"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT "

in Incredible India5 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...XUjQx1pL4vKHctyQRHrrBbqt2dFgHqXJ89SVXUFjorpPkezNLW6CvkSopoS3DjshGYxy1hfEjz1UcFqrKMqQe9zdoCbrMSujco4ZQx62QeLYLZZ8nAJAdcVqSn.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা বেশ ভালো কেটেছে। দেখতে দেখতে ইতিমধ্যে আরো একটা সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, তাই এক সপ্তাহ বাদে আমি আজ আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কমিউনিটিতে কর্মরত সকল ইউজারদের এনগেজমেন্ট রিপোর্ট। যার মাধ্যমে প্রত্যেকে নিজের কাজের পাশাপাশি, অন্যান্য সদস্যদের কাজ সম্পর্কে জানতে পারবেন এবং ভালো কাজ করা প্রতিটি ইউজারদের দেখে উৎসাহিত হতে পারবেন।

1672344690977_010726.jpg

চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।

নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ

  • সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।

  • যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।

  • আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।

  • সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।

  • বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।

  • সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।

  • নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।

  • ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।

  • মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।

1672344690977_010726.jpg

যাইহোক,‌ এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Moderators Engagement Details"

UsernameNo.of Postcomments
@sampabiswas653
@sur-riti367
@whizzbro4evs227
@sualeha144
@awesononosa124
@miftahulrizky14

1672344690977_010726.jpg

এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -

"Users Engagement Details"

UsernameNo.of Postcomments
@sanaula7151
@tomalroy733
@sabus6155
@rubina2036152
@sayeedasultana661
@shuhad656
@jahidul21637
@mou.sumi636
@mratik512
@tanay123469
@baizid123456
@mdsahin111442
@karobiamin71417
@shariarprottoy416
@mukitsalafi413
@yoyopk413
@sifat42043
@sairazerin326
@muktaseo312
@rakibal311
@isha.ish30
@jakaria12130
@mahmud552123
@alamin12516

1672344690977_010726.jpg

আশা করি উপরোক্ত রিপোর্টটি দেখে আপনারা বুঝতে পেরেছেন, প্রতি সপ্তাহের মতন বেশ কিছু ইউজারদের কার্যক্রম অনেকটা উন্নত হয়েছে। আর কিছু সংখ্যকদের কার্যক্রমের অবনতি এই রিপোর্টে স্পষ্ট লক্ষিত হচ্ছে।

আপনাদের আগেই জানিয়েছি, শুধুমাত্র পোস্ট করা আপনাকে একটিভ ইউজারের তালাকাভুক্ত করে না। তার পাশাপাশি আপনাকে এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে এবং কমিউনিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট উপস্থিত থাকতে হবে। শুধুমাত্র তখনই আমরা আপনাকে একজন একটিভ ইউজার হিসেবে গণ্য করতে পারবো।

IMG_20240709_021123.jpg
"আমার ওয়ালেট থেকে নেওয়া স্ক্রিন শট"

যাইহোক গত সপ্তাহের এনগেজমেন্টের হিসেবে তিনজন সদস্যের নাম পাওয়া গেছে একসাথে, এই বিষয়টির জন্য ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। আমি শুভেচ্ছা জানাই @sabus,@rubina203@sanaula কে। ইতিমধ্যে আমি আপনাদের পুরস্কৃত করেছি। আশাকরি আগামী দিনেও আপনারা নিজেরা নিজেদের কার্যক্রমকে এমন ভাবেই অব্যাহত রাখবেন।

"Conclusions"

এই ছিল এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট। আশা করছি রিপোর্টটি সকলের মনোযোগ সহকারে পড়বেন এবং আগামী সপ্তাহের কার্যক্রম আরও কিভাবে উন্নত করা যায়, তার জন্য সচেষ্ট হবেন। যাইহোক ভালো থাকবেন সকলে। রিপোর্ট পড়ে নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। শুভরাত্রি।

Sort:  
Loading...
 5 months ago 

অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এই সপ্তাহের রিপোর্ট শেয়ার করার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য, আমরা চেষ্টা করব এই সপ্তাহে আমাদের এঙ্গেইজমেন্ট বৃদ্ধি করার জন্য, এবং অবশ্যই আপনার পরামর্শগুলো মেনে কাজ করার চেষ্টা করব।

