"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible Indialast month
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...2rmXNvWsJAySNJFJEsMkKZRP7ChwbgeForQk2xusjsabm6eBkL5ZXytApZxAQXkxQyZNSSeAAyRwMTitmmES9Md7MNU3NYByjycgyyZey4CmtxdwMEL9kTScer.png

"Edited by Canva"

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজ আমি আবারো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট।

আপনারা সকলেই জানেন, আমাদের কমিউনিটিতে এনগেজমেন্টের ভিত্তিতে আমরা একটি কনটেস্টের আয়োজন করেছি এবং এই মাসের এটি শেষ সপ্তাহ। এই রিপোর্টের মাধ্যমে এই সপ্তাহে সকলের এনগেজমেন্টের ডিটেইলস শেয়ার করার পাশাপাশি, সবশেষে তিনজন উইনারের নামও শেয়ার করবো।

1672344690977_010726.jpg

চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।

নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ

  • সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।

  • যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।

  • আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।

  • সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।

  • বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।

  • সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।

  • নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।

  • ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।

  • মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।

1672344690977_010726.jpg

এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@sairazerin777
@piya3769
@rubina203586
@adylinah141

1672344690977_010726.jpg

এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@shuhad787
@sabus765
@hafizur46n726
@yoyopk658
@sayeedasultana649
@mukitsalafi646
@amekhan616
@jahidul21613
@mrsokal63
@hasnahena528
@jakaria121515
@shariarprottoy58
@karobiamin71459
@tanay123451
@rakibal444
@sakib012432
@xhadhin425
@pijushmitra422
@baizid12338
@muktaseo23

1672344690977_010726.jpg

আশা করছি উপরে সকলের এনগেজমেন্টের ডিটেইলস দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে, এই সপ্তাহে প্রত্যেকের এনগেজমেন্ট ঠিক কতটা নিরাশা জনক।

তবুও যেহেতু বিজয়ী নির্বাচন করতেই হবে,তাই সকলের মধ্যে থেকে, যে তিনজন নির্বাচিত হয়েছেন, তারা হলেন- @shuhad, @sabus @yoyopk প্রথমেই তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি আগামী দিনে আপনারা নিজেদের কাজ আরও উন্নত করবেন।

IMG_20240329_012022.jpg

"piya3 দিদির ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিনশট

গত সপ্তাহের মতন এই সপ্তাহেও বিজয়ীদের পুরষ্কৃত করেছেন, আমাদের সিনিয়র মডারেটর @piya3 দিদি। কারন আমি এবং প্রিয়া দুজনেই যৌথ উদ্যোগেই এই কনটেস্টটি আয়োজন করেছি।

বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে পোস্টের সাথে সাথে কমেন্টের গুরুত্ব রয়েছে। এই কারণে বিজয়ী হিসেবে @hafizur46n এর বদলে @yoyopk কে নির্বাচন করা হয়েছে। তবে ভুলবশত প্রিয়া দিদি প্রথমে hafizur46n ভাইয়ের অ্যাকাউন্টে স্টিম ট্রান্সফার করেছিলেন, যেটি আপনারা স্ক্রিনশটে দেখতে পারছেন। এই বিষয়ে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে, প্রিয়া দিদির ওয়ালেটে পুনরায় স্টিম ট্রান্সফার করে দেওয়া হবে। আশাকরি এই বিষয়ে hafizur46n ভাই আমাদের সাহায্য করবেন।"

তাই মাসের প্রথম দুটি সপ্তাহে, আমি বিজয়ীদের পুরস্কৃত করেছিলাম এবং শেষ সপ্তাহ দুটির দায়িত্বে ছিলেন প্রিয়া দিদি। যার মধ্যে একটি সপ্তাহ ইতিমধ্যে অতিক্রম হয়েছে এবং এটি মাসের শেষ সপ্তাহ।

আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয়া দিদিকে, কারণ তিনি এগিয়ে এসে এইরকম একটি উদ্যোগে আমাকে সাপোর্ট করেছেন। এই উদ্যোগটা আমরা আপনাদের সকলের জন্যই নিয়েছি, যাতে আপনারা নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে সচেষ্ট হন।

কারণ অনেকের মধ্যে থেকে নিজেকে সেরা নির্বাচিত হতে দেখলে সেটা আমাদের কাছে একটা অন্যরকম ভালোলাগা বয়ে আনে। যাইহোক আশা করছি সকলেই নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে সচেষ্টা হবেন।

1672344690977_010726.jpg

"Conclusions"

এই ছিল এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট। আশা করছি প্রত্যেকে মনোযোগ সহকারে রিপোর্ট পড়বেন এবং নিজেদের পোস্টকে উন্নত করার পাশাপাশি, কমিউনিটিতে নিজের অ্যাক্টিভিটি বৃদ্ধি করারও চেষ্টা করবেন, যাতে পরবর্তী সপ্তাহে আপনিও বিজয়ী হতে পারেন।

