আমার হাতের আঁকা জীবনে একা পথ চলতে শিখতে হয়

in Incredible India2 years ago (edited)

20221010_204024.jpg

(আমার হাতের আঁকা)

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।কাল পূজোর কাজ করে আজ শরীরটা খুব‌ই খারাপ।

তাই সকাল থেকে একটু জ্বর জ্বর লাগছিলো।তাই আজ আমার মামণিই রান্না করলো।তারপরে আজ থেকে আবার আমার সব পড়ানো শুরু হলো।

কতো দিন পরে সবাইকে একটু দেখলাম।আমার মনটাও খুশি হয়ে গেলো।তাই ভাবলাম আজ একটু আঁকতে বসবো।

20221010_201629.jpg

আর আমার আঁকাটা আপনাদের সাথে শেয়ার করবো।আজ একটু অন্য রকম আঁকলাম।আমাদের জীবনে সবাই থাকে কিন্তুু তবুও তুমি বিপদে পড়লে কেউ তোমার পাশে থাকবেনা।

তোমাকে তখন একাই চলতে হবে।জীবনে একা চলতে শিখে গেলে জীবন চলার পথটা অনেকটা সোজা হয়ে যায়।

তাই একা চলার‌ই একটা ছবি আঁকলাম।

20221010_210707.jpg

তো আসুন আমি কী করে ছবিটা আঁকলাম তা আপনাদের কে বলবো।


আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের আঁকার খাতার পেপার।
২)ফোর বি পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)ব্লেক বর্ডার পেনসিল।

20221010_232112.jpg

পদ্ধতি:-

১)প্রথমে পেপারের চারিদিকে একটা বক্স করলাম।
২)তারপরে পেপারের মাঝখানে একটা উল্টে ইংরাজির ইউ লিখে নীচের দিকে নামিয়ে একটু গোল করে দিলাম।
৩)তারপরে গোলের দু-ধার দিয়ে দুটো দাগ টেনে দিলাম।
৪)তারপরে ওই দাগ দুটো দিয়ে নীচের দিকে একটু বেকিয়ে আরেকটা দাগ দিলাম।
৫)তারপরে ওই দাগের পাশে আরেকটা করে দাগ দিলাম।

20221010_231227.jpg

৬)তারপরে ভিতরে দাগ দুটো সোজা একটা দাগ দিয়ে জুড়িয়ে দিলাম।
৭)তারপরে ওই দাগ থেকে নীচের দিকে একটু বেকিয়ে আরেকটা দাগ টানলাম।
৮)তারপরে আবার ওই দুটো দাগ সোজা দাগ দিয়ে মিলিয়ে দিলাম।
৯)তারপরে হাত দুটো ওই সোজা দাগের সাথে একটু গোল করে মিলিয়ে দিলাম।
১০)তারপরে হাতের নীচ দিয়ে দুটো দাগ একটু বেকিয়ে টেনে নীচের দিকে নামালাম।

20221010_231310.jpg

১১)তারপরে নীচের দিকে একটু ছেড়ে ছেড়ে একটা করে দাগ দিলাম।
১২)তারপরে ঠিক মাঝখান দিয়ে একটা সোজা দাগ টেনে একটা পা করলাম।
১৩)তারপরে ওই পায়ের ঠিক পাশ দিয়ে আরেকটা পা করলাম।
১৪)তারপরে পায়ের নীচে দুটো পায়ের জুতো করলাম।
১৫)তারপরে মাথার ঠিক উপরে একটু বেকিয়ে সোজা করে দুটো দাগ দিলাম।

20221010_231357.jpg

১৬)তারপরে দাগের ঠিক ওপরে ইউ করে নীচের দিকে ছোটো ছোটো করে ইউ করলাম।
১৭)তারপরে ছাতার ঠিক ওপরে মাঝখানে একটা ছোটো উল্টে ভি করলাম।
১৮)তারপরে ছাতার উপরে ভি টা ব্লেক দিয়ে ভর্তি করলাম,চারিদিক ব্লেক বর্ডার দিয়ে বর্ডার গুলো করলাম,আর নীচের দিকে ব্লেক দিয়ে ভর্তি করলাম,ছাতার ডান্ডিটা ও ব্লেক দিয়ে ভর্তি করলাম।
১৯)তারপরে চুলের বর্ডার টা ব্লেক করলাম,আর ভিতরে ব্লেক বর্ডার পেনসিল দিয়ে হালকা হালকা করে টানলাম।
২০)তারপরে দুটো হাত,ফ্রক টাও ব্লেক বর্ডার করলাম।

20221010_231449.jpg

২১)তারপরে ফ্রকের নীচে ব্লেক বর্ডার দিয়ে একটু হালকা করে গোল গোল করে দিলাম।
২২)তারপরে দুটো পা,জুতো ব্লেক বর্ডার করলাম।
২৩)তারপরে ফ্রকের মাঝখানে হালকা করে ব্লেক করলাম।
২৪)তারপরে ফ্রকের মাঝখানের ঠিক দাগের নীচে ব্লেক বর্ডার দিয়ে হালকা হালকা করে কতগুলো দাগ দিলাম।

20221010_231609.jpg

আমার আঁকাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কিন্তুু।আজ এখানেই শেষ করলাম।আপনারা সবাই ভালো থাকবেন।

শুভ রাত্রি।

Sort:  
Loading...
 2 years ago 

দুর্দান্ত এঁকেছো ছবিটা, একদম অন্যরকম। আমি মন থেকে চাই তোমার এই প্রতিভা সন্মানিত হোক এবং পাশাপাশি সমাদৃত হোক। চালিয়ে যাবে একদম বন্ধ করবে না ছবি আঁকা।

 2 years ago 

আমি ও কোনো দিন ছবি আঁকা বন্ধ করতে চাই না।ধন্যবাদ দিদি

 2 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার আঁকা ছবিটি, আপনার কাজ করবার একাগ্রতা দেখে আমি সত্যি মুগ্ধ। ঠিক এই ভাবেই কাজ করে যাবেন ম্যাডাম ভবিষ্যতেও। আমার অনেক আশীর্বাদ রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনারা পাশে থাকলে আশাকরি আমি আরো ভালো ভালো কাজ করতে পারবো।

 2 years ago 

ঠিক এইভাবেই কাজ চালিয়ে যাও সঞ্চিতা, আমি বলছি তোমার এই নিষ্ঠা কখনোই বিফলে যাবে না। আমার অনেক আশীর্বাদ।

Very nice sketch art work as so clean and simple. Excellent talant👌👍🙏.

 2 years ago 

আপনার যে আমার আঁকাটা ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63900.40
ETH 3140.82
USDT 1.00
SBD 3.98