"বাড়িতে তৈরি সয়া চিলির ( Soya Chilli) রেসিপি"

in Incredible India4 days ago
Black & Yellow Digital Marketing Facebook Cover_20260119_204028_0000_084040.png
"Edited by Canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

অনেকদিন বাদে আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিতে মূল উপাদান হিসেবে আমি যেটা ব্যবহার করেছি সেটি হলো,-"সয়াবিন"।

যে সকল মানুষেরা নিরামিষ ভোজী, প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সয়াবিন তাদের জন্য একটা ভালো অপশন। সয়াবিন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খুব সহজেই তৈরি করা যায়।

এমনকি যারা নিজেদের ওজন নিয়ে সতর্ক থাকেন, তাদের জন্যও কিন্তু সয়াবিন খাওয়া যথেষ্ট উপকারী। এতে ফাইবার ও প্রোটিন থাকে, ফলতো এটা খেলে পেট ভরা থাকে এবং মেটাবলিজম বাড়িয়ে দিয়ে এটি কিন্তু ফ্যাট কমাতেও সাহায্য করে। এছাড়াও সয়াবিনের অন্যান্য আরও অনেক উপকারিতা রয়েছে।

ব্যক্তিগতভাবে সয়াবিন আমার নিজেরও ভীষণ পছন্দের। এর আমিষ ও নিরামিষ উভয়পদই আমি ভীষণ পছন্দ করি। এমন কি সয়াবিন রান্না করতেও আমার বেশ ভালো লাগে। কয়েকদিন আগে একটু ভিন্নভাবেই সয়াবিন রান্না করেছিলাম।

বিশেষ করে রুটি দিয়ে সয়াবিনের "সয়া চিলি" পদটি খেতে ভীষণ ভালো লাগে। যাইহোক আশাকরি আপনাদের অনেকেরই এই রেসিপিটি প্রিয়। চলুন আমি বাড়িতে কিভাবে "সয়া চিলি" তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি, -

1672344690977_010726.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করবো, সয়া চিলি রেসিপিটি তৈরি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছিলাম,

নংউপকরণপরিমাণছবি
১.সয়াবিন১ প্যাকেট (২০০ গ্রাম)IMG_20251208_212417.jpg
২.ক্যাপসিকামঅর্ধেক(সাইজে ছোটো হলে ১ টা)IMG_20251203_122911.jpg
৩.পেঁয়াজ১টা মাঝারি সাইজেরIMG_20251203_122935.jpg
৪.আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা৩ চা চামচIMG_20251208_215605.jpg
৬.টমেটো সস১ চা চামচIMG_20251202_204652.jpg
৭.সয়া সস১ চা চামচIMG_20251202_204704.jpg
৮.চিলি সস১ চা চামচIMG_20251202_204659.jpg
৯.বিরিয়ানি মশলা১ চা চামচIMG_20251203_151248.jpg
১০.কর্নফ্লাওয়ার২ চা চামচIMG_20251202_204710.jpg
১১.সাদা তেল৬-৭ চা চামচ
১২.গোলমরিচ গুঁড়ো১ চা চামচIMG_20250826_191603_123842.jpg
১৩.আদা ও রসুন কুচি১ চা চামচIMG_20251208_222202.jpg
১৪চেরা কাঁচালঙ্কা২-৩ টেIMG_20251203_123004.jpg
১৫.ধনেপাতা কুচি৩ চা চামচIMG_20251221_202305.jpg
১৬.লবনস্বাদ অনুসারেIMG_20251124_215948.jpg
১৭বাটার১ চা চামচIMG_20251203_143634.jpg
১৬.সাদা তিল½ চা চামচIMG_20251202_212615.jpg

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

IMG_20251208_212417.jpg

IMG_20251210_181330.jpg

সবার প্রথমে সয়াবিন গুলোকে প্যাকেট থেকে বের করে, একটি পাত্রের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি সফলা সয়াবিন ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির সয়াবিন নিতে পারেন।

1672344690977_010726.jpg

IMG_20251208_215023.jpg

সয়াবিন গুলো ভালোভাবে সেদ্ধ হলে, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ভালো করে জলটা নিংড়ে নিতে হবে। যাতে ভিতরে জল না থাকে।

1672344690977_010726.jpg

IMG_20251208_222154.jpg

IMG_20251208_222202.jpg

এরপর পেঁয়াজ এবং ক্যাপসিকাম গুলোকে টুকরো করে কেটে নিতে হবে। যেমনটা আমরা চিলি চিকেনের ক্ষেত্রে ব্যবহার করি। এরপর আদা এবং রসুন আলাদা ভাবে কুচিয়ে রেখে দিতে হবে, তার সাথে কাঁচালঙ্কাগুলোকে টুকরো করে কেটে রাখতে হবে, তাহলে রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না।