এই এনগেজমেন্ট রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...
 last month 

দিদি আপনাকে ধন্যবাদ এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
তবে আমি বেশ লজ্জিত দেখে, কারণ ব্যক্তিগত সমস্যার কারণে এই সপ্তাহে ,সাত টি পোস্ট করতে পারিনি, তাই হয়তো আমার নামটা নিচের দিকে চলে এসেছে,,
তবে চেষ্টায় আছি এ সপ্তাহে এই ঘাটতিটুকু পূরণ করবো,, ধন্যবাদ।

 last month 

কোনো সমস্যা হলে এক সপ্তাহে হয়তো কাজের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। তবে, পরবর্তী সপ্তাহে যেন এর পুনরাবৃত্তি না হয়, সেটা দেখাও কিন্তু আপনার দায়িত্ব। আশাকরি এই সপ্তাহে আপনি আপনার এনগেজমেন্ট তথা পোস্টের সংখ্যা বৃদ্ধি করবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন

 last month 

অবশ্যই আমার দায়িত্ব, আর আমি অবশ্য চেষ্টা করব এ দায়িত্বটা সঠিক ভাবে পালন করার।
ব্যক্তিগত সমস্যার কারণে এই কাজের উপরে প্রভাব পড়েছিল তবে এখন থেকে কাজটা সঠিক এবং প্রতিদিন করার চেষ্টা করব।

 last month (edited)

আসলে এবারের এনগেজমেন্ট রিপোর্ট দেখে কিছুটা খারাপই লাগছে।এবার আমি সহ সবার এনগেজমেন্ট এরই অবনতি হয়েছে। হয়তোবা রোজার মাসের কারনেই এমন হয়েছে।

তারপরও, আশাকরি পরবর্তী সপ্তাহে সবাই ভালো করবেন।

আপনি খুব সুন্দর করে কিভাবে লেখার মান উন্নত করা সম্ভব এটা নিয়েও লিখেছেন যা ফলো করলে আসলে লেখার মান ভালো করা সম্ভব।

এতো সুন্দর করে এনগেজমেন্ট রিপোর্ট এর ডিটেইলস আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 last month 

আমিও আশাকরি পরবর্তী সপ্তাহে সকলের পারফরম্যান্স উন্নত হবে। আপনাকে ধন্যবাদ আমার এনগেজমেন্ট রিপোর্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করার জন্য ৷ আসলেই এই সপ্তাহের সবার এনগেজমেন্ট খুবই কম আশা রাখছি পরবর্তী সপ্তাহে আবার এনগেজমেন্ট বৃদ্ধি করবো ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

সকলে যদি নিজের নিজের কাজটি সঠিক ভাবে করেন, তাহলে অবশ্যই পরবর্তী সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমি আশা রাখবো আপনি অবশ্যই নিজের কাজ সঠিক ভাবে করবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 last month 

সবার এনগেজমেন্ট দেখে একেবারেই হতাশ হওয়ার মতো। বিশেষ করে আমি নিজেও নিজের এংগেজমেন্ট দেখে হতাশ হলাম। আসলে নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এংগেজমেন্ট গত সপ্তাহে তেমন একটা করতে পারিনি। ইনশাল্লাহ অবশ্যই এ সপ্তাহে এংগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করব।

একদমই ঠিক বলেছেন, লেখা আমরা যখন শেষ করি তখন অবশ্যই আমাদেরকে কিছুক্ষণ পরে, সেই লেখা পড়ে দেখা প্রয়োজন। এতে করে নিজেদের পোস্টের ভুলগুলো নিজেদের চোখেই পড়ে এবং সেটা শুধরে নেয়ার সুযোগ থাকে। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে একটা সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

একথাটি আমি সহ অ্যাডমিন ম্যাম বহু বার বলেছেন, যে পোস্ট করার পূর্বে নিজের লেখা পড়ে নেওয়া উচিত। কিন্তু তারপরও ভেরিফিকেশন করার সময় বেশকিছু ইউজারের পোস্টে এমন অনেক ভুল চোখে পড়ে, যেগুলো শুধুমাত্র একবার ভালো ভাবে পড়লেই চোখে পড়ার কথা। সেই কারনেই পোস্ট ভালো করে পড়ে শেয়ার করা উচিৎ। এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি নিশ্চিত পরবর্তী সপ্তাহে আপনার কার্যক্রম অনেক উন্নত হবে। ভালো থাকবেন।

 last month 

ধন্যবাদ দিদি এত সুন্দর করে এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার জন্য। স্বভাবতই আমি আমার নামটি লিস্টের নিচের দিকে খুজতেছিলাম। সেখানে আমার নাম না পেয়ে ভেবেছিলাম আমার নাম হয়তো বাদ পড়েছে। পরবর্তীতে ভালো করে লক্ষ্য করে দেখি আমার নামটি লিস্টের মাঝামাঝি রয়েছে। আমার পদোন্নতি দেখে খুশি হব নাকি বাকি সবার অবনতি দেখে ব্যথিত হব বুঝতে পারছি না।

