My Weekly Report (Senior Moderator) || 14th December

in Incredible India6 months ago
20231214_003543_0000_123551.png
Edited by canva

Hello,

Everyone,

আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আমার দিনটি ব্যস্ততার মধ্যে কেটেছে তবে তার পাশাপাশি বেশ কিছু কারণে মনটাও খারাপ ছিলো।

যাইহোক সেই সম্পর্কে আপনাদের সাথে পরবর্তীতে কখনো কথা বলবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহের সাপ্তাহিক মডারেটর রিপোর্ট। যেমনটা আপনারা সকলেই জানেন, এই রিপোর্টের মাধ্যমে আমি কমিউনিটিতে আমার সারা সপ্তাহের কার্যাবলী সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য উপস্থাপন করে থাকি। চলুন তাহলে শুরু করি, -

"সাপ্তাহিক হ্যাং আউট"

এই সপ্তাহের রিপোর্টে আমি প্রথমে উপস্থাপন করতে চলেছি হ্যাংআউটের বিষয়টি। আপনারা প্রত্যেকেই জানেন গত শনিবার আমাদের সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছিল। ঠিক তার আগের দিন অর্থাৎ শুক্রবার আমাদের অ্যাডমিন ম্যামের জন্মদিন ছিলো। কিন্তু তিনি সেদিন কিউরেশনের কাজে ব্যস্ত থাকার জন্য, তার সাথে কথা বলার পর্যন্ত সময় হয় নি।

এই কারণে শনিবার দিন তার বাড়িতে যাওয়ার প্ল্যান করেছিলাম আমি। এরপর হ্যাংআউটের দিন সবাইকে অবাক করে দিয়ে ম্যামের ফোন থেকে আমি কথা বলছিলাম এবং এতে অনেকেই বেশ হতভম্ব হয়ে গিয়েছিলেন যে, তারা আমাকে হ্যাংআউটে জয়েন অবস্থায় দেখতে না পেলেও কিভাবে আমার কথা শুনতে পারছেন।

পরে অবশ্য বিষয়টি জানার পর, সকলেই আনন্দিত হয়েছিল এবং অনেক আনন্দের মধ্যে দিয়েই আমরা সেদিনের হ্যাং আউট শেষ করেছিলাম। ম্যামের জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই নিজেদের দিক থেকে গান, কবিতা উপহার দিয়েছিলেন।

তবে এই জন্মদিনের সব থেকে বড় পাওনা ছিল আমাদের কমিউনিটিতে কর্মরত মুকিত ভাইয়ের ওয়াইফ এবং অ্যামি দিদির বোনের গান। কাজের জায়গায় পরিচয় হলেও কখন যেন আমরা একটা পরিবার হয়ে উঠেছি। তাই পরিবারের কোনো একজনের জন্মদিনের সেলিব্রেশনটা আসলে এমন ভাবেই হওয়া উচিত, ঠিক যেমন ভাবে আমরা ম্যামের জন্মদিন পালন করেছিলাম।

"কমিউনিটি কর্তৃক আয়োজিত মান্থলি কনটেস্টের ডিটেইলস"

ডিসেম্বর মাসের কমিউনিটির প্রথম সপ্তাহের কনটেস্ট ইতিমধ্যেই শেষ হয়েছে। যার বিষয়বস্তু হিসেবে ম্যাম নির্বাচন করেছিলেন নতুন বছরে আমাদের সংকল্পের বিষয়ে সম্পর্কে নিজেদের মতামত। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন।

কন্টেস্টের শেষে প্রতিবারের মতন অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেলস মেইল করে অ্যাডমিন ম্যামকে পাঠানো আমার দায়িত্ব। এই সপ্তাহেও আমি সেই দায়িত্ব পালন করেছি। তবে যেমনটি আগেও জানিয়েছি উইনার সিলেকশনের ক্ষেত্রে ম্যামের সিদ্ধান্তই সর্বোচ্চ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ইউজারদের মধ্যে থেকে যারা এই কনটেস্টে বিজয়ী হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই।

"পোস্ট ভেরিফিকেশন"

