শীতকালে শাকসবজির বাজার নিয়ে কিছু কথা।

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই,
আশা করি সবাই অনেক ভাল আছেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। শীতকালে শাকসবজির বাজার নিয়ে কিছু কথা।

IMG_20241203_115313.jpg

আপনারা তো সবাই জানেন যে শীতের সময় শাকসবজি সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এই সময়টায় শাকসবজির সময় এখন বেশিরভাগ শীতকালীন শাকসবজি পাওয়া যায়। এ সময় শাকসবজির দাম একটু কম থাকে তারপরও আপনি যখন বাজারে শাকসবজিতে যাবেন তখন দেখবেন যে শাকসবজির দাম অধিক বেশি।

IMG_20241203_115301.jpg

এর কারণটা কি কারণ যখন কৃষকের কাছ থেকে শাকসবজি কিনে নেওয়া হয় তখন খুবই কম দামে শাকসবজি কেনা হয় কিন্তু যখন আমাদের মতন সাধারণ মানুষের কাছে আসে তখন এই শাসকদের দাম দুজন দামে বিক্রি করা হয়।

শুধুমাত্র একটি কারণ কারণ একটি হাত থেকে অনেকগুলো হাত বদল হয়ে এই শাক-সবজি গুলো আমাদের হাতে এসে পৌঁছায় এর কারনে এর দামটা একটু দীর্ঘদিন ধরেই যায় যতই কম দামে কেনা হোক না কেন আমাদের হাত পর্যন্ত আস্তে আস্তে দামগুলো অনেক বেড়ে যায়।

IMG_20241203_115253.jpg

সেটা সময় শাকসবজি মানুষের কাছে অনেক বেশি প্রিয় হয়ে ওঠে কারণ এই সময়ে শাকসবজি পরিমাণে পাওয়া যায় এবং শাকসবজি মানুষের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় উক্তি জিনিস যেটা প্রত্যেকটা মানুষই পছন্দ করে। আপনার বাসায় আপনি যা কিছুই রান্নাবান্না করেন না কেন। আপনার খাবারের সাথে যে কোন ধরনের একটি সবজি থাকবেই।

কিন্তু এই শীতকালের শাকসবজির বাজার আস্তে আস্তে এস এ পরিমানে বেড়ে যায় যেটা আমাদের সাধারণ মানুষের ধারা ছাড়া ধরাছোঁয়ার বাইরে চলে যায় এর একটি মাত্র কারণ যে বিভিন্ন ধরনের হাত বদল হওয়ার কারণে বিভিন্ন ধরনের কারণে এই শাকসবজির বাজারটি ব্যাপক করে মানে বেড়ে যায় যেখানে এখন শাকসবজির দাম অনেক কম থাকার কথা সেখানে শুধুমাত্র বেড়ে যায় এটা আর কমে না।

IMG_20241203_115245.jpg

কিন্তু যাদের এই শাকসবজি দাম পাওয়ার কথা তারাই এর শাকসবজির দাম কি পায় না কৃষক যদি এই শাক সবজির দাম একটু বেশি পরিমাণে বিক্রি করে তাহলে তো আমাদের সাধারণ মানুষের কাছে আসতে আসতে এই শাকসবজির দাম আকাশ ছোঁয়া হয়ে যায়।

আপনারা যারা বাজার ঘাট করেন তারা শুধু বলতে পারবেন যে এখন এই শীতের সময় শাকসবজির দাম কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শীতের সময় এমন কোন শব্দ পাওয়া যায় না যেটা হয়তো নাই এর শীতের সময় সকল ধরনের স্বার্থের বাজারে পাওয়া যায় কিন্তু আমাদের নাগালে কোন শাকসবজির দামি নাই সবকিছু দামি বৃদ্ধি।

আজকে আমি আপনাদের সাথে শাকসবজি বাজার নিয়ে কিছু কথা শেয়ার করেছি যদি এর ভিতর কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

আসলে শীতের সময় আমরা বাজারে অনেক সবজি দেখতে পাই। ঠিক আপনি যে সবজির ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন সেই অনুযায়ী। কি আর বলব বর্তমানে বাংলাদেশে চাষীদের ন্যায্য দাম তারা পায় না। এক হাত থেকে অন্য হাতে আসতে আসতে সবজির দাম অনেক বৃদ্ধি হয়ে যায়। হয়তোবা চাষীদের খরচের টাকাও তুলতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। তার পাশাপাশি এই শীতে অনেক সবজি নষ্ট হয়ে যায় ঠান্ডার কারণে। যাই হোক সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এই সময়ে অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং দাম তুলনামূলকভাবে কম থাকে। তবে এবার শাক সবজির দাম কমার বদলে বেড়ে গিয়েছে অনেক। তবে খারাপ লাগার বিষয় হলো প্রকৃত কৃষক তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায় না। মধ্যস্ত ব্যবসায়ীদের হাত বদলের মাধ্যমে মূল্য অনেক যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয় নিয়ে লেখা শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

শীতকাল মানে বিভিন্ন রকমের শাকসবজি। তবে শীতের প্রথম দিকে সবজির দাম একটু বেশিই হয়। শীতকাল আমার ভীষণ প্রিয়। শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। শাকসবজি নিয়ে আপনি আজকে একটা খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।