My weekly report ( Senior Moderator)|| 16 th june -2023||

in Incredible India2 years ago
IMG_20230616_114433.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো ভাবে শুরু হয়েছে।

ইতিমধ্যে আরও একটি সপ্তাহ অতিবাহিত হয়েছে, তাই আমিও আপনাদের সামনে প্রতি সপ্তাহের মতন নিজের সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার জন্য, আমার এই পোস্টটি শেয়ার করতে চলেছি।

"এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিশন১০/দ্বিতীয় সপ্তাহ"

আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে। বর্তমানে এই চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহ চলছে। আর এই সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম যে বিষয়বস্তু নির্বাচন করেছেন, সেটা সত্যিই একটি অন্য ধরনের বিষয় পোস্ট লিঙ্ক

আমাদের অনেকেরই হয়তো জীবনে অনেক মানুষের সাথে সামনাসামনি দেখা করার বা তাদের সাথে কথা বলার ইচ্ছ থাকে, কিন্তু সেই ইচ্ছে গুলো অনেক সময় প্রকাশ করা হয়ে ওঠে না। কিন্তু এখানে দিদি নির্দিষ্ট তিনজন সফল ব্যক্তির নাম উল্লেখ করেছেন,যাদের সঙ্গে আমাদের দেখা হলে তাদেরকে আমরা কি কি প্রশ্ন করতে চাই, সেই বিষয়টাই এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয়বস্তু।

আমার দেখে ভালো লাগছে যে আপনাদের মধ্যে অনেকেই এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন। যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেনি, তাদেরকে অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানিয়ে নিজেদের মতন করে, একটি সুন্দর পোস্ট উপস্থাপন করে এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন।

"পোস্ট ভেরিফিকেশন "

IMG_20230616_114607.jpg

পোস্ট ভেরিফিকেশন যে কোনো কমিউনিটির মডারেটরদের একটি অনেক বড় দায়িত্ব বলে আমি মনে করি। আর যখন কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলে, তখন সেই দায়িত্ব আরো বহু গুনে বেড়ে যায়। ঠিক যেমনটা এই মুহূর্তে আমাদের কমিউনিটির ক্ষেত্রে চলছে।

আমি বরাবরই চেষ্টা করি প্রত্যেকটা ইউজারের শেয়ার করা পোস্ট ভালো করে পড়ে, সেই পোস্টের ভিত্তিতেই ইউজারকে কমেন্ট করার। আর এই মুহূর্তে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলার কারণে, অনেক ভালো ভালো অনেক পোস্ট পড়ার সুযোগ হচ্ছে। সেই কারণে ভেরিফিকেশন করার সুযোগটাকে আমি অনেক বেশি উপভোগ করছি।

সত্যি কথা বলতে এটি আমার চ্যালেঞ্জ পোস্ট ভেরিফিকেশন করার দ্বিতীয় বারের অভিজ্ঞতা। কিন্তু তবুও যেন এখনো অনেক কিছুই নতুন করে শিখছি, আর এই শেখাটাকেই আমি আগামী দিনে কাজে লাগাতে চাই।

"কমিউনিটির সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

IMG_20230616_114537.jpg

আমি চেষ্টা করছি আমাদের কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে বলে,কমিউনিটির পূর্বের যে কার্যাবলী গুলো ছিলো, সেগুলো কোনো রকম ভাবেই আমার দৃষ্টি বহির্ভূত না হয়।

কারণ এই চ্যালেঞ্জের একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তার পরেও কিন্তু আমাদের এই কমিউনিটিকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই কমিউনিটির যে নির্দিষ্ট কার্যাবলী গুলো রয়েছে সেই গুলো যেন সঠিকভাবে হয়, সেই চেষ্টাটা আমি সব সময় করি।

তাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আমাদের কমিউনিটির যে সকল ইউজার রয়েছে, তাদের এনগেজমেন্ট রিপোর্ট আমি এই সপ্তাহেও উপস্থাপন করেছি। আশা করছি ইতিমধ্যে আপনারা অনেকেই সেই পোস্টটি পড়েছেন। যারা এখনো পর্যন্ত পোস্টটি পড়েনি তাদের জন্য আমি লিংকটি নিচে শেয়ার করছি।
ইনক্রেডিবল ইন্ডিয়া উইকলি এনগেজমেন্ট রিপোর্ট

