You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community updates for December 2023(Last month of the year)

in Incredible India6 months ago
  • প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই ম্যাম। যে বছরটা আমরা পিছনে ফেলে এসেছি, সেই বছরে আপনার হাত ধরে অনেক কিছু শিখেছি। এই কমিউনিটিতে আপনি প্রত্যেক মাসে অনেক আকর্ষণীয় বিষয় নিয়ে কনটেস্টের যেমন আয়োজন করেছেন, অন্যদিকে ডিসেম্বর মাসে আয়োজন করেছিলেন এক বিশেষ টুর্নামেন্টের। যার মাধ্যমে ইউজারদের মধ্যে এনগেজমেন্ট বাড়ানোর এক অদম্য ইচ্ছে লক্ষ্যিত হয়েছে।

  • সত্যি কথা বলতে এই কমিউনিটিকে উন্নতি শিখরে পৌঁছানোর জন্য আপনার পরিশ্রম অবর্ণনীয়, যার সাক্ষী এই কমিউনিটিতে কর্মরত প্রতিটি ইউজার। এই নতুন বছরের শুরুতে একটাই কামনা করবো, গত বছর আমরা যাদেরকে নিয়ে পথ চলেছি আগামী প্রত্যেকটা বছর যেন তাদের সকলকে নিয়েই পথ চলতে পারি। আপনার দেখানো পথে হাঁটতে পারি এবং এই কমিউনিটির প্রতি নিজের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারি।

  • ডিসেম্বর মাসটিতে আমাদের কমিউনিটিতে কি কি কার্যক্রম হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ দিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে প্রতিটি বিষয়কে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61213.69
ETH 3320.21
USDT 1.00
SBD 2.46