"The weekly job I concluded being a Co-Admin"
|
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।
প্রতি সপ্তাহে যেদিন সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে বসি, সেদিন ফেলে আসা সপ্তাহের সকল কার্যাবলী গুলো আপনাদের সাথে সাথে নিজেরও একবার দেখা হয়। ঠিক যেমন আজও আপনাদের সাথে গত সপ্তাহের সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ শেয়ার করতে গিয়ে, একটা ভাবনা মাথায় এলো। এই রিপোর্টের মাধ্যমে সেটি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করা যাক, -
|
---|
ইতিমধ্যে মাঝে একটি সপ্তাহ পার হয়ে গেছে। তার আগের সপ্তাহে আমরা অ্যাডমিন ম্যামের জন্মদিনকে উপলক্ষ্য করে হ্যাং আউটের আয়োজন করেছিলাম। দেখতে দেখতে আমরা ২০২৪ সালের একেবারে শেষের দিকে এসে পড়েছি।
বছর শেষে এই দিনগুলোতে সারা বছরের ভালো, মন্দ সকল অভিজ্ঞতা আমাদের মনে পড়ে। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব করি। আবার নতুন বছরে নতুন করে কিছু জিনিস পাওয়ার আশা তৈরি হয়। আজ হঠাৎ এই রিপোর্টটা লিখতে গিয়ে মনে হলো, কেন না বছরে শেষে আমরা আরও একটা হ্যাংআউটের আয়োজন করি?
তবে যেমনটা আপনারা জানেন, হ্যাং আউট একা একা করা সম্ভব নয়। কারণ পরিবারের সদস্যরা যদি সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ না করেন, তাহলে সেই আয়োজন সর্বতোভাবেই বৃথা হয়। তাই বলতে পারেন এই রিপোর্টের মাধ্যমে আপনাদের কাছে ইচ্ছা জানতে চাইছি। যদি আপনারাও এমনটা চান, তাহলে অবশ্যই এই পোস্টের নীচে মন্তব্যের মাধ্যমে জানাবেন।
|
---|
এই মুহূর্তে কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট চলছে। যার বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে অনেকেই জেনেছেন। তবে যারা এখনো জানেন না, তাদের জন্য পোস্টের লিংকটি আমি নিচে শেয়ার করছি।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জ্যোতিষ শাস্ত্র বা সংখ্যা তত্ত্ব ভীষণভাবে বিশ্বাস করেন। আবার অনেকেই আছেন যারা একেবারেই বিশ্বাস করেন না। তবে আপনি কোন দলভুক্ত এবং কেন, সেই বিষয় সম্পর্কে নিজের মতামতই এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু।
এখনও পর্যন্ত আমার অংশগ্রহণ বাকি, তবে আমার মতন যারা এখনও অংশগ্রহণ করেন নি, সকলকে অনুরোধ করবো অবশ্যই নিজেদের পছন্দ এবং মতামত কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন।
|
---|
গত সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রথম সপ্তাহের কনটেস্টের ফলাফল অ্যাডমিন ম্যাম ঘোষণা করেছিলেন। এতদিনে যারা আমার সাপ্তাহিক রিপোর্ট পড়েন, তারা জানেন যে, উইনার অ্যানাউন্সমেন্ট পোস্টে উল্লেখিত অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস বের করে মেলের মাধ্যমে ম্যামকে পাঠানোটা আমার দায়িত্ব। তাই প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহেও আমি দায়িত্বটি পালন করেছিলাম।
উইনার অ্যানাউন্সমেন্ট পোস্টের লিংকটি আমি নীচে দিলাম, যারা এখনও পড়েননি, সকলকে অনুরোধ করবো অবশ্যই পড়বেন।যাতে আপনারাও জানতে পারেন উইনার হতে গেলে লেখার মধ্যে কি ধরনের কোয়ালিটি প্রয়োজন, কারণ অ্যাডমিন ম্যাম সকলের পোস্ট পড়ার পর তবেই কিন্তু উইনার নির্বাচন করেন।
|
---|
এই সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্টটি পূর্বের সাপ্তাহের রিপোর্টের তুলনায় অনেকটাই খারাপ ছিল। বেশ কিছু ইউজারের পোস্টের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও, এনগেজমেন্ট একেবারেই ছিল না বললেই চলে। সত্যি বলতে একটা সীমা পর্যন্ত সকলকে উৎসাহিত করতে পারি। কিন্তু কাজটি যেহেতু আপনাদেরকে করতে হবে, তাই নিজেদেরকেও নিজেরা খানিকটা উৎসাহিত করতে হবে বৈকি।
