You are viewing a single comment's thread from:

RE: সেই ফেলে আসা শৈশব!

in Incredible Indialast month

আপনার লেখাটি পড়তে পড়তে যেন নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আরো একবার। আমরাও ছোট ছোট অ্যালুমিনিয়ামের ও মাটির হাড়ি -পাতিল ,থালা বাসন দিয়ে খেলতাম। আমাদের বাড়ির পাশেই পালপাড়া ছিল সেখানে বিভিন্ন ধরণের জিনিসপত্র ও খেলনা তৈরী হতো তারপরও বছর জুড়ে অপেক্ষা করতাম কবে রথের মেলা ,মাঘী পূর্ণিমা কিংবা পৌষ মেলার মতো আরো অনেক গুলো মেলার জন্য।
পাড়ার বাচ্চাদের সাথে রান্নাবাটি খেলতাম ,পুজোর প্রসাদ খেতাম শুধু তাই-ই না পুজোও করতাম অন্য বাচ্চাদের সাথে মিলে। কোনো বাড়িতে কিছু তৈরী হলে সেটার ভাগও পেতাম। এখনো বাবার বাড়ি গেলে পাশের বাড়ির কাকিমা পাঁচ তরকারী ,লুচি প্রভৃতি পাঠিয়ে দেন। ভাবলে খারাপ লাগে যে এই প্রজন্মের সাথেই হারিয়ে যাবে এই আন্তরিকতা। ধন্যবাদ আরো একবার ছেলেবেলায় ফেরত নেয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।