পোস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ বারংবার বলার সত্ত্বেও বেশ কিছু ইউজার ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে মাঝে মধ্যেই ক্লাবের বহির্ভূত হয়ে যান। যেই জিনিসগুলির সঠিক ভেরিফিকেশন না হলে আমাদের কমিউনিটি অনেক বেশি সমস্যায় পড়তে পারে। সেই কারণে সকলের পোস্ট সঠিকভাবে প্রতিনিয়ত চেক করে তবে ভেরিফিকেশন করতে হয় এবং এই দায়িত্বটি অন্য মডারেটরদের মতো এই সপ্তাহেও আমি পালন করেছি।

"কমিউনিটি কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট"

আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কমিউনিটিতে এই মাসে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যার একটি সপ্তাহ ইতিমধ্যেই পার হয়েছে। অনিচ্ছাকৃত কারণে গত সপ্তাহে আমার টিম প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছিল। আর ঠিক এই কারণে এই সপ্তাহে আমরা প্রত্যেকে সমান পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি এইবার আমার টিমের প্রত্যেকটি সদস্য নিজেদের সর্বোচ্চ দিয়ে জেতার চেষ্টা করবেন। পাশাপাশি অন্য দুই টিমের প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা রইলো।

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

এই সপ্তাহের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। তবে ইতিমধ্যে আমাদের ডিসকর্ডে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেওয়া হয়েছে আগামী কাল আমাদের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। তাই এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, সেটি আমি আমার পরবর্তী রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।

"কমিউনিটিতে নিজস্ব কার্যাবলী"

এই কমিউনিটির মডারেটর হিসেবে কাজগুলো করার পাশাপাশি, কমিউনিটির একজন ইউজার হিসেবে প্রতিদিন নিজের পোস্ট শেয়ার করাও আমার দায়িত্ব। যেটা আমি প্রতিনিয়ত করে থাকি। নতুন বছরের রেজুলেশনগুলোর মধ্যে এটিও একটি, যেখানে আমি পোস্ট গ্যাপ না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।কর

এছাড়াও প্রতিনিয়ত ইউজারদের সাথে যেকোনো সময় ডিসকর্ডে কথা বলাটাও অত্যাবশ্যক। তাই তাদের প্রয়োজনে অবশ্যই আমরা ডিসকার্ড এ কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করি।

যারা আমার কনটেস্টে অংশগ্রহণের পোস্টটা পড়েছেন, তারা প্রত্যেকেই আশা করছি এই বিষয়টি পড়ে থাকবেন। এছাড়াও পোস্ট পড়ে কমেন্ট করার চেষ্টা করছি।টুর্নামেন্টের জন্য কমেন্ট আরও বেশি করা প্রয়োজন, তবে
সবকিছু সামলে সর্বোচ্চ চেষ্টা করছি এটুকু বলতে পারি।

"Conclusions "

এই ছিল আমার সপ্তাহিক মডারেটর রিপোর্ট, যেখানে এই সপ্তাহে আমি কমিউনিটিতে উপরোক্ত কাজগুলি করেছি। আপনারা প্রত্যেকে আমার এই রিপোর্ট পড়ার পর যদি নিজেদের কোনো সাজেশন দিতে চান, তবে অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারবে এবং রিপোর্টে পড়ে আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার রিপোর্ট এখানেই শেষ করছি। শুভ রাত্রি।

Sort:  
 6 months ago 

এক সপ্তাহের রিপোর্ট পড়ে মনে হলো যেন কমিউনিটির হাইলাইটস পড়ছি। প্রতিটা বিষয় পড়ছিলাম আর চোখের সামনে ভাসছিল। যেমন হ্যাং আউট নিয়ে লেখাটা যখন পড়ছি তখন সেই স্মৃতি ভাসছে। আবার, টিউটোরিয়া পড়ার সময় ক্লাসের কথা মনে পড়ে গেল।

একজন মডারেটরদের আমাদের তুলনায় অনেক বেশি সময় দিতে হয়। পাশাপাশি দায়িত্বও অনেক বেশি। এর পরেও এত সুন্দর ভাবে কি করে যে সামলিয়ে নেন মাথায় আসে না মাঝে মাঝে।

ধন্যবাদ সারা সপ্তাহের রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্যে।

 6 months ago 

বিশ্বাস করুন আমি লেখার সময়ও হ্যাংআউটের কথা মনে করছিলাম। হ্যাঁ মডারেটর হিসেব দায়িত্ব একটু বেশি থাকে। তারপরেও চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করার। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

