You are viewing a single comment's thread from:

RE: Expectation! প্রত্যাশা।

in Incredible India7 months ago

সত্যি বলতে গোটা পৃথিবীটাই চলে দেয়া নেয়ার হিসেবে ।এটা নিজের ঘর থেকে শুরু করে ঘরের বাইরে সবজায়গাতে ।তবে ভালো মানুষ ব্যবহৃত হবে এটা খুবই স্বাভাবিক ।যতক্ষন আপ্নি কারো জন্য করতে পারবেন ততক্ষণ ভালো , আর না করলেই খারাপ । এসব কিছুর মাঝে আমার একটা জিনিস মনে হয় যে যারা সামনে কথা বলেন সেটা যত তিক্তই হোক না কেন তারা তুলনামূলকভাবে ভালো কিন্তু যারা পেছন থেকে আক্রমণ করে তাদের তুলনায় ।
শারিরীক ও মানসিক এই দুইভাবেই ভালো থাকবুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি ।