজন হুজুরের সাহায্য নিয়ে সেই ব্যাক্তির জিন ছাড়ানো হয়।তার কিছুক্ষণ পরেই সেই ব্যাক্তি আবার স্বাভাবিক মানুষের মতো হয়ে যায়।

ঈশ্বর এবং মন্দ শক্তি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করুন.

pexels-photo-8164524.jpegpexels

মানুষের ইহলৌকিক ও পরলৌকিক নৈতিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেএে আল্লাহ তায়া’লার পরিচয় এক অফুরন্ত উৎস। আল্লাহ তায়া’লা বলেন,``সুতরাং তোমার জেনে রাখাে যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই"।সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তায়া’লা।

মহান আল্লাহ তায়া’লা যিনি হলেন, নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী।যার হাতে রয়েছে সমস্ত সৃষ্টিকুলের জীবন ও মরণের চাবিকাঠি। মহান আল্লাহই একমাত্র সত্তা যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, জীবনদাতা,মরণদাতা,বিধানদাতা।ফলে আমাদের একমাত্র তারই বন্দেগী, দাসত্ব,আনুগত্য করা উচিত এবং তিনিই তার উপযুক্ত হকদার।

মহান আল্লাহ তায়া’লা তার বান্দাদের উপলব্ধির জন্য পবিত্র কুরআনের অসংখ্য স্থানে তাঁর নিজের পরিচয় দানে নানা দিক ও নানা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। সে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব।

আমরা যারা প্রকৃতির নিয়ম বলি প্রকৃতপক্ষে সৃষ্টিলোকের আলাদা কোন শক্তি নই বরং, এটা সর্ব শক্তিমান আল্লাহ তায়া’লার সৃষ্টি। অর্থাৎ প্রকৃতির নিয়ম বলতে আলাদা কোনকিছু নেই।সকল নিয়মের সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ তায়া’লা। আমরা যারা মহান আল্লাহকে বিশ্বাস ও তার ইবাদত পালন করি তাদের জন্য কোন যুক্তির প্রয়োজন হয় না।আমরা বিনা শর্তে, বিনা যুক্তিতে মহান আল্লাহ তায়া’লা কে বিশ্বাস করি।

মহান আল্লাহ তায়া’লা নিজের তার পরিচয় দিয়েছেন এভাবে যে,``বলুন তিনি আল্লাহ,এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন,সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জম্ম দেয় নি,তাকেই কেউ জম্ম দেয় নি এবং তার সমতুল্য কেউ নেই।উল্লেখিত সূরার মাধ্যমে মহান আল্লাহ তায়া’লা খুব সংক্ষেপে তার পরিচয় তুলে ধরেছেন।

মন্দ শক্তি সবসময় মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে।যত ধরনের পাপ কাজ আছে সেই সবগুলোই করাতে চায়। মানুষকে পথভ্রষ্ট করতে চায়। আমরা সবসময় মন্দ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়া’লার কাছে সাহায্য চাইবে।মহান আল্লাহ তায়া’লা নিশ্চয়ই আমাদের সঠিক পথ তৈরি করে দিবেন।

আজকের এই এনগেজমেন্ট চ্যালেন্জে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক আনন্দিত লাগছে।আমি আমার আরও কিছু বন্ধুকে এই এনগেজমেন্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @xmiraj @sabbir-raj @rxsajib

TQ.png

Q.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Loading...
 last year 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

এরপরে দেখলাম ঈশ্বর আছে,,, ঈশ্বরের শক্তিতে আপনি অনেক বেশি বিশ্বাস করেন! এই ব্যাখ্যাটা আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন।

আপনি কখনোই অপ্রকৃত শক্তি অনুভব করেননি! কিন্তু আপনার প্রতিবেশীকে একবার জিন আসর করছিল! সেটা আপনি দেখেছিলেন! কারণ অনেকে যখন এই অপ্রকৃত শক্তি ধরেছিল! তখন উনার মুখে যা আসছিল উনি তাই বলছিলেন,,,, ওখান থেকে আপনি এটা অনুধাবন করেছেন।

ঈশ্বরের শক্তি এবং মন্দ শক্তির মধ্যে,,, আপনি বেশ সুন্দর একটা পার্থক্য আমাদের সাথে শেয়ার করেছেন! যেটা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,,, প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে ব্যাখ্যা করার জন্য! এবং আপনার মতামত সুন্দরভাবে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।