আপনি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন দেখে এবং পড়ে খুবই ভালো লাগলো ৷ আর মজার বিষয় হচ্ছে এই সপ্তাহের হ্যাংআউটে আমরা সবাই মিলে অনেক মজা করেছি ৷ তারপর আপনাদের খুব মনোযোগ সহকারে পোস্ট ভেরিফাই করতে হয় ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

আগামী সপ্তাহে ডিনার করবেন না, মুড়ি খেতে হবে ☺। ধন্যবাদ আপনাকে গত সপ্তাহে হ্যাংআউটে স্বস্তঃফুর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি ধন্যবাদ আমার রিপোর্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

ঠিক আছে দিদি এবারে পুরো মুড়ি মাখা টাই খেয়ে নিবো 🤭😍

 6 months ago 

এটা ঠিক যে পোস্ট যখন ভেরিফিকেশন আপনাদের করতে হয় তখন অনেক বার চেক করে এবং অনেক কিছু খেয়াল রেখে একটি পোস্ট ভেরিফিকেশন করতে হয়।এবং আপনি সাপ্তাহিক হ্যাংআউট অনুষ্ঠিত দিনে আমাদের সবাইকে অবাক করে দিয়েছিলেন। যাইহোক আপনার সাপ্তাহিক প্রতিবেদন সিনিয়র মডারেটর ১৪ই ডিসেম্বর রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো।

 6 months ago 

আসলেই ভেরিফিকেশন অনেক দায়িত্বের কাজ। সবকটি ক্রাইটেরিয়া চেক করে তারপর ভেরিফাই করতে হয়। ভুল হয়ে গেলে কমিউনিটির উপর চাপ আসবে, আর সেটা আমাদের কাম্য নয়। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 6 months ago 

প্রতি সপ্তাহের মতো আপনি এবারও এই সপ্তাহে আপনার উপর অর্পিত সাপ্তাহিক রিপোর্টে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আপনার নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা যাচ্ছেন। আপনার জন্য সব সময় শুভকামনা রইল।

 6 months ago 

ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

ধন্যবাদ আপনাকে এত সাংসারিক কর্মব্যস্ততা সত্ত্বেও এই সপ্তাহের সাপ্তাহিক মডারেটর রিপোর্ট সঠিক সময় প্রকাশ করার জন্য। গত সপ্তাহের হ্যাংআউট টা সত্যি খুব দারুণ হয়েছিল। ম্যাম এর জন্মদিন টা আমরা দারুণভাবে সেলিব্রেট করেছিলাম এই হ্যাংআউটের মাধ্যমে। গত সপ্তাহে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গিয়েছিল আমাদের টিম অনিচ্ছাকৃত কারণে প্রথম সপ্তাহে টুর্নামেন্ট থেকে বার হয়ে যাওয়ায়। তবুও আমরা কঠোর পরিশ্রম করে চলেছি যে যার মতো যাতে এই টুর্নামেন্টে আমরা টিকে থাকতে পারি।

 6 months ago 

সত্যিই দিদির জন্মদিন অনেক আনন্দ করে সেলিব্রেট করেছি আমরা। এই ভাবেই প্রতি বছর যেন আমরা সকলের জন্মদিন পালন করতে পারি সেটাই কাম্য। আশা রাখি এই সপ্তাহের পরিশ্রম নিশ্চয়ই সফলতা আনবে। ধন্যবাদ আমার রিপোর্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও আপনি আপনার ওপর অর্পিত সাপ্তাহিক রিপোর্টটি আমাদের সামনে তুলে ধরেছেন। হ্যাংআউটের দিন আমি শুরুতে খেয়াল না করলেও পরে সবার কথায় খেয়াল করি যে আপনি নেই। পরবর্তী সময়ে যদিও বিষয়টি জানতে পারি যে, আপনি দিদির সাথে রয়েছেন। এই বিষয়টাতে আসলেই সবাই আনন্দ পেয়েছিলো।
আপনি কমিউনিটিতে আপনার ওপর অর্পিত সব দায়িত্ব খুবই চমৎকার ভাবে পালন করেছেন।
ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর করে সাপ্তাহিক রিপোর্টটি তুলে ধরার জন্য।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জেনে ভালো লাগলো ঐ দিনের হ্যাংআউটে আমাদের সারপ্রাইজটা আপনাদের আনন্দ দিয়েছিলো। আবার উল্টোদিকে আপনাদের সকলের উপস্থিতি আমাদের অনেক আনন্দ দিয়েছিলো। আপনাকে আমার রিপোর্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহ আপনি সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন। পুরো সপ্তাহে কে কি করলো এবং মডারেটররা কি কি ভূমিকা পালন করলো সবই আপনার রিপোর্টে উঠে এসেছে।
এছাড়া হ্যাংআউটে আপনি দিদির সাথে উপস্থিত থেকে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন। এই ব্যাপারটি খুবই চমৎকার লেগেছে। এছাড়া হ্যাংআউটের দিন মুকিত ভাইয়ের স্ত্রী ও আমি আপনার বোনের গান খুব চমৎকার লেগেছে। ছোট থেকে ছোট বিষয়টিও আপনি রিপোর্টে উল্লেখ করেছেন।

