SEC17/W3|Experiences come with age or circumstances!

in Incredible India12 days ago
Violet and Brown Modern Furniture Minimalist Facebook Post_20240427_110807_0000_110826.png

"Edited by Canva"

Hello,

Everyone,

প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিন ম্যামকে, প্রতি সপ্তাহে এনগেজমেন্ট চ্যালেঞ্জের কনটেস্টের জন্য এত সুন্দর বিষয়কে নির্বাচন করার জন্য। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি তৃতীয় সপ্তাহের কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন ম্যাচিউরিটিকে।

কথা বলতে গেলে আমরা ম্যাচিউরিটি শব্দটি প্রায়শই ব্যবহার করে থাকি। তবে এর মানে কিন্তু প্রত্যেকের কাছেই ভিন্ন।যেহেতু আমরা প্রত্যেকেই ব্যক্তি বিশেষে ভিন্ন, তাই এটা হওয়া খুবই স্বাভাবিক।

ইতিমধ্যে যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার নিজস্ব মতামত গুলো উপস্থাপন করার পূর্বে, আমি কনটেস্টের নিয়ম অনুসারে তিনজন বন্ধু @norat23, @yulexys21@sualeha কে আমন্ত্রণ জানাই। অনুরোধ রইলো তারাও যেন এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত শেয়ার করেন।

এইবার ম্যাচুরিটি সম্পর্কে যে সকল প্রশ্ন অ্যাডমিন ম্যাম রেখেছেন, সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে, আমি নিজস্ব কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি-

1672344690977_010726.jpg

"How do you define maturity?"

IMG_20240427_105512_110916.jpg

ব্যক্তিগতভাবে আজ থেকে কয়েক বছর আগেও আমার কাছে ম্যাচিউরিটি শব্দটির মানে অন্যরকম ছিলো। তবে জীবনের কঠিন পরিস্থিতি গুলো পার করতে করতে এটুকু বুঝেছি যে, সত্যিকারের ম্যাচিউরিটি বলতে বোঝায় নিজের জীবনের কঠিন পরিস্থিতি গুলোকে শুধুমাত্র নিজের চেষ্টায় অতিক্রম করার ক্ষমতাকে। যেখানে অন্য কোনো মানুষের সাহায্যের প্রয়োজন পড়বে না।

নিজের আবেগগুলোকে নিজের কাছে আটকে রাখার ক্ষমতাকে, যাতে অন্য কেউ আমার আবেগগুলোকে অপমান করার সুযোগ না পায়। নিজের মধ্যে এই ক্ষমতা গুলো তৈরি করতে পারাই আমার কাছে ম্যাচিউরিটি।

1672344690977_010726.jpg

"What do you believe experiences come with age or circumstances? Define."

জীবনে অভিজ্ঞতা অর্জন করতে গেলে বয়স এবং পরিস্থিতি এই দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। তাই এর মধ্যে থেকে কোনো একটিকে বেছে নেওয়া একেবারেই অসম্ভব। কারন আমি যদি বলি অভিজ্ঞতা অর্জনের জন্য শুধুমাত্র বয়স গুরুত্বপূর্ণ, তাহলে সেটা একেবারেই অবিশ্বাস্য। কারণ শুধুমাত্র পরিস্থিতির কারণে অনেকেই অনেক কম বয়সে অনেক কঠিন অভিজ্ঞতা অর্জন করে।

আবার উল্টো দিকে আমি যদি শুধুমাত্র পরিস্থিতিকে অভিজ্ঞতা অর্জনের জন্য বেছে নিই, তাহলে আমাদের থেকে যারা বড়, যাদের কাছ থেকে আমরা জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছি, তাদের অভিজ্ঞতাকে ছোটো করা হয়। সুতরাং জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের জন্য, এই দুটি ক্ষেত্রকেই আমাদের গুরুত্ব দিতে হবে।

উদাহরণস্বরূপ আমি প্রথমে পরিস্থিতির কথা বলবো। অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে পরিস্থিতিরর গুরুত্ব বোঝাতে গিয়ে আমি নিজেরই উদাহরণ দেবো। আমাদের কষ্টের সময় অনেকেই বলে থাকেন, তারা আমাদের কষ্ট বুঝতে পারছে। কিন্তু আসলেই এরকমটা হয় না, যতক্ষণ না সেই ব্যক্তি সেই পরিস্থিতির মধ্য দিয়ে যায়।

IMG_20240427_105301_110924.jpg

মাকে ছাড়া থাকাটা অনেক কষ্টের, এই কথাটা অনেকের মুখেই শুনেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে অনুভব করতে পেরেছি তখনই যখন নিজের মা কে হারালাম। আর বাস্তব জীবন সম্পর্কে অভিজ্ঞতা তখন থেকেই শুরু হলো। সময়ের অনেক আগে থেকেই অনেক বেশি ম্যাচিওর হয়ে গেলাম। তাই এই ক্ষেত্রে বলা যেতে পারে বয়স নয় বরং পরিস্থিতি আমাকে ম্যাচিওর করেছে।

ম্যাচুরিটি তৈরি হওয়ার ক্ষেত্রে সময়কেও আমি সমান গুরুত্ব দিই। কারণ সংসার জীবনে শুরুর দিকে এমন অনেক সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, যেগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তবে আজ সেই সমস্যাগুলো হওয়ার আগেই আমি সমস্যা গুলোকে এড়িয়ে যেতে পারি এবং এটা সম্ভব হয়েছে একটাই কারণে, সেটি হল সময়।

সংসার করার সময় যত বেড়েছে, আমার অভিজ্ঞতা তত বেড়েছে। যার ফলে এখন ছোটো ছোটো সমস্যা গুলোর সমাধান খুব সহজেই করতে পারি। যেগুলো শুরুর দিকে আমার জন্য অনেক বড় সমস্যা ছিল। সুতরাং ব্যক্তিগতভাবে আমি মনে করি, অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সময় এবং পরিস্থিতি কোনোটিকেই বাদ দেওয়া সম্ভব নয়।

1672344690977_010726.jpg

"Do you believe older people can also learn so many things from youth? Justify."