তাই ভালো-মন্দ সবটা বোঝার পরেও, এই এনগেজমেন্ট আপনাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটা জানার পরেও, যদি আপনারা সেটা সঠিকভাবে না করেন, তাহলে ধরে নিতে হয় সেটা কিছুটা ইচ্ছাকৃত। তবে আগামী সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট বেশ কিছুটা উন্নত হবে এই আশা রাখছি।
|
---|
কমিউনিটির প্রতি সকল দায়িত্ব পালনের মধ্যে বুমিং সংক্রান্ত কাজটি আমার প্রতিদিনের একটি দায়িত্ব। যেখানে প্রত্যেকটি ইউজারের কাজের ডিটেইলস দেখে, তবে তাদের পোস্ট সিলেক্ট করে বুমিং সাপোর্ট দেওয়ার জন্য ম্যামের কাছে মেইল করতে হয়।
আপনারা যারা সাপ্তাহিক বুমিং কিউরেশনের রিপোর্ট পড়েন, নিশ্চয়ই দেখেছেন সেখানে ম্যাম নির্দিষ্ট কিছু কথা লিখে । আশা করি আপনারা সকলে রিপোর্টে মন দিয়ে পড়লে বুঝতে পারবেন। তাছাড়া এর আগেও বহুবার আপনাদের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করাও হয়েছে। যাইহোক সকলকে অনুরোধ করবো নিয়মিতভাবে নিজের কাজটি করে যাওয়ার জন্য।
|
---|
নির্দিষ্ট সময় মেনে পোস্ট ভেরিফিকেশন করাটা প্রত্যেক মডারেটরের মতন আমারও দায়িত্ব। আর আমি চেষ্টা করি সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করার। গত সপ্তাহেও বেশ কিছু পোস্ট আমি ভেরিফাই করেছিলাম। পোস্টের সংখ্যা অনুযায়ী কোনদিনও বেশি, কোনদিনও কম ভেরিফিকেশন করা হয়ে থাকে। যাইহোক সপ্তাহে কোন দিন কটা পোস্ট আমি ভেরিফাই করেছিলাম, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে-
ভেরিফিকেশনের তারিখ | ভেরিফাইড পোস্ট সংখ্যা |
---|---|
13/12/2024 | 9 |
14/12/2924 | 9 |
15/12/2024 | 3 |
16/12/2024 | 7 |
17/12/2024 | 13 |
18/12/2024 | 5 |
19/12/2024 | 5 |
|
---|
কমিউনিটির সর্বশেষ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো একজন ইউজার হিসেবে কমিউনিটিতে নিজের লেখা প্রতিদিন শেয়ার করা এবং আমি চেষ্টা করি খুব বেশি সমস্যার মধ্যে না থাকলে অন্ততপক্ষে এই কাজটি নিয়ম মতন করে যাওয়ার। গত সপ্তাহে কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার একটা সংক্ষিপ্ত বিবরণ নিচে দিলাম, -
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 13-12-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 14-2024 | "Better life with steem// The Diary Game// 11th december, 2024// মোক্ষদা একাদশীর সারাদিন" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 15-12-2024 | ""একসাথে পথ চলা"" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 16-12-2024 | "Better life with steem// The Diary Game// 15th december, 2024// রবিবারের সারাদিন" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 17-12-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 18-12-2024 | "ননদের বিবাহবার্ষিকী উদযাপনের কিছু সুন্দর মুহুর্ত" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 19-12-2024 | "নৌকা ভ্রমণের সুন্দর স্মৃতি" |
|
---|
এই ছিল আমার গত সপ্তাহের সকল কার্যাবলী যার সংক্ষিপ্ত বিবরণ, যা আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে এই রিপোর্টটি প্রতি সপ্তাহে লিখতে বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ আরও কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছে, আশা করছি পরবর্তী রিপোর্টে আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করতে পারবো। যাইহোক ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমিউনিটির পাশে থাকবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।