আমার হাতের আঁকা ফলের ঝুড়ি।

in Incredible Indialast year (edited)

20221122_185421.jpg

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।দেখতে দেখতে শীতকাল চলে এলো।শীতকালে আমরা অনেক রকম সবজি,ফল,ফুল দেখতে পাই।আমার তো বেশ ভালোই লাগে শীতকাল।

তবে যখন সকালবেলায় উঠতে হয় তখন খুব কষ্ট হয়।আজ সকাল থেকেই ভাবছি আমি তো আপনাদের সাথে ফলের ঝুড়ি কোনো দিন একে দেখাই নি।তাহলে আজ ফলের ঝুড়ি একে দেখাবো।

তো আসুন আজ আমি কী করে ফলের ঝুড়ি আঁকলাম তা আপনাদের কে বলবো।

আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের আঁকার খাতা।
২)টু বি পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)মোম রং।
৬)ব্লেক বর্ডার পেনসিল।

20221122_185707.jpg

পদ্ধতি:-

১)প্রথমে খাতার চারিদিকে একটা বক্স করলাম।
২)খাতার মাঝখানে একটু বেঁকিয়ে একটা দাগ টানলাম।
৩)বেঁকানো দাগের দুপাশ দিয়ে নীচের দিকে দুটো দাগ টানলাম।
৪)লম্বা দাগ দুটোর নীচে একটা দাগ টেনে দুটো দাগের মুখ জুড়িয়ে দিলাম।

20221122_233353.jpg

৫)ঝুড়ির ওপরে গোল করে ওপরের দিকটা একটু বেঁকিয়ে একটা আপেল করলাম।
৬)তারপরে আপেলের ঠিক পাশ দিয়ে একটা কলা করলাম।
৭)কলার ঠিক পাশ দিয়ে অনেক গুলো ছোটো ছোটো গোল করে আঙুর করে,মাথার ওপরে দুটো ছোটো ডান্ডি করে,ডান্ডি গা ঘেঁষে একটা পাতা করলাম।
৮)আঙুরের ঠিক মাথার ওপর দিয়ে একটা গোল করে ঝুড়ির পাশে গিয়ে দাগটা জুড়িয়ে দিলাম।

20221122_233418.jpg

৯)তারপরে আপেলের ঠিক ওপর দিয়ে একটা দাগ টেনে কলার ওপরে জুড়ে দিয়ে মাথার ওপরে একটা ডান্ডি করলাম।
১০)আঙুরের ঠিক ওপর দিয়ে একটা অর্ধেক গোল করলাম।
১১)তারপরে আপেলের পাশ দিয়ে দুটো দাগ গোল করে অন্যদিকে লেবুর গা ঘেঁষে জুড়িয়ে দিলাম।
১২)ঝুড়ির ওপরে গোল দাগটার ভিতরে বেঁকিয়ে কতগুলো দাগ টানলাম।

20221122_233501.jpg

১৩)ঝুড়ির ভিতরে লম্বা লম্বা করে দাগ টেনে তার ওপরে সোজা সোজা করে দাগ টানলাম।
১৪)তারপরে আপেলটা লাল রং করে,ডান্ডিটা খয়েরি রং করলাম।
১৫)তারপরে কলায় হলুদ রং করলাম।
১৬)তারপরে আপেলের পিছনে ন্যাসপাতিটা হালকা সবুজ রং করে,ডান্ডিটা খয়েরি রং করলাম।

20221122_233616.jpg

১৭)তারপরে কলার পাশে আঙুর গুলো বেগুনি রং করলাম।
১৮)তারপরে আঙুরের ডান্ডিটা খয়েরি রং করলাম।
১৯)তারপরে আঙুরের পাতাটা হালকা সবুজ রং করলাম।
২০)তারপরে আঙুরের পাশের গোলটা কাঁচা হলুদ রং করলাম।

20221122_233657.jpg

২১)তারপরে ওপরের গোলটা কমলা রং করলাম।
২২)তারপরে ঝুড়ির নীচের অংশটা ডীপ বাদামি রং করলাম।
২৩)তারপরে ঝুড়ির ওপরের হ্যান্ডেলটা ডীপ বাদামি রং করলাম।
২৪)তারপরে ঝুড়ির নীচের অংশটা ব্লেক বর্ডার পেনসিল দিয়ে লম্বা,সোজা দাগ টেনে,হ্যান্ডেলে ব্লেক দিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে ছোটো দাগ টানলাম কতোগুলো।

20221122_233722.jpg

২৫)তারপরে সব ফল গুলো ব্লেক দিয়ে বর্ডার করলাম।

20221122_185434.jpg

আমার আঁকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।যদি কোনো ভুল ক্রটি হয় তাহলে আমায় ক্ষমা করে দেবেন।আজ এখানেই শেষ করলাম।

শুভ রাত্রি।

Sort:  
 last year 

ভারি সুন্দর হয়েছে আজকের আঁকা, পাশাপশি নিজের এনগেজমেন্ট বাড়ান, আমি শুরুর সঞ্চিতাকে দেখার অপেক্ষায় আছি।

 last year 

হ্যাঁ দিদি চেষ্টা করছি।ধন্যবাদ ।

 last year 

@sanchita96 আপনার আঁকা ফলের ঝুড়ি ওফল গুলো দারুন হয়েছে। ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ দিদি।

Loading...
 last year 

খুব সুন্দর হয়েছে আজকের আঁকাটাও।

 last year 

বলছি বলে রেগে যাবেন না ম্যাডাম, আপনার আঁকা ভারী সুন্দর হয়েছে কিন্তু রং গুলো একটু গভীর করে দিলে ফুটে উঠতো আঁকাটি আরো বেশি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71315.89
ETH 3677.54
USDT 1.00
SBD 3.76