 4 months ago 

বর্তমানে আপনি আমাদের কমিউনিটিতে নিয়মিত কাজ করছেন, এটি আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে শুধুমাত্র কিছু কথা শেয়ার করেছি, তবে সেগুলি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আমারও ভালো লাগলো। এই প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে এনগেজমেন্টটা আসলে আমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 4 months ago 

আমরা যে কোন কাজ করি সেই কাজকে গুরুত্বের সাথে পরিপূর্ণভাবে করা প্রয়োজন, আমরা যদি গুরুত্বের সাথে পরিপূর্ণভাবে কাজ না করি তাহলে সেই কাজের পূর্ণতা পায় না, এজন্য আমি চেষ্টা করি যেখানেই কাজ করি পরিপূর্ণ কাজ করার জন্য, দোয়া করবেন আমি যেন কমিউনিটির সাথে স্থায়ীভাবে নিজের এংগেজমেন্ট ঠিক রাখতে পারি।

 5 months ago 

আমাদের সমস্যা হয়তো বা এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ দূরে থাকে। কিন্তু সারা বছর আমাদের সমস্যা থাকে না। আমাদের প্রত্যেকেরই উচিত চেষ্টা করা নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য, সেটা নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখলাম একেবারেই নেই এটা করা মোটেও ঠিক নয়। ধন্যবাদ এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

শুধুমাত্র যে কমেন্টের সংখ্যা কম এমনটা নয়, আপনি রিপোর্টটি খেয়াল করলে দেখবেন, সকলের পোস্টের সংখ্যাও অনেক কম, যেটা আসলেই নিরাশাজনক। তবে আমি আশাবাদী যে, সামনের সপ্তাহে সকলেই নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করবেন। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

@sampabiswas,
This is a great post, in this you have explained very well to the users what they should do and what not to do, I have also seen many such posts in my daily moderation in which the meaning of the sentences is not understood.

Except one or two users, the rest of the users keep writing almost the same routine just to make their post, but among the permanent members of this community, there are 3-4 users who tell a new story, new details, pictures, or personal experience every day.

But except 1-2, everyone's posts definitely have grammatical mistakes and spelling mistakes. But because I have seen that all the moderators and admins, co-admins also ignore these mistakes, so I have decided to adopt this kind of behavior.

Because if we comment too much like a teacher, then our users can consider it as their insult.

That is why the way you have tried to convey the feelings of all of us to the users through a message in this post is definitely a good initiative.

thank you very much , with great honour and respect.

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অনেক সুন্দর করে এ সপ্তাহের রিপোর্ট পাবলিশ করেছেন, এবং আমাকে বিজয়ী হিসেবে ঘোষণা করাতে আমি খুব খুশি হয়েছি, এবং অবশ্যই চেষ্টা করব যাতে আমি এভাবে কাজ করতে পারি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি

 5 months ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনি আপনার এনগেজমেন্ট রিপোর্ট টি চমৎকার ভাবে প্রকাশ করেছেন। সেই সাথে মান উন্নয়নের ব্যাপারে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যা মেনে চললে লেখার মান উন্নত হতে বাধ্য।
সেই সাথে এ সপ্তাহে অনেকএরই এনগেজমেন্ট এর উন্নতি হয়েছে দেখে ভালো লাগলো।

আশাকরি এই ধারাবাহিক আগামী সপ্তাহেও বজায় থাকবে।

 5 months ago 

যতো বেশি এংগেজমেন্ট বৃদ্ধি পাবে ততো বেশি আমাদের জন্য অনেক ভালো এবং বরাবরের মতো আপনি এই সপ্তাহের এংগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। এবং সবচেয়ে বেশি এনগেজমেন্ট তিনজনের বেশি হয়েছে এবং তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন।

এবং আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে আমরা কম বেশি এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারি এবং যতো বেশি এংগেজমেন্ট বৃদ্ধি হবে ততো আমাদের এই লাভ হবে। তার পাশাপাশি আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে অনেক ভালো লাগলো।

 5 months ago 

যদি প্রথমেই ধন্যবাদ জানাই প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহে এনগেজমেন্ট রিপোর্টটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।

এখান থেকে আমরা ধারণা নিতে পারি আমরা কে কতটুকু কাজ করছি তবে আমার নিজের কাজের বেশ অবনতি হয়েছে। তবে চেষ্টা করছি খুব দ্রুত কাজটা কি আরও বৃদ্ধি করার। ধন্যবাদ আপনাকে।