আজকে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর মূহুর্ত

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় কিছু কথা ।

অনেকদিন পরে আজকে বন্ধুদের সাথে একটু ঘুরতে বাইরে ছিলাম, আসলে আজকে ঘুরতে বের হওয়ার কারণটা ছিল প্রত্যেক রবিবারে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে এর কারনে দুই তিনজন বন্ধু মিলে চিন্তা-ভাবনা করলাম যে আমরা তো বেশিরভাগ সময় বাসার ভিতরেই শুয়ে পড়ে দিন কাটায়।

IMG_20241027_172137.jpg

তাহলে আজকে একটু ঘুরে আসা যাক, পরে আমরা সকল বন্ধুদের মিলে গেলাম আমাদের এখানে অনেক সুন্দর একটি জায়গা আছে যে জায়গাটির নাম মইরন বিশাল হলে এখানে শান্ত পরিবেশ এবং খোলা আকাশ দেখতে খুবই ভালো লাগে এবং আকাশে যদি হালকা একটু মেঘ হয় তাহলে তো আরো জায়গাটা সুন্দর ফুটে ওঠে।

এ কারণে বন্ধুরা মিলে চলে গেলাম এবং গিয়ে এখানে একটি নদী কিংবা খাল আছে এর পাশে আমরা চার বন্ধু মিলে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং কিছু ছবি উঠালাম, অবশ্য বন্ধুরা যদি একসাথে থাকে তাহলে যদি ছবি নাও পাই তাহলে কেমন দেখা যায় এর কারণে আমি বললাম যে চলো সবাই মিলে কিছু ছবি উঠানো যায়।

IMG_20241027_172119.jpg

এবং এখান থেকে যে ছবিগুলো আমি উঠেছি সে ছবিগুলোই আজকে আমার এই পোস্টের ব্যবহার করছি, আসলে বন্ধুরা মিলে যদি এক কোন এক জায়গায় যাওয়া হয় তাহলে সেই জায়গাটার আনন্দটা আরো যেন বেশি হয়ে যায় কারণ বন্ধুরা মিলে আনন্দ করার মজাটাই অন্যরকম।

যে মজা হত আর কোন জায়গায় পাওয়া যাবে না কারণ বন্ধুদের সাথে আড্ডা মারা যে মজাটা আপনি পাবেন সে মজাটা হয়তো অন্য কোন আড্ডা মেরে পা ফেলবেন না আরো যদি সকল বন্ধু এক বয়সী হই তাহলে তো আর কথাই নাই।

আমরা যে কয়েকজন বন্ধু আজকে ঘুরতে গিয়েছিলাম প্রায় সবাই এক বয়সে খালি একজনের বয়স একটু বেশি তারপরও যখন একসাথে আড্ডা দেই তখন সেটা কোন সমস্যা হয় না,

IMG_20241027_172044.jpg

আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চেনা পছন্দ করেন বলেন আমি মনে করি আমার মত না আপনারাও বন্ধুদের সাথে আড্ডা দিতে অবশ্যই পছন্দ করেন এ কারণে যখনই আমি সময় পাই তখনই চিন্তা ভাবনা করি যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে ঘুরে আসব কিন্তু সময় হয়ে ওঠে না।

আজকে হঠাৎ করে সময় হয়ে উঠেছিল এবং চারজন বন্ধুই এক জায়গাটি ছিলাম বলেই আজকে একটু ঘুরাঘুরি করতে গিয়েছিলাম এবং এই ঘোরাঘুরি মুহূর্ত অনেক সুন্দর ছিল ।

IMG_20241027_172037.jpg

আপনারাও আপনাদের বন্ধুদের সাথে ঘোরাঘুরি কিংবা আড্ডা দিলে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last year 

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা সময় কাটানোর সবকিছুই ভালো লাগে। তবে ছুটির দিনে একটু ঘুরতে বেরোতে ভালই লাগে। এরকম খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে প্রত্যেকেরই ভালো লাগবে। বন্ধুদের সাথে ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্ত সত্যি একটি আনন্দ নিয়ে আসে আমাদের মনে যে আনন্দ অন্য মানুষের সাথে ঘুরেফিরে পাওয়া যায় না বন্ধুদের সাথে সময় কাটানো আমি এখন অনেক বেশি মিস করি আপনার আজকের এই পোস্ট দেখে আমার বন্ধুদের কথা অনেক বেশি মনে পড়ছে যাই হোক বন্ধুদের সাথে কিছুটা ভালো সময় পার করার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।