You are viewing a single comment's thread from:

RE: SEC17/W5|Do you believe in reincarnation?

in Incredible India2 years ago

পন্চম এনগেজমেন্ট চ্যালেন্জে অংশ গ্রহন করে আপনি পূর্ণজন্ম বিষয়ে আপনার মতামত তুলে ধরেছেন এবং আপনি পূর্ণজন্মে বিশ্বাস করেন বলে জানিয়েছেন।
আসলে আমাদের চিন্তাভাবনা বেশির ভাগ সময়ই আমাদের ধর্ম বিশ্বাস থেকেই আসে।

অসুস্থতার সাথে লড়াই করে বেঁচে ফেরাটাকে একধরনের পুনর্জন্ম বলা চলে, এর সাথে আমিও একমত। আমি কাছ থেকে এমন বেশ কয়েকজন মানুষকে দেখেছি।
আপনি প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

Sort:  
 2 years ago 
  • আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য। আমরা ধর্মের উপর বিশ্বাস রেখেই নিজেদের জীবন চালনা করি। আমাদের আশে পাশে এমন অনেক ঘটনা ঘটে যারা এমন ভাবে অসুস্থ হয়ে পড়ে যাতে সবাই মনে করে হয়ত সে আর আমাদের মাঝে ফিরবে না তবে সৃষ্টি কর্তার কৃপায় আবারও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে, এটাই প্রকৃত পুনর্জন্ম। ভালো থাকবেন।