"হঠাৎ করে আবার যেতে হলো গ্রামের বাড়িতে"
![]()
|
|---|
Hello,
Everyone,
গতকাল দুপুরবেলায় গুরুত্বপূর্ণ একটি কাজে তাড়াহুড়ো করে আবার যেতে হয়েছিলো গ্রামের বাড়িতে। আগে থেকে প্ল্যান থাকলে সেই ভাবে সমস্ত কাজ সেরে নেওয়া যায়, কিন্তু হঠাৎ করেই যখন কাজ এসে পড়ে, তখন আর কোনো কিছু প্ল্যান না করেই বেরিয়ে যেতে হয়। গতকাল ছিল এমনই একটা দিন।
সকালে শুভর জন্য রান্না করতে ব্যস্ত ছিলাম, সেই সময় হঠাৎ করে আমাদের গ্রামের নির্বাচিত বিএলও ফোন করে জানালো, এসআইআর এর জন্য জমা দেওয়া আমার ফর্মটি ফেরৎ এসেছে। কারণ সেখানে আমার বাবার নাম ভুল এসেছে। যদিও জমা দেওয়ার সময় সঠিক দেওয়া ছিলো। পরবর্তীতে এন্ট্রি করার সময় টাইপিং মিসটেক করেছে, সুতরাং আমাকে আমার অরিজিনাল কাগজপত্র নিয়ে বিএলও র বাড়িতে যেতে হবে।
![]()
|
|---|
তাই শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর, বাড়ির মোটামুটি কাজ-গুছিয়ে নিয়ে, ট্রেন টাইম দেখে ১:৪০ মিনিটের ট্রেনটা ধরবো এটাই ঠিক করলাম।এরপরর আমি কমিউনিটিতে চলমান contest এর সম্পূর্ণ ডিটেইলস বের করে অ্যাডমিন ম্যামকে সেটা মেইল করে পাঠানোর কাজ শেষ করলাম।
![]()
|
|---|
তারপর স্নান সেরে, পুজো দিয়ে খাওয়া শেষ করলাম। তার কিছুক্ষণ বাদে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে টিকিট কেটে প্লাটফর্মে উঠতে গিয়ে দেখলাম, উল্টো দিকে একটা ট্রেন বেরিয়ে গেলো। যদিও আমার ট্রেনের টাইম তখনও হয়নি।
![]()
|
|---|
আমি আমার নির্দিষ্ট স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে এলো। মোটামুটি ভিড় ছিলো ট্রেনে। বসার জায়গা আমি পাইনি, তাই দাঁড়িয়ে ই পৌঁছে গেলাম মছলন্দপুর স্টেশনে। সেখান থেকে সোজা গেলাম আমার বান্ধবীর বাড়িতে।
![]()
|
|---|
ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যাতে তৈরি থাকে। সেখানে গিয়ে আর দেরি না করে সাইকেল নিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম বিএলও র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের দিকে ঠান্ডা অনেক বেশি, বিকাল বেলাতেই রাস্তা একেবারেই শুনশান ছিলো।
সেখানে গিয়ে বেশ কিছুটা সময় ব্যয় হলো, কারণ সার্ভারের সমস্যা হচ্ছিলো। ফলতো কাজটা হতে অনেকটাই সময় লাগলো। আমার বান্ধবী ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো। এরপর দুজনে মিলে ওদের বাড়িতে ফিরে, কিছুক্ষণ সময় গল্প করে কাটালাম।
![]()
|
|---|
কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে এলো এবং আমাকেও বাড়িতে ফিরতেই হতো তাই বেশি সময় ব্যায় করলাম না। কিন্তু আমার বান্ধবী আমাকে কিছু না খাইয়ে ছাড়বে না। তাই শুধু একটু চানাচুর খেয়ে রওনা দিলাম। আবার অটো ধরে পৌঁছে গেলাম মসলন্দপুর স্টেশনে।
![]()
|
|---|
ততক্ষণ ঠান্ডা পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ধরে দত্তপুকুর নামলাম। বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পর খিদে পেয়ে গিয়েছিলো। তাই একটু মুড়ি মামলার। একটা সেদ্ধ আলু ছিলো, সেটাও দিয়ে দিয়েছিলাম। অনেকদিন বাদে এইভাবে মুড়ি মাখা খেতে বেশ ভালোই লাগছিলো।
![]()
|
|---|
তারপর নিজের রুটিন মাফিক কাজগুলো শেষ করে নিয়ে রাতের বেলায় একটু আইসক্রিম খেলাম। যদিও ভীষণ ঠান্ডা, কিন্তু তৎসত্ত্বেও খেতে খুব একটা মন্দ লাগলো না। কোনো প্ল্যান ছাড়াই গতকাল বিশেষ কাজে আরও একবার নিজের গ্রামে গেলাম এবং বান্ধবীর সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পেলাম। এভাবেই কালকের দিনটা ব্যস্ততার মধ্য দিয়ে পার হয়েছিলো। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।








