ভাই ভাইয়ের সম্পর্কের নিয়ে কিছু কথা।

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, ভাই ভাইয়ের সম্পর্কের নিয়ে কিছু কথা।

একটি পরিবারের যদি দুটি ছেলে সন্তান থাকে, তাহলে সেই সংসারে কোনদিনই খারাপ একটি পচায় যেতে পারে না, একটি সংসারের মাথা হল বাবা যদি এই বাবার কোনোদিন কিছু হয়ে যায়, তাহলে ওই পরিবারটি সামাল দেওয়ার জন্য একজন মানুষ অবশ্যই থাকবে, সেটা হল আমাদের বড় ভাই।

children-4894710_1280.jpg
Src

বড় ভাই এমন একটা জিনিস যেটা হয়তো যারা দুই ভাই আছেন তারাই শুধু বলতে পারবেন এই বড় ভাই কি না করতে পারে তার ভাইয়ের জন্য আসলে যখন ছোট ভাই কোন বিপদে পড়ে যদি আর কেউ ছুটে আসুক বা না আসো অবশ্যই দেখবেন সে বড় ভাই ছুটে আসবে।

বড় ভাই ছোটে আসার একটি কারণ এটা যে রক্তের সাথে সংযুক্ত হয়ে আছে ছোট ভাইয়ের এর কারনে ছোট ভাইয়ের যদি কোনদিন কিছু হয়ে যায় বড় ভাই কোনদিন ফিরে বসে থাকতে পারবে না, আবার যদি বড় ভাইয়ের কিছু হয়ে যায়।

দেখবেন ওই ছোট ভাই কোনদিনই এক জায়গাটি ভালোভাবে বসতে পারবে না। সব সময় যেন চিন্তাভাবনা করবে যে কিভাবে আমার ভাইকে সাহায্য করা যায় কিংবা কিভাবে আমার ভাইকে বিপদ থেকে উদ্ধার করা যায়।

ভাই ভাইয়ের সম্পর্কটা অনেক মধুর একটি সম্পর্ক হয়ে থাকে এই সম্পর্ক খুব সহজে ভাঙা যায় না, এ সম্পর্ক যদি কোনদিন ভেঙে যায় তাহলে দেখবেন সে ভাই ভাইয়ের মুখ দেখাতে কি থাকে না, তাদের দুই ভাইয়ের প্রতি সবসময় জন্য মারামারি লেগেই থাকে।

brothers-1985820_1280.jpg
Src
আমার জানামতে ভাই ভাইয়ের সাথে কোনদিনই কোন কারণবশত ঝগড়া মারামারি কোনদিনই করে না যদি অতিরিক্ত কোন বিষয় এক ভাই আরেক ভাইয়ের কাছে খারাপ লেগে থাকে তখনই ভাই ভাইয়ের ভিতরে গন্ডগোল ফ্যাসাদ শুরু হয়ে যায়।

ভাই ভাইয়ের সম্পর্কটা যদি আপনারা বলেন যে কিভাবে মধুর সম্পর্ক হতে পারে, যারা দুই ভাই আছে তাদের কাছে শুনে দেখবেন যে ভাই ভাইয়ের সম্পর্কটা কিভাবে মধু সম্পর্ক হয়ে থাকে।

babies-772439_1280.jpg
Src
আমি লোকের কথা বলবো না আমার নিজের কথাই বলে আমার বড় ভাইকে আমি অনেক ভালবাসি কেননা আমার বড় ভাইয়ের উপরে আজ পর্যন্ত আমার যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে সেখান থেকে আমার জানামতে এমন কোন কাজ আমি করি নাই যাতে আমার ভাই কষ্ট পেয়ে থাকে।

আমার ভাইকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি যেটা হয়তো আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না এবং এও জানি আমার ভাইও আমাকে অনেকটাই ভালবাসে। আমার ভাইটা একটু রাগী যে কোন সময় যে কোন কিছু করে বসে কখন যে কি বলে বসে সেটা হয়তো সে নিজেও জানে না কিন্তু আমি যতই আমার ভাইয়ের সাথে রাগ করি না কেন আমি যেন তার সাথে কথা না বলে থাকতেই পারে না।

যাইহোক বন্ধুরা আজকে ভাই ভাই সম্পর্ক আমি কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Hi vaiya ami ki apnar shathe kaj korte pari pz 😓🙏
help me🙏

 last year (edited)

