আমার হাতের আঁকা জলে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে।

in Incredible Indialast year

20221130_141423.jpg

প্রিয় বন্ধুরা,

আশাকরি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।আজ একটু ইচ্ছা করছিলো আঁকতে,কারণ বিগত কয়েক দিন আমার শরীর খারাপ থাকার কারণে আমি শুধু শুয়েই ছিলাম।

তাই আজ একটু কষ্ট করে উঠে বসে আঁকলাম।যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন।

আমি আপনাদের কাছে বিভিন্ন ধরনের দৃশ্য একেছি আজ আঁকলাম জলে হাঁসের বাচ্চাগুলো ভেসে বেড়াচ্ছে।

এটা আঁকার কারণ আমরা ছোটোবেলায় এরকম দৃশ্য অনেক দেখেছি,কিন্তু এখন এই সব দৃশ্য আর দেখা যায় না।এই গুলো এখন আমাদের কাছে শুধু স্মৃতি হয়ে আছে।

তো আসুন আজ আমি কী করে হাঁসের বাচ্চাগুলো জলে ভেসে বেড়াচ্ছে কেমন করে আঁকলাম তা আপনাদের কে বলবো।

আঁকার সরঞ্জাম:-

১)এ ফোর সাইজের আঁকার খাতা।
২)টু বি পেনসিল।
৩)কাটার।
৪)রবার।
৫)মোম রং।

আঁকার পদ্ধতি:-

১)প্রথমে এ ফোর পেপারের চারিদিকে বক্স করে নিলাম।
২)তারপরে খাতার মাঝখানে একটা সোজা দাগ টানলাম।
৩)সোজা দাগের ঠিক মাঝখানটের দাগটা একটু মুছে,একটা গোল করে নীচের দিকে একটু লম্বা করে একটা সোজা দাগ টানলাম।
৪)ওই গোলটার ঠিক নীচে একটু ফুলিয়ে একটা গোল করলাম।
৫)তারপরে সোজা দাগের ঠিক পাশ দিয়ে একটা ছোটো সোজা দাগ টেনে নীচের দিকে একটু দাগ টানলাম।

20221130_225857.jpg

৬)তারপরে গোলের ঠিক পাশ দিয়ে একটু বেঁকিয়ে একটা গোল করে ঠোঁট করলাম।
৭)তারপরে ওপরের গোলের ঠিক একটু ধারের দিকে একটা দাগ টেনে তার ওপরে ইংরাজীর ইউ উল্টে লিখে তার মাঝখান একটা দাগ টেনে তার মাঝে একটা ছোটো গোল করলাম।
৮)তারপরে এই হাঁসটা থেকে একটু দুরে সোজা দাগটা মুছে আরেকটা গোল করলাম।
৯)গোলটার ঠিক নীচে একটু ফুলিয়ে একটা গোল করে ওপরের দিকে একটু বেঁকিয়ে এক দাগ টেনে তার সাথে জুড়ে দিলাম।
১০)তারপরে গোলের ঠিক পাশ দিয়ে একটু বেঁকিয়ে ইউ করে ঠোঁট করলাম।

20221130_225930.jpg

১১)তারপরে ঠোঁটের ঠিক একটু ওপরে একটা ছোটো দাগ টেনে তার ওপরে উল্টে ইউ করে তার মাঝে একটা ছোটো দাগ টেনে তার ভিতরে ছোটো গোল করলাম।
১২)তারপরে দ্বিতীয় হাঁসটা থেকে একটু দূরে সোজা দাগটা মুছে একটা গোল করে একটা ছোটো দাগ টানলাম।
১৩)ছোটো ওই দাগ দিয়ে একটু ফুলিয়ে একটা গোল করলাম।
১৪)গোলের ঠিক পাশ দিয়ে একটু বেঁকিয়ে একটা ইউ করে ঠোঁট করলাম।
১৫)ঠোঁটের ঠিক একটু ওপরে একটা ছোটো দাগ টেনে তার ওপরে উল্টে ইউ করে তার মাঝে একটা দাগ টেনে তার মধ্যে ছোটো একটা গোল করলাম।

20221130_225955.jpg

১৬)তৃতীয় হাঁসটার ঠিক নীচে ছোটো ছোটো করে উল্টে ভি করে পদ্মফুল করলাম।
১৭)পদ্মফুলের ঠিক দুপাশ দিয়ে দুটো দাগ বের করে একটা গোল করলাম।
১৮)তারপরে হাঁস গুলোর একদম মাথার ওপরে ছোটো ইউ করে দুটো মেঘ করলাম।
১৯)দ্বিতীয় মেঘের ঠিক পাশ দিয়ে অর্ধেক গোল করে তার ওপর দিয়ে একটা বড়ো দাগ আর একটা ছোটো দাগ এরকম করে কতোগুলো দাগ টানলাম।
২০)তারপরে মেঘগুলো আকাশি রং দিয়ে বর্ডার গুলো করলাম।

20221130_230029.jpg

২১)তারপরে আকাশি রং দিয়ে হালকা করে আকাশটা রং করলাম।
২২)প্রথম হাঁসটা হলুদ রং করলাম।
২৩)তারপরে হাঁসটার ঠোঁট কমলা রং করলাম।
২৪)তারপরে চোখটা ব্লেক রং করলাম।
২৫)তারপরে দ্বিতীয় হাঁসটায় হলুদ রং করলাম।

20221130_230057.jpg

২৬)তারপরে কমলা রং ঠোঁটে করলাম।
২৭)তারপরে চোখে কালো রং করলাম।
২৮)তারপরে তৃতীয় হাঁসটা হলুদ রং করলাম।
২৯)তারপরে ঠোঁটটা কমলা রং করলাম।
৩০)তারপরে চোখে কালো রং করলাম।

20221130_230133.jpg

৩১)তারপরে জলে ডীপ নীল রং করলাম।
৩২)তারপরে পদ্মফুল টা গোলাপী রং করে,ধার গুলো ডীপ গোলাপী রং করলাম।
৩৩)তারপরে পদ্মফুলের পাতাটা হালকা সবুজ রং করে ধারটা ডীপ সবুজ রং করলাম।
৩৪)তারপরে সূর্যের মাঝখানের গোলটা হলুদ করে তার ওপর কমলা রং করে,দাগ গুলো লাল রং করলাম।

20221130_230157.jpg

আমার আঁকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।আজ এখানেই শেষ করলাম।আপনারা ভালো থাকবেন।

শুভ রাত্রি।

Sort:  
 last year 

আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবার শুভেচছাবার্তা রইলো।

 last year 

ধন্যবাদ স্যার।

 last year 

খুবই সুন্দর ভাবে আঁকা কি করতে পারেন। আমাদের মাঝে খুবই আকর্ষণীয় বিষয়বস্তু তুলে ধরবেন এই চিত্রাংকনের মাধ্যমে। খুবই সুন্দর হয়েছে আজকের এই চিত্রাংকন।

 last year 

অসংখ্য ধন্যবাদ স্যার।

Loading...
 last year 

ভারি সুন্দর হয়েছে আপনার আজকের আঁকা ছবিটি, ভালো ভাবে কাজ করে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করুন এই কামনা করি।

 last year 

একদম দিদি।

 last year 

অনেকদিন বাদে আপনার আঁকা চোখে পড়লো।

 last year 

হ্যাঁ দিদি।

 last year 

@sanchita96 আপনার আঁকা ছবি খুব ভালো হয়েছে।

 last year 

ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 61227.60
ETH 3022.96
USDT 1.00
SBD 3.88