"গোপালের জন্য আনা নতুন ড্রেস"

in Incredible India16 days ago
IMG_20251211_135019.jpg

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব সুন্দর ভাবে শুরু হয়েছে। সকলকে জানাই সুপ্রভাত। যদিও লেখাটি শেষ করতে করতে হয়তো আর সকাল থাকবে না। কারণ ইতিমধ্যেই সকালের অনেকটা সময় পার হয়ে গেছে।

গতকাল রাতে আর পোস্ট লেখা হয়নি, তাই সকাল বেলাতে সংসারের কাজ কিছুটা শেষ করার পর, কমিউনিটির পোস্টগুলো ভেরিফাই করে বসলাম নিজের পোস্ট লিখতে।

আমার আগের পোস্ট পড়ে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে, আমি দিদি বাড়িতে ছিলাম এবং গত পরশু সকালে সেখান থেকে বাড়িতে ফিরেছি। বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নেমে আমি শাশুড়ি মাকে ফোন করেছিলাম, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আনার আছে কিনা জানার জন্য। কারণ আমি স্টেশন থেকে বাজার হয়েই বাড়ি ফিরতাম।

IMG_20251211_113307.jpg
IMG_20251211_134725.jpg

ওনাকে ফোন করার পর উনি কিছু জিনিসের নাম বললেন, যেগুলো কেনার জন্য আমি বাজারের ভিতরে ঢুকেছিলাম। সেখানে যেতেই আমার চোখ পরলো ঠাকুরের এই উলের জামা গুলোর দিকে।

আগেও যে দেখিনি এমনটা নয়, তবে আমার শাশুড়ি মা নিজের হাতেই উল দিয়ে সব ঠাকুরের জামা ইতিমধ্যেই তৈরি করেছেন। যেগুলো শীতকালে আমরা‌ সকল‌ ঠাকুরকে পরিয়ে থাকি।

আমার আগের কোনো না কোনো পোস্টে আমি সেই কথা এবং ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।‌ তবে আমার বরাবর ইচ্ছা ছিলো একটু ভিন্ন ডিজাইনের জামা গোপালের জন্য কিনে আনবো। তবে ওই যে কথায় আছে সব জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, তাই অনেক সময় চোখে দেখেও কিনে আনা সম্ভব হয়নি।

তবে গোপালের ইচ্ছেতেই আমি সেদিন আসার পথে ওর জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম। প্রথমত জামাগুলো তৈরি করার জন্য ব্যবহৃত উলের রঙ আমার খুব ভালো লেগেছিলো। আর ডিজাইনটাও ছিল একটু অন্যরকমের। যেহেতু আমাদের গোপাল একেবারেই ছোটো, তাই সব থেকে ছোটো সাইজের জামাই ওর জন্য নিয়ে এসেছি।

IMG_20251211_134927.jpg

গতকাল বৃহস্পতিবার ছিলো। যেমনটা আপনারা জানেন বৃহস্পতিবার মানেই হলো লক্ষ্মীবার, তাই সেদিন পূজো করতে অনেকটা সময় লাগে। তাই গতকালই আমি ঠিক করেছিলাম যে, গোপালকে‌ স্নান করিয়ে নতুন জামা পরাবো।

তাই যেমন ভাবনা তেমন কাজ। একে একে সমস্ত ঠাকুরের স্নান পর্ব শেষ হওয়ার পর গোপালের স্নান পর্ব সেরে ওকে আমার পছন্দের জামাতে পড়িয়েছিলাম। যেটা পড়ে ওকে বেশ ভালো লাগছিলো।

IMG_20251211_134942.jpg

তাই সেই সময়কার কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলেছিলাম। স্নান করানোর পর জামাটা পরিয়ে এক‌ এক করে তাকে মুকুট পরলাম, চুরি পরলাম, মালা পরালাম।‌ সবশেষে তাকে দেখতে ভীষণ লাগছিলো।

আরও একটা জামা একেবারে নতুন রয়েছে, সেটা যেদিন পড়াবো তার ছবিও আপনাদের সাথে শেয়ার করবো। যদিও এই জামাটার ডিজাইনটা একটু ভিন্ন, তবে যে জামাটা পড়িয়েছিলাম ওই জামাটার স্টাইল খানিকটা আমাদের একটা ড্রেস যার নাম "পঞ্চু" তার মতন বলতে পারেন।

ওই ডিজাইনটা দেখেই আমার জামাটা কিনতে আরও বেশি ইচ্ছা হয়েছিলো। তার সাথে জামাটিতে উলের রং গুলো এত ভালো লাগছিলো, যে ওই জামাটাই আমি প্রথমে পড়ালাম।

ঠাকুরের জন্য এইরকম ভিন্ন ভিন্ন জিনিস কিনতে বরাবর ভালো লাগে আমার। যদি ভবিষ্যতে আরু সুন্দর কিছু জামা চোখে পড়ে তাহলে নিশ্চয়ই সেগুলো কিনে আনবো এবং আপনাদের সাথে শেয়ার করবো।

যাইহোক আপনাদের এই দুটি ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি পছন্দ হয়েছে, সেটা অবশ্যই জানাবেন। আজকের দিনটার মতন আগামী দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আজকের লেখা শেষ করছি। ভালো থাকবেন সকলে।

Sort:  

A super creative day/week
🍀♥️
@ wakeupkitty

TC-WUK.jpg

 13 days ago 

Thank you for your support 🙏.