"তিতলি ও তাতানের সাথে কাটানো সুন্দর একটি সকাল"

in Incredible India18 days ago
IMG_20251210_231857.jpg
"উপহার হিসেবে পাওয়া গাছ"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা বেশ ভালো কেটেছে। গতকালকের পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম দিদির শ্বশুর বাড়িতে গিয়ে, গ্রাম্য পরিবেশে বেশ সুন্দর একটা দিন কেটেছিলো। যদিও যাওয়ার উদ্দেশ্যটা ছিলো একটু ভিন্ন।

সবকিছু মিলিয়ে খারাপের মাঝেও ভালো কিছু মুহূর্ত খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলাম। সেখান থেকে সোজা রাতের বেলায় দিদিদের বাড়িতে যেতে হয়েছিলো। সৌভাগ্যবশত আজ দিদি এবং দাদা দুজনের শরীর মোটামুটি ভালো আছে। ওষুধ চলছে দুজনেরই। আজ সকালেই আমি দিদির বাড়ি থেকে বাড়িতে ফিরে এসেছি, তবে আসার আগে সকালবেলায় বেশ কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি। ভাবলাম সেগুলোই আপনাদের সাথেও শেয়ার করি।

দিদি এবং দাদার শরীর খারাপ থাকার কারণে আজ ভোর বেলাতে উঠে তিতলি ও তাতানকে আর স্কুলে পাঠানোর ঝুঁকি নেয়নি। তবে দিদিকে অফিসে যেতেই হতো, কারণ গতকাল ওর অ্যাবসেন্ট হয়েছে। সেই কারণে ও ধীরে সুস্থে তৈরি হয়ে ওর সময় মতো অফিসে বেরিয়ে গিয়েছিলো।

IMG_20251210_232042.jpg
"তাতান‌ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এইভাবে কান্না‌ করছিলো‌☺️"

গ্রামে থাকতে বাচ্চারা খুবই ভালোবাসে। কারণ সেখানে তারা নিজেদের মতো করে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারে। তাই গতকাল সেখান থেকে ফিরে আসার পর, আজ সকালে তাতানের হঠাৎ মন খারাপ হয়েছে। সে আবার দাদু বাড়িতে যাওয়ার আবদার করতে শুরু করলো। এক সময় কান্না করতে করতে দরজার সামনে এই ভাবে বসে ছিলো সেই মুহূর্তটা আমি মজা করে ক্যামেরাবন্দি করেছি।

IMG_20251210_231648.jpg
"হারমোনিয়াম বাজাতে‌ ব্যস্ত দুজন"

এরপর ওকে ভোলানোর জন্য তিতলিকে বললাম আমাকে একটা গান শোনাতে। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম তিতলি গান শিখছে। একটা হারমোনিয়ামও কেনা হয়েছে। আমার কথা শুনে তিতলি হারমোনিয়াম নিয়ে বসলো, তার সাথে সাথে তাতানও গিয়ে বসেছে দিদির পাশে। ওর হঠাৎ মনে হয়েছে একটু হারমোনিয়াম বাজাবে, তাই দুই ভাই বোন মিলে হারমোনিয়ামে মত্ত হয়ে থাকলো কিছুক্ষন।

IMG_20251210_231806.jpg
"দিদিদের ব্যালকনি"

সেই সুযোগে আমিও দিদিদের ব্যালকনিতে খানিকটা ঘুরে নিলাম। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আমার জামাইবাবু গাছ লাগাতে, তাদের যত্ন করতে খুবই পছন্দ করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে মাঝখানে এই কাজে একেবারেই সময় দিতে পারেননি। আর দিদিরও খুব একটা বেশি সময় হতো না। তবে এখন ধীরে ধীরে ওদের বাড়িতে বেশ কিছু ইনডোর প্লান্ট ওরা কিনেছে, যেগুলো দাদাই মোটামুটি যত্ন করে।

IMG_20251210_231857.jpg
"দিদির কলিগের দেওয়া গাছ, নামটা অজানা"

বড় যে গাছটা দেখতে পাচ্ছেন, এবারে দিদিদের বাড়ির কালীপুজোতে হসপিটাল থেকে ওর একজন কলিগ এই গাছটা নিয়ে এসেছিলেন। বেশ ভালোই লাগছে গাছটাকে দেখতে। মাঝেমধ্যে এদের একটু রোদ্দুরে রাখতে হয় বলেই দাদা ওকে ব্যালকনিতে রেখেছে।

IMG_20251210_231821.jpg
"পিস‌ লিলি‌ ফুলগাছ"

এটা পিস লিলি ফুল গাছ। কেন জানি না গাছটির পাতাগুলোতে পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দাদা এটিকেও রোদ্দুরে রাখে। আপনাদের মনে আছে কিনা জানিনা দার্জিলিংয়ে ঘোরার একটা পোস্টে আমি আপনাদের সাথে একটা বড় সাদা রংয়ের পিস লিলি ফুলের ছবি শেয়ার করেছিলাম। গাছটি রাস্তার পাশে জঙ্গলের মধ্যে হয়ে ছিলো। আলাদা করে গাছের তেমন কোনো যত্ন নেই, অথচ কতো সুন্দর ভাবে ফুটেছিল ফুলটি। কিন্তু দেখুন আমাদের বাড়িতে টবের মধ্যে গাছগুলোকে আমরা যতই যত্ন করি না কেন, তা কখনোই অমন সুন্দর হয় না।এখানেই বোধহয় প্রকৃতির সাথে কৃত্রিমতার পার্থক্য।

IMG_20251210_231946.jpg
"মানি প্ল্যান্ট"

মানিপ্লান্ট আপনারা অনেকেই চেনেন। দিদিদের বাড়িতে আগে অনেক বড় মানি প্ল্যান ছিলো। তবে সেগুলো মারা যাওয়ার পর আবার ছোট্ট করে দাদা একটা চারা তৈরি করেছে, সেটাও ধীরে ধীরে বড় হচ্ছে।

IMG_20251210_231840.jpg
"নাম না জানা গাছ"

এই গাছটার নাম আমি জানিনা, তবে টবের মধ্যে সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছটা। সার হিসেবে দাদা অন্য কিছু ব্যবহার করে কিনা জানিনা, তবে পুজোর ফুলগুলো না ফেলে গাছের গোড়াতে সুন্দরভাবে দিয়ে রাখে, যেগুলো সার হয়ে যায় ধীরে ধীরে।

IMG_20251210_232001.jpg
"তুলসী মাতা"

আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন হিন্দু শাস্ত্র মতে তুলসী মাতাকে আমরা সকলেই পূজা করি‌। দিদির ব্যালকনিতেও পুজোর জন্য একটা তুলসী মাতা বসানো আছে, সেখানেই ওরা নিত্যদিনের পুজো ও সন্ধ্যা পূজা দিয়ে থাকে।

IMG_20251210_231721.jpg
"দিদির জন্মদিনের কেক"

যাইহোক এভাবে ঘুরতে ঘুরতে বাড়িতে আসার সময় হয়ে গেলো। আপনাদের হয়তো মনে থাকবে তিন তারিখে দিদির জন্মদিন ছিলো, সেদিন যে কেক কেটেছিলাম তার বেশ কিছুটা ফ্রিজে থেকে গিয়েছিলো। ব্রেকফাস্ট করার পর সেখান থেকে কিছুটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

যাইহোক দিদিদের ব্যালকনির গাছগুলো কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন। এর মধ্যে থেকে কোন গাছটি আপনাদের বাড়িতে আছে, বা আদেও আছে কিনা সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  

IMG_20251129_162530.png

Curated By: lirvic