আপনি যদি কাজ করতে চান তাহলে আমাদের কমিউনিটি জয়েন্ট হয়ে যান এবং কমিউনিটির সকল টুলস মেনে আপনি কাজ করতে পারেন, তার জন্য আপনাকে অবশ্যই আমাদের কমেন্টের রুলস গুলো দেখে আসতে হবে, এবং ডিসকার্ড এ জয়েন্ট হন তাহলে আপনি কিভাবে কাজ করবেন সকল বিষয় জানতে পারবেন।

ভাইয়া আমি এখানকার কোন কাজই বুঝি না প্লিজ আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোন কিছু দিয়ে আমাকে হেল্প করতেন তাহলে আপনার সাথে আমি কন্টাক করতে পারতাম ওখান থেকে সবকিছু বুঝে নিতাম আর আমার আরো মেম্বার আছে যদি আপনি করেন আমারে হেল্প করেন তাহলে আমি ওদেরকেও আমাদের সাথে কানেক্ট করব ইনশাল্লাহ

 last year (edited)

প্রিয় বন্ধু এভাবে তো কন্টাক করা যায় না আপনি আমার কমিউনিটির জয় করেন এবং ওখানে ডিসকর্ডে জয়েন করুন তাহলে আপনি সকল কিছু ডিসকোড থেকে জানতে পারবেন আপনাকে হেল্প করার জন্য অনেক আছে, আর দয়া করে এখানে কিছু বলবেন না।

 last year 

পৃথিবীতে মধুর সম্পর্ক যদি বলা হয় সেটা হচ্ছে ভাই বোনের।। আর আপনি বড় ভাই নিয়ে খুবই চমৎকার ভাবে লেগেছেন।। এটা একদম সঠিক বলেছেন পরিবারের বাবা চলে গেলে সেই দায়িত্ব বড় ভাই এর উপর পড়ে।। আমার বড় ভাই আছে আর তার জন্য আমি যে কত সাহায্য পাই সেটা বলে বুঝানোর মতো না।। বাসার যে কোন কাজ সেই করে থাকে আমার তেমন করতে হয় না, এটাই হচ্ছে বড় ভাই।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি এই ভাই ভাই সম্পর্কে পোস্টটি অনেক সুন্দর করে পড়েছেন এবং আপনার মূল্যবান মতামতটা চমৎকারভাবে কমেন্ট করে আমাকে জানিয়েছেন ‌

 last year 

জি ভাই আপনার পোস্টটা ভালই লেগেছে কারণ আমারও বড় ভাই আছে আর বড় ভাইয়ের দায়িত্ব আমি জানি।। অনেক সময় বড় ভাইয়েরা নিজের কষ্ট হলেও ছোটদেরকে বলে না।।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং অনেক সুন্দর একটি মন্তব্য আমাকে করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 last year 

আমরা প্রবাদ বাক্যে বলে থাকি, "ভাই বড় ধন রক্তের বাধন" জীবনে বড় ভাই থাকাটা অনেক জরুরী, যার একজন বড় ভাই আছে তার জীবনে অনেক কিছুই সহজ হয়ে যায়, বাবার পরে বড় ভাই এর উপরেই সংসারে দায়িত্ব এসে যায়, বিশেষ করে ছোট ভাইয়ের দায়িত্ব সে পালন করে থাকে, আপনি খুব সুন্দর ভাবে ভাই সম্পর্কে লিখেছেন, ধন্যবাদ

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আমার এই পোস্টটা অনেক মনোযোগ সহকারে পড়েছেন এবং ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করে এ সম্পর্কে খুব সুন্দর একটি কমেন্ট আপনি আমাকে করেছেন।

 last year 

ভাই বড় ধন রক্তের বাঁধন, পিতার পরে অমূল্য সম্পদ। বড় ভাই হচ্ছে সংসারের বটগাছ। বাবার যদি যেন কিছু হয়ে যায় তাহলে বড় ভাই সংসারের হাল ধরে। আর বর্তমান সময়ে ভাই ভাইয়ের মধ্যে তেমন একটা সমস্যা সৃষ্টি হয় না। সমস্যা সৃষ্টি হয় যখন দুজন বিয়ে করে তাদের পরিবার নিয়ে।

