"নতুন বছরের প্রথম দিনের আনন্দের মুহুর্ত"
![]()
|
|---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের নতুন বছরের দিনগুলো খুব ভালো কাটছে।
আমার দিনগুলো ভীষণ ভালো কাটছে। বছরের শুরুটা এমনভাবে হবে সত্যিই ভাবি নি। দাদার বাড়িতে বেশ মজায় বছর শুরুর দিনগুলো পার হলো। নতুন বছর হয়তো কোনো পিকনিক করতে পারি নি, বন্ধবীদের সাথে দেখা হয়নি, ওদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি।
![]()
|
|---|
তবুও মালদায় দাদার বাড়িতে দাদা, বৌদি, ভাইপো, আমি ও শুভ এই কয়েকজন মিলেই দারুণ সময় উপভোগ করছি। দাদা যেখানে নতুন বাড়ি করেছে, সেখানে খোলা মাঠ। সকাল বেলাতেই চারিদিকে রৌদ্রের আলো ঝলমল করে, ঘরের জানালা দিয়ে রোদ্দুর যখন ঘরে পরে তা উপভোগ করার মজাই আলাদা।
একটা সময় গ্রামে থাকাকালীন সেগুলো উপভোগ করার সুযোগ হলেও এরপর থেকে এমন সুযোগ হয়ে ওঠে না খুব একটা। নতুন বছর শুরুর দিনেই বেশ বেলাতে ঘুম থেকে উঠেছি। শুভ আমার আগে উঠেই ঘরের জানালা খুলে দিয়েছিলো। তারপরও বেশ কিছুক্ষন আমি খাটেই বসে ছিলাম।
![]()
|
|---|
![]()
|
|---|
বৌদি চা এনে দিলো কিছুক্ষণ বাদে। ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। আসলে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আগের দিন হয়েছিলো। তবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়াতে আমাদের সময় একটু পিছিয়ে দিতে হলো। যাইহোক এরপর দেরি না করে উঠে পরলাম।
বৌদি আর আমি মিলে সামান্য কিছু রান্না করলাম যাতে বেরোনোর আগে বাড়ি থেকেই খেয়ে যেতে পারি কারন সারাদিন বাইরে অন্যান্য কিছুই খাওয়া দাওয়া হবে। তাই গরম ভাতের সাথে আলু সিদ্ধ ডিম ভাজা আর মুসুরের ডাল রান্না করলাম।
![]()
|
|---|
![]()
|
|---|
সকলেই এক এক করে স্নান সেরে তৈরি হয়ে ভাত খাওয়া শেষ করলাম। ততক্ষণে প্রায় দুপুর হয়ে গেছে। দাদার গাড়ি নিয়েই বেরোলাম আমরা। রাস্তায় অনেক পিকনিকের গাড়ি দেখলাম। এমনভাবে পিকনিক যাওয়ার মজাই আলাদা। ওদের গান শুনে আমরাও একটু গান চালিয়ে নিলাম।
![]()
|
|---|
![]()
|
|---|
দাদা গাড়ি চালাচ্ছিলো, শুভ ওর পাশে বসেছিলো। আমি, বৌদি আর ধীরাজ (ভাইপো) পিছনের সিটে বসলাম। চলতে চলতে মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করলাম। গাড়ি ছুটে চলছিলো আর আমরাও নিজেদের মধ্যে সময়টা উপভোগ করছিলাম।
প্রায় ৪০ মিনিট বাদে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে যেটা ছিলো "মালদার গৌড়"। "গৌড়" হলো প্রাচীন বাংলার একটি সমৃদ্ধ রাজধানী শহর। এটি পাল, সেন এবং মুসলিম নবাবদের আমলের একটি ঐতিহাসিক স্থাপত্যের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। যেখানে আজও সেই যুগের বিভিন্ন চিহ্ন রয়েছে।
আমরা মূলত সেগুলো দেখতেই গিয়েছিলাম। সেখানে সবকিছু ঘুরে দেখার অভিজ্ঞতা আমি পরবর্তী কোনো পোস্টে অবশ্যই শেয়ার করবো। তবে বছরের শুরুটা অনেক সুন্দর ছিলো একথা বলতে পারি।
![]()
|
|---|
সারাদিন অনেক মজা করে বাড়িতে ফিরে আবার সকলে মিলে আড্ডা দিয়ে, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে গিয়েছিলাম। আপনাদের সকলের বছর শুরুর দিনটা নিশ্চয়ই নিজেদের মতো করে সুন্দর কেটেছিলো।
কিভাবে আপনারা দিনটি পার করেছিলেন অবশ্যই জানাবেন। আগামী দিনগুলো যেন এমনই সুন্দর ও আনন্দের সহিত কাটতে পারি সেই প্রত্যাশা রইলো। আপনাদেরও আগামী দিনগুলো ভালো কাটুক, ভালো থাকবেন সকলেই। শুভরাত্রি।