 last month 

@mrsokal পড়ার অভ্যেসের কারণবশত আপনার মন্তব্যে চোখ পড়ল, আপনি নিজের পোস্টের সংখ্যা বৃদ্ধি করেছেন এটা একটা উন্নতির দিক অবশ্যই কিন্তু ৩ টে কমেন্ট আর সাপ্তাহিক টিউটোরিয়াল তথা Hangout এ আপনার অনুপস্থিতিকে কোন নজরে দেখেছেন দয়া করে জানাবেন। এখানে অনেকের উন্নতির দিক এমন আছে যেটা হয়তো আপনার ক্ষেত্রে একেবারেই অবনতির কারণ হিসেবে ধরা যেতে পারে। কাজেই, সর্বদা নিজের উন্নতির কথাই ভাবা শ্রেয় বলে আমার মনে হয়। ধন্যবাদ।

 last month (edited)

এইজন্যই আমার নামটা শেষের দিকে খুজি। সবাই বরাবরই সবার বেস্ট চেষ্টা করে যাচ্ছে। তবে এই সপ্তাহে একসাথে সবার পারফরমেন্স কমে গিয়েছে। হয়তো রোজার কারনেও এমনটা হতে পারে।এই কারণেই হয়তোবা আমার নামটা উপরের দিকে উঠে এসেছে। কারণ আমার যে এক্টিভিটি তাতে আমার নামটা সবার শেষেই আসার কথা। এই কথাটিই একটু হাস্যকর ভাবে বলতে চেয়েছি। জানিনা উল্টো হয়ে গেছে কিনা।

আর আমার নজরে যদি আমি আমার এক্টিভিটি বিবেচনা করি তবে নিজেকে ১০ এর ভেতর এক দুই এর বেশি দিব না।

 last month 

নিজের কার্যক্রম উন্নত করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমরা কেবলমাত্র আপনাকে পথ দেখাতে পারি, কিন্তু চলতে আপনাকেই হবে। পরবর্তী সপ্তাহে আশাকরি নিজের কার্যক্রম আপনি উন্নত করবেন, যাতে নিজের নামটি সকলের নীচে খুঁজতে না হয়। ভালো থাকবেন।

 last month 

অবশ্যই দিদি, নেক্সট সপ্তাহে উপরের দিকে খোঁজার চেষ্টা করবো।

 last month 

এনগেজমেন্ট রিপোর্ট দেখে মনে হলো আমাদের আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে এবং এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে আমি নিজেও ঠিকভাবে কাজ করতে পারেনি কিন্তু এই সপ্তাহ থেকে চেষ্টা করব কঠোর পরিশ্রম দিয়ে যাওয়ার জন্য।

ধন্যবাদ এংগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 last month 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি এই সপ্তাহে আপনি সহ, বাকি সকলের কার্যক্রম আশানুরূপ হবে। ভালো থাকবেন।

 last month 

এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট সুন্দর আমাদের মাঝে শেয়ার করেছেন । এ সপ্তাহের রিপোর্ট দেখে কিছুটা খারাপই লাগছে। আমিও নিয়মিত কাজ করতে পারেনি ।আশা রাখি আমার পূর্বের দিনের কাজে পিরে যেতে পাররো ।

 last month 

আমাদের প্রত্যেকের মনেও এই আশা রয়েছে, যাতে সকলেই পূর্বের মতো নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারে। আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 last month 
  • আরো একটি এনগেজমেন্ট রিপোর্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে আমার সক্রিয়তা খুবই খারাপ এর বিশেষ কিছু কারণ ও ছিল।আমি চেষ্টা করব এই অবস্থা থেকে উত্তরণের জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

শুধু আপনি নন, সকলের কার্যক্রম নিম্নমুখী ছিলো গত সপ্তাহে। তবে এই সপ্তাহে আশাকরি সকলেই নিজেদের এনগেজমেন্টের দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last month 

চেষ্টা করছি সক্রিয়তা বৃদ্ধি করার জন্য।তবে রোজা রেখে একটু ক্লান্তি লাগে। তারপর ও চেষ্টা করছি। সক্রিয়তা বৃদ্ধি কোন বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট টা খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন দিদি

 last month 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। তবে শুধু মাত্র পোস্ট পড়ে মন্তব্য করলে চলবে না, নিজের কার্যক্রম আরও উন্নত করতে হবে। এনগেজমেন্ট রিপোর্ট দেখে আশাকরি সেটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।

 last month 

ঠিক আছে দিদি ইনশাআল্লাহ চেষ্টা করব সকল কার্যক্রম বৃদ্ধি করার । আর আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেন্জ সমর্থন পেয়েছে জেনে খুব ভালো লাগল। ভালো থাকবেন দিদি

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 62971.67
ETH 3050.33
USDT 1.00
SBD 3.96