আমি ঠিক জানিনা আপনাদের ভাইয়ের মধ্যে তেমন কোন সমস্যা রয়েছে কিনা। তবে আশা করব এমন সমস্যা যেন কোন পরিবারেই না হয়। কেননা এ ধরনের সমস্যা অল্প থেকে সৃষ্টি হয়ে ভাই ভাইয়ের মধ্যে বড় রকমের মারামারি হয়ে যায়। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পৃথিবীর প্রত্যেকটা ভাই যেন তাদের ভাইকে নিয়ে ভালো থাকতে পারে। ধন্যবাদ ভালো থাকবেন।

 last year 

আসলে ভাই ভাই তো রক্তের বাঁধনে ভাই যদি বিপদে পড়ে তাহলে আরেকবার কখনো বসে থাকতে পারে না এটা হয়তো সবাই জানেন এর কারনে আমি ভাই ভাই সম্পর্কে এই পোস্টটি করেছি এবং আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আমার এই পোস্টটা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

মায়ের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের পরিবারের সাথে সম্পর্ক ভালো হয়ে থাকে। আর ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হচ্ছে আজীবনের। ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া। এর চাইতে ভাইয়ের কাছ থেকে পাওয়া হয়তো বা আর কিছুই হতে পারে না। ভাইয়ের সম্পর্ক কখনোই শেষ হবে না। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আজীবন থাকবে। আপনাকে অনুরোধ করবো লেখার পর লেখাটা একটু করে দেখবেন। তাহলে আপনার জন্য ভালো হবে।

 last year 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং অনেক সুন্দর করে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানিয়েছেন।

 last year 
  • ভাইয়ের সাথে সম্পর্ক নিয়ে নিজস্ব অনুভূতি আপনি খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন। তারজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে, একথা সঠিক। তবে মাঝে মধ্যে খবরে এমন ঘটনা শুনতে পাই, তাতে অবাক হই এটা ভেবে যে, একজন ভাই অন্য একজন ভাইকে কিভাবে খুন করতে পারে। তখন কি বিবেক জাগ্রত হয় না?

  • তবে আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কিছুটা হলেও জানি। আর সত্যিই ভালো লাগে এমন সম্পর্ক দেখলে। ঈশ্বর এমন ভাবেই আজীবন অটুট রাখুক আপনাদের সম্পর্ক, এই কামনা করি।

  • আপনার পোস্টের নীচে ব্যবহৃত #creativewriting হ্যাশট্যাগটি সঠিক নয়। ওটা পরিবর্তন করার অনুরোধ রইল। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আপনি আমার এই পোষ্টটি অনেক সুন্দর করে পড়েছেন এবং অনেক সুন্দর একটি মন্তব্য আপনি করেছেন, অবশ্যই যেন আমরা সারা জীবন এভাবেই থাকতে পারি সে দোয়াটি করার জন্য আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই।

আমার এই পোস্টের ভিতর যে আমাকে হ্যাশট্যাগটি ভুল হয়েছে এটি ধরিয়ে দিয়ে দিয়েছেন তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই।

 last year 

বড় ভাই বড় ভাই আমাদের জীবনে কি আমরা সেটি অনুভব করতে পারি কোন একটি বড় বিপদে পড়লে। বড় ভাই পিতার পরে আমাদের ছায়া দিয়ে থাকেন। বড় ভাই কখনো ছোট ভাইয়ের খারাপ চায়না। যার একটি ভাই আছে বড় তারা অনুভব করতে পারে বড় ভাই থাকা কতটা গুরুত্বপূর্ণ। যাইহোক বড় ভাই সম্পর্কে আপনার পোস্ট পড়ে অনেক আনন্দিত হলাম।

 last year 

আসলে বড় ভাই কখনো ছোট ভাইয়ের খারাপ চায় না বড় ভাই সবসময় জন্য চাইছে ছোট ভাইয়ের ভালোই যাতে হয়, যেটা ভালো হয় সেটা করার জন্য সবসময় জন্য বড় ভয় আদেশ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।

 last year 

পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। কিংবা ভাই ,ভাইয়ের সম্পর্ক। তবে আমার তো কোন ভাই নেই তাই ভাইয়ের সম্পর্ক আমি বলতে পারব না। তবে আমাদের বোনের বোনের সম্পর্ক অনেকটাই ভালো। আপনার পোস্টটা পড়ে আমার ভালো লাগলো। ভালো থাকবেন।

 last year 

ভাই বলেন আর বোন বলেন ভাই যেমন ভাইয়ের প্রতি একটি টান থাকে বোন বোনের প্রতি সামনেই টান থাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়েছেন।