আপনার উপর অর্পিত দায়িত্বে আপনি সর্বদাই সচেতন থাকেন। ধন্যবাদ আপনাকে সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করার জন্য।

 6 months ago 

সত্যিই মুকিত ভাইয়ের আর ওনার স্ত্রী গানটি আমাদের মুগ্ধ করেছিল সেদিন। ছোট ছোট ভালোলাগা গুলো শেয়ার করতে আমার ভালো লাগে। তাই সেগুলো রিপোর্টের মধ্যে উল্লেখ করলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে রিপোর্ট পড়ে নিজের মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

একজন মডারেটর হিসেবে আপনার যে দায়িত্বগুলো রয়েছে। সেগুলো আপনি সঠিকভাবেই পালন করে যাচ্ছেন। বিগত একটা সপ্তাহের কার্যক্রম আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। ম্যামের জন্মদিনে অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে হ্যাংআউটের সময় অনেক বেশি আনন্দ করেছি আমরা সবাই।

অবশ্যই সবাই সতর্কতার সাথে কাজ করা উচিত।কারণ আমরা চাই স্টিম প্ল্যাটফর্মের সাথে অনেক দূর এগিয়ে যেতে। এবং আমাদের কমিউনিটির মধ্যে যে টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্টে জয়লাভ করতে। আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে। কারণ আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 6 months ago 

প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া যাদের লক্ষ্য, তারা প্রত্যেকেই যদি নিয়ম মেনে সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই টিকে থাকা সম্ভব। টুর্নামেন্টে গত সপ্তাহে জেতা সম্ভব হয়নি। এই সপ্তাহে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। তবে কথায় আছে একার চেষ্টায় কিছু হয় না, দেখা যাক আমার টিমের অন্যান্য মেম্বারদের চেষ্টা ঠিক কতটা ছিলো। ধন্যবাদ আপনাকে রিপোর্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

দিদি, আপনি যে সাপ্তাহিক কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে সাজানো গোছানোভাবে তুলে ধরেছেন সত্যিই প্রশংসার যোগ্য। আপনি প্রত্যেকটি পয়েন্ট যেমনঃপোস্ট ভেরিফিকেশন,সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস,কমিউনিটিতে নিজস্ব কার্যাবলী,কমিউনিটি কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট এবং Conclusions খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে আপনি মোবাইলের না জয়েন হয়ে কথা বলছিলেন এটা আমিও অবাক হয়েছি,আপনি আসলে কোথায়? আমি তো অত কিছু জানি না, তবে আমি তখন মনে করলাম হয়তোবা বড় দিদি আর আপনি হয়তোবা একই জায়গায় ,হয়তোবা নিকট আত্মীয় এমন ভেবেছিলাম। পরে আপনার লেখা পড়ে, জানতে পারলাম আপনি বড় দিদির বাসায় এসেছিলেন। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যে এত ফ্রি তা আগে জানতাম না।
যাহোক আপনাদের একনিষ্ঠ প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে আমাদের এই কমিটিটা অনেক এগিয়ে যাচ্ছে এবং যাবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মত এখানেই শেষ করছে, আল্লাহ হাফেজ।

 6 months ago 

হা হা হা সেদিন সকলে আমাকে খুঁজছিলেন কিন্তু কেউ ভাবতে পারেননি আসলে বিষয়টি কি। যাইহোক অনেক ভালো সময় আমরা কাটিয়ে ছিলাম। ধন্যবাদ আমার রিপোর্ট আপনার ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70700.78
ETH 3798.19
USDT 1.00
SBD 3.43