IMG_20240427_105221_110955.jpg

একদমই আমি এটাতে বিশ্বাসী যে বয়স্ক মানুষদেরও তাদের থেকে ছোট মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন যাপনেও অনেক পরিবর্তন এসেছে। আমরা যখন একদমই ছোটো ছিলাম তখন আমাদের সারাটা দিন খেলাধুলার মধ্যে দিয়ে পার হতো।

কিন্তু হিসাবে করলে মাত্র কয়েক বছরের মধ্যেই অনেক কিছু বদলে গেছে। আজকাল বাচ্চাদের খেলা কম্পিউটার এবং মোবাইলেই সীমাবদ্ধ। গ্রামের দিকে যদিও বাচ্চারা একে অন্যের সাথে খেলা করে সময় কাটায়, তবে শহর এলাকায় তা একেবারেই চোখে পড়ে না।

ঠিক উল্টোদিকে যদি ভাবি তাহলে বয়সে বড় হলেও, ঐ বাচ্চাগুলোর থেকে আমরা আধুনিক প্রযুক্তি অনেক কম জানি। আর আমাদের বাবা-মায়েরা আমাদের থেকেও আরও অনেক কম জানে। আমরা এই দুই জেনারেশনের মাঝখানে পড়ে গেছি।

যেখানে আমরা ছোটদের থেকে শিখছি, আবার আমাদের থেকে যারা বড় তাদেরকে শেখাচ্ছি। কারণ আধুনিক যুগে বেশ কিছু পরিবর্তন আসার ফলে, প্রযুক্তি সাহায্য ছাড়া আমাদের প্রয়োজনীয় অনেক কাজই করা সম্ভব নয়।

ফলতো অনেক প্রাপ্তবয়স্ক মানুষদের প্রয়োজনের তাগিদেও অনেক কিছু শিখতে হচ্ছে ছোটদের কাছ থেকে। আবার অনেকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে উৎসাহ কাজ করে, তাই তারা নিজে থেকে এগিয়ে এসে, বাচ্চাদের কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করে।

শেখার আসলে কোনো শেষ নেই, আর শেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। তাই শেখার আগ্রহ যদি নিজের মধ্যে থাকে তাহলে যে কোনো বয়সের মানুষের কাছ থেকেই আমরা ভালো কিছু শিখতে পারি।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল ম্যাচিউরিটির সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত, যেটা কনটেস্টে জিজ্ঞাসিত প্রশ্ন গুলোর মাধ্যমে, নিজের মতন করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের সকলের আমার পোস্ট পড়ে কেমন লাগলো, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 12 days ago 

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর তৃতীয় সপ্তাহে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনার সম্পন্ন পোস্ট এর উত্তর গুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে আপনি একদম ঠিক বলেছেন ম্যাচুরিটি তখনই বোঝা যাবে যখন যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে কারো সাহায্য লাগবে না।

Loading...
 12 days ago 

আসলে আমাদের বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুর সংজ্ঞাও আমাদের কাছে পাল্টে যায়। সময়ের সাথে সাথে বিভিন্ন জিনিসের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার কারণেই হয়তো এমনটা হয়ে থাকে। আপনার ক্ষেত্রেও হয়তো একারনেই ম্যাচিউরিটির মানেও পাল্টে গেছে।

এবিষয় গুলোর সাথে আমিও আপনার সাথে একমত যে, শুধুমাত্র বয়সের সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বাড়ে। আসলে পরিস্থিতি আমাদেরকে আর অনেক বেশি দ্রুত অভিজ্ঞ করে তুলে।
ঠিকই বলেছেন যে, শেখার কোন বয়স নেই। আমরা যেমন বাচচাদের শিখাচ্ছি তেমনিভাবে আমরাও প্রতিনিয়ত তরুনদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস শিখতেছি।

আপনি এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

 12 days ago 
  • দিদি, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর লেখার মাধ্যমে জ্ঞানার্জনের সুযোগ করে দেওয়ার জন্য।

উদাহরণস্বরূপ আমি প্রথমে পরিস্থিতির কথা বলবো। অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে পরিস্থিতিরর গুরুত্ব বোঝাতে গিয়ে আমি নিজেরই উদাহরণ দেবো। আমাদের কষ্টের সময় অনেকেই বলে থাকেন, তারা আমাদের কষ্ট বুঝতে পারছে। কিন্তু আসলেই এরকমটা হয় না, যতক্ষণ না সেই ব্যক্তি সেই পরিস্থিতির মধ্য দিয়ে যায়।

  • আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ সহমত কারন এটাই চিরন্তন সত্য। একজনের কষ্ট অন্যজন কখনই অনুভব করতে পারে না। সান্ত্বনা দেিয়া তাগিদে হয়তো আমাদের বলে, যে আমাদের কষ্ট সে বুঝতে পারছে কিন্তু বাস্তবে এমনটা কখনও হয় না।

  • বারবার বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে করতে একজন মানুষ অভিজ্ঞ ও সেই সাথে পরিপক্ব হয়ে ওঠে। আপনি আপনার লেখার মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করেছেন যেটা পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পারলাম।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Experience is the key to keep growing and actually we can get experience either from circumstances or age. I believe it is actually both of them we can get it from or what do you think?

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61497.86
ETH 2992.94
USDT 1.00
SBD 3.69