"টিউটোরিয়াল ক্লাস"

IMG_20230616_114302.jpg

এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসটা বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম টিউটোরিয়াল ক্লাসে #brunsteem25 নিয়ে কথা বলেছেন।

আর সেই সংক্রান্ত একটা পোস্ট তিনি ইতিমধ্যেই কমিউনিটিতে শেয়ার করেছেন। আশা করছি আপনারা সকলে পোস্টটি পড়ে থাকবেন এবং এখন থেকে আমাদের কমিউনিটিও স্টিমিট প্লাটফর্মের নিয়ম অনুসারে #brunsteem25 অনুসরণ করবেন। তাই আপনারা প্রত্যেকেই এই নিয়মটা পালন করবেন, এই আশা রাখি।

"সাপ্তাহিক হ্যাংআউট"

এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর কারণে, একটু ব্যস্ততার জন্য এই সপ্তাহের হ্যাংআউটের দিনটি আমরা একটু পেছাতে বাধ্য হয়েছি। তবে আশা করছি আজকে অথবা কালকে কোনো একটা দিন আমরা অবশ্যই একত্রিত হয়ে, নিজেদের মধ্যে একটু ভালো সময় কাটাবো।

আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো ডিসকর্ডে এর অ্যানাউন্সমেন্ট চ্যানেল এ নজর রাখার জন্য। কারণ দিন ঠিক হলে অবশ্যই আমরা আপনাদের অবগতির জন্য সেখানে নির্দিষ্ট সময় জানিয়ে দেবো।

আশা করব আপনারা সকলেই আপনাদের ব্যস্ততম সময় থেকে হ্যাংআউট এ যোগদান করবেন এবং একটু ভালো সময় কাটানোর জন্য আমাদের সাথে অংশগ্রহণ করবেন। কারণ সারা সপ্তাহ কাজ করার পরে, একটু ভালো সময় কাটাতে পারলে আপনাদের পাশাপাশি, আমাদেরও ভালো লাগবে।

"উপসংহার"

আজকের মত আমি আমার রিপোর্টে এখানেই শেষ করছি। প্রত্যেকের কাছে অনুরোধ করব নিজেদের কাজটা সঠিকভাবে, সমস্ত নিয়ম অনুসরণ করে করবেন। অবশ্যই কমিউনিটির পাশে থাকবেন, আর চেষ্টা করবেন কমিউনিটির অন্যান্য সকলের পোস্ট পড়ে সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করার। যাতে আপনার এনগেজমেন্ট বজায় থাকে।

সকলের খুব ভালো থাকবেন, আপনাদের সকলের দিনটি অনেক ভালো কাটুক এই আশা রইলো।

Sort:  
Loading...
 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে সাপ্তাহিক প্রতিবেদন টা শেয়ার করেছেন! আসলে আমরা যদি টিউটোরিয়াল ক্লাসে সব সময় উপস্থিত থাকি! তাহলে কিন্তু নতুন কিছু আমরা শিখতে পারি! যেমন গত ক্লাসে আমরা শিখেছিলাম!

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন!

 2 years ago 

প্রতিবারের মত এই সপ্তাহের প্রতিবেদন টি আমাদের সবার মাঝে বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিটি সাপ্তাহিক প্রতিবেদনে আপনি তুলে ধরেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

প্রতিবারের মতো সাপ্তাহিক প্রতিবেদনটি খুব সুন্দর করে উপস্থাপন করছেন যা পড়ে অনেক কিছু জানতে পারলাম। আসলেই ঠিক বলেছেন আমাদের প্রত্যেকের উচিত কমিউনিটির
সকল নিয়ম অনুসরণ করা এবং অবশ্যই কমিউনিটির পাশে থাকা। এছাড়া আমাদের চেষ্টা করা কমিউনিটির অন্যান্য সকলের পোস্ট পড়ে সেই অনুযায়ী মন্তব্য করা যাতে আমাদের এনগেজমেন্ট বৃদ্ধি পায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট করে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ভালো থাকবেন আপু