1672344690977_010726.jpg

IMG_20251208_215121.jpg

এবার সয়াবিনের মধ্যে পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো ও বিরিয়ানি মসলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যাতে সমস্ত কিছু সয়াবিনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়।

1672344690977_010726.jpg

IMG_20251208_215605.jpg

IMG_20251208_215736.jpg

IMG_20251208_215855.jpg

এরপর মসলা মাখিয়ে রাখা সয়াবিনের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সমস্ত রকম সস ভালোভাবে মেখে নিতে হবে। সয়াবিন গুলোকে অবশ্যই হাতের সাহায্যে মাখবেন, তাহলেই ভিতরে সমস্ত মসলা গুলো ঢুকবে এবং সয়াবিনের যে নিজস্ব গন্ধ আছে সেটা বোঝা যাবে না।

1672344690977_010726.jpg

IMG_20251208_220056.jpg

IMG_20251208_220141.jpg

সবশেষে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই সোয়াবিনের মধ্যে একটা ডিমও দিতে পারেন, তবে আমি ডিম ব্যবহার করিনি।

1672344690977_010726.jpg

IMG_20251208_221204.jpg

IMG_20251208_221208.jpg

এবার এই সয়াবিন গুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি চান তাহলে চিকেন পকোড়ার মতন ডুবো তেলেও ভাজতে পারেন। তবে আমি যেহেতু তেল একটু কম দিতে চাইছিলাম, তাই আমি কড়াই এর মধ্যে সামান্য তেল দিয়ে সয়াবিন গুলোকে এদিক ওদিক নাড়িয়ে কম আঁচে ভেজে নিয়েছিলাম।

1672344690977_010726.jpg

IMG_20251208_222158.jpg

IMG_20251208_222412.jpg

IMG_20251208_222424.jpg

IMG_20251208_222450.jpg

সমস্ত সয়াবিন গুলো ভেজে নেওয়া হয়ে গেলে, অন্য আর একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে বাটার গরম করে, প্রথমেই আদা রসুন কুচিটাকে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। তার মধ্যে কাঁচালঙ্কার টুকরোগুলো দিয়ে দিতে হবে। এরপর বাকি পদ্ধতিটা চিলি চিকেন এর মতনই। এরপর টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম গুলো দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20251208_222958.jpg

এরপর যে পাত্রে সয়াবিন গুলো মেখে রাখা হয়েছিলো তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, পাত্রের গায়ে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে, ওই জলেই টমেটো সস, সামান্য চিলি সস, ও সয়া সস দিয়ে, কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিতে হবে।

1672344690977_010726.jpg

IMG_20251208_223508.jpg

এই জলটা দেওয়ার কিছুক্ষণ পরেই ঝোলটা মোটামুটি গাঢ় হতে থাকবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে সয়াবিন গুলোকে মাখা হয়েছিলো। আমি আর আলাদা করে জল বা কর্নফ্লাওয়ার কোনোটাই ব্যবহার করিনি। তবে আপনাদের যদি মনে হয় সামান্য বেশি জল দিয়ে, আরও একটু কর্নফ্লাওয়ার গুলে দিলে ঝোলটা গাড় হবে, তাহলে আপনারা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন।

1672344690977_010726.jpg

IMG_20251208_224912.jpg

IMG_20251208_225105.jpg

ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে নামিয়ে রাখা সয়াবিন গুলোকে ঝোলের মধ্যে দিয়ে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা ধনেপাতা গুলো ছড়িয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সামান্য চিনিও ছড়িয়ে দিতে পারেন।

1672344690977_010726.jpg

IMG_20251208_225307.jpg

IMG_20251208_225318.jpg

যাইহোক সবশেষে গ্যাসের ফ্রেম বন্ধ করে সামান্য সাদা তিল উপর থেকে ছড়িয়ে দেবেন। তিল দেওয়াটা অবশ্যই আপনাদের পছন্দ, তিল না থাকলে দেবেন না তাতেও স্বাদ কম হবে না।

1672344690977_010726.jpg

IMG_20251208_225311.jpg

ব্যাস এই ভাবেই চটজলদি তৈরি করেছিলাম সয়া চলি রেসিপিটা খুবই সাধারণ এবং ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা যায়। তবে এর স্বাদ কিন্তু চিলি চিকেনের থেকে কোনো অংশে কম নয়। এর পূর্বে আমি চিলি পনিরের রেসিপিও শেয়ার করেছিলাম। বিশেষ করে নিরামিষ ভোজীদের জন্য পনির এবং সয়াবিন এই দুটো কিন্তু খুব ভালো অপশন।

তাই আপনারা পেঁয়াজ এবং রসুন বাদ দিয়ে সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। আশাকরছি আপনাদের খেতে মন্দ লাগবে না। যাইহোক ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।

Sort:  
Loading...

lirvic.png
Curated by : @lirvic

 3 days ago 

Thank you for your support @